মুভি রিভিউ 🎬📽️ || মনপুরা, একটি জনপ্রিয় এবং ব্যবসা সফল বাংলা মুভি

in hive-155868 •  4 years ago 

মুভি রিভিউ

২৭ই জুন ২০২১

---------------------------------------

আমার প্রিয় স্টিমিয়ান ,
কেমন আছেন সবাই??
আশা করি সবাই ভাল আছেন।
আমি @adz-labib আছি আপনাদের সাথে।
আজ আমি আসছি মুভি রিভিউ নিয়ে। আজ আমি যেই মুভিটি রিভিউ করব সেটা হল, বাংলা চলচ্চিত্রে অন্যতম ব্যবসা সফল চলচ্চিত্র "মনপুরা"
তবে চলুন শুরু করা যাক।

images (7).jpeg
source

1613311547884.png

মুভি সম্পর্কিত মুল তথ্য

তথ্যনাম
মুভিমনপুরা
মুভির ক্যাটাগরিরোমান্টিক, ড্রামা
পরিচালকগিয়াছ উদ্দিন সেলিম
প্রযোজকঅঞ্জন চোধুরী পিন্টু
মুল পরিবেশকমাছরাঙ্গা প্রোডাকশন
ভাষাবাংলা
মোট ব্যাপ্তি কাল২ঘন্টা ১৭ মিনিট
মুক্তি কাল১৩ ফেব্রুয়ারি ২০০৯

---------------------------------------

মুভির প্রধান অভিনেতা ও অভিনেত্রী

---------------------------------------

ক্রমিক নংঅভিনেতা এবং অভিনেত্রীমুল নাম
০১800px-Chanchal_Chowdhury_(2).jpgচঞ্চল চৌধুরী
০২images (5).jpegফারহানা মিলি
০৩images (2).jpegমামুনুর রশিদ
০৪images (1).jpegফজলুর রহমান বাবু
০৫images (3).jpegশিরীন আলম
০৬images (4).jpegমনির খান শিমুল

---------------------------------------

মুভিটির লিংক

---------------------------------------

এই মুভির অন্যান্য কলাকুশলীবৃন্দ

---------------------------------------

ক্রমিক নংকলাকৌশলনাম
রচনা এবং চিত্রনাট্যগিয়াস উদ্দিন সেলিম
সুরকারইকবাল এম কবির
সংগিত পরিচালকঅরনব
চিত্রগ্রাহককামরুল হাসান খসরু
সম্পাদনাইকবাল এম কবির
কাহিনীগিয়াস উদ্দিন সেলিম

---------------------------------------

মুভির গান

---------------------------------------

  • ছবিটি তে মোট ৮টি গান রয়েছে। যার প্রত্যেকটা পেয়েছে দারুন জনপ্রিয়তা। বাংলাদেশের শহর কিংবা গ্রাম সব স্থানেই এক সময় শুনা যেত গানগুলো।
ক্রমিক নংগানের হ্যাডিংকন্ঠ শিল্পী
০১নিধুয়া পাথারেফজলুর রহমান বাবু
০২যাও পাখি বলো তারেচন্দনা মজুমদার ও কৃষ্ণকলি
০৩আমার সোনার ময়না পাখিঅর্ণব
০৪নিধুয়া পাথারেচঞ্চল চৌধুরী ও কৃষ্ণকলি
০৫সোনাই হায় হায় রেফজলুর রহমান বাবু
০৬যাও পাখি বলো তারেকৃষ্ণকলি
০৭নিধুয়া পাথারেফজলুর রহমান বাবু
০৮আগে যদি জানতাম রে বন্ধুমমতাজ

---------------------------------------

কিছু জনপ্রিয় গানের ইউটিউব লিংক

---------------------------------------

(০১)

  • গান : নিথুয়া পাথারে।

(২)

  • গান : সোনার ময়না পাখি।

(০৩)

  • গান : আগে যদি জানতাম গো বন্ধু

---------------------------------------

মুভিতে প্রধান চরিত্র গুলোর নাম

---------------------------------------

ক্রমিক নংমুল নামচরিত্রের নাম
০১চঞ্চল চৌধুরীসোনাই
০২ফারহানা মিলিপরী
০৩মামুনুর রশীদগাজী মিয়া
০৪ফজলুর রহমান বাবুহাকিম মাঝি
০৫মনির খান শিমুলহালিম

---------------------------------------

সংখিপ্ত কাহিনী

---------------------------------------

  • মুভিতে গাজি মিয়া নামের একজন প্রতাপশালী লোক থাকে। যার বাড়িরে সোনাই (কেন্দ্রীয় পুরুষ চরিত্র) কাজ করে।
  • গাজি সাহেবের একটি অল্পবুদ্ধি সম্পন্ন ছেলে থাকে নাম তার হালিম। গঠনাচক্রে সে একটি খুন করে।
  • গাজি সাহেব সেই খুনের দায় সোনাই এর উপর চাপানোর চিন্তা করে চালাকি করে তাকে একটি প্রায় জনমানব হীন নদীর চড়ে পাঠিয়ে দেয়। যাতে করে সবাই মনে করে সোনাই খুন করে পালিয়েছে।
  • উল্লেখিত সেই নদীর চড়ে সোনাই এর সাথে দেখা হয় পরীর (কেন্দ্রীয় নারী চরিত্র)।পরী একজন মাঝীর কন্যা। বাবার সাথে সে নদীতে মাছ ধরতে আসে।
  • একসময় পরী এবং সোনাই এর মধ্যে চিরচারিত সেই ভালবাসার উদ্ভব হয়।তারা একে অপরকে ভালবাস্তে শুরু করে।
  • একিদিন গাজী সাহেব সোনাই এর সাথে দেখা করতে এসে পড়ীকে দেখে ফেলে। সে তার প্রতিবন্ধী ছেলের বঊ হিসেবে পড়িকে পছন্দ করে। এদিকে গ্রামের অনেকেই তাকে এই বুদ্ধি দেয় যে, ছেলেকে বিয়ে করালে তার ছেকে ভাল হয়ে যাবে।
  • এরপর একদিন পরীর গরিব বাবাকে লোভ দেখিয়ে বিয়েতে রাজি করায় গাজী। এদিকে পরী আর সোনাই পালিয়ে যেতে চেষ্টা করে। আর সোনাই ধরা পরে পুলিশের হাতে।
  • পরীর ইচ্ছের বিরোদ্ধে পরীর সাথে বিয়ে হয় গাজী সাহেবে প্রতিবন্ধী ছেলের। আর এটা মেনে নিতে না পেরে আত্মহত্যা করে আমাদের গল্পের পরী।

---------------------------------------

পুরস্কার

---------------------------------------

  • মনপুরা মুভিটি মোট ৫টি ক্যাটাগরিতে ২০১১ সালে বাংলাদেশ সরকার কতৃক প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
ক্রমিক নংপুরষ্কারের নামবছরবিভাগ
জাতীয় চলচ্চিত্র পুরষ্কার২০১১শ্রেষ্ঠ চলচ্চিত্র
জাতীয় চলচ্চিত্র পুরষ্কার২০১১শ্রেষ্ঠ অভিনেতা
জাতীয় চলচ্চিত্র পুরষ্কার২০১১শ্রেষ্ঠ খল অভিনেতা
জাতীয় চলচ্চিত্র পুরষ্কার২০১১শ্রেষ্ঠ চিত্রনাট্য কার
জাতীয় চলচ্চিত্র পুরষ্কার২০১১শ্রেষ্ঠ নারী কন্ঠ শিল্পি
  • এছারাও ২০১০ সালে অনুষ্ঠিত মেরিল প্রথম আলো চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে ৭টি ক্যাটাগরিতে মুভিটি মনোনয়ন পায়। এবং মোট ২টি ক্যাটাগরিতে প্রথম পুরস্কার লাভ করে।

---------------------------------------

মুভি নিয়ে আমার মতামত ও মুল্যায়ন

---------------------------------------

বিভিন্ন ক্যাটাগরিমোট নাম্বাররিভিউ নাম্বার
গল্প১০০৮
চিত্রনাট্য এবং কাহিনী১০০৮
অভিনয়১০০৯
গান১০০৯
সাউন্ড, সিনারিও, কোরিওগ্রাফি১০০৭
  • অতএব আমার দেওয়া ৫টি ক্যাটাগরিতে মোট ৫০ নম্বরের মধ্যে আমি মুভিটি কে দিয়েছি ৪১ নম্বর।

♻️ মুভিটি বাংলা চলচ্চিত্র ইন্ড্রাস্টির জন্য একটি মাইলফলক। তারপরেও কিছু ক্ষুদ্র ত্রুটি আমার চোখে ধরা পরেছে।

  • এই ছবিটির চিত্রনাট্য আমার কাছে কিছুটা স্লো মনে হয়েছে।
  • লোকেশন এর সঠিক ব্যবহার হয়নি।
  • বেশির ভাগ সিনে মুল চরিত্রের ব্যাপক উপস্থিতি ছিল।

----------------------------

CC @rex-sumon

♥ Thanks to all of you ♥

@adz-labib

1613311547884.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Polish_20210425_125239192.jpg

Your post has been upvoted by @wo-photography courtesy of @sabbirrr

JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP

Follow @wo-photography & @steemitblog for last updates