মুভি রিভিউ
২৭ই জুন ২০২১
---------------------------------------
আমার প্রিয় স্টিমিয়ান ,
কেমন আছেন সবাই??
আশা করি সবাই ভাল আছেন।
আমি @adz-labib আছি আপনাদের সাথে।
আজ আমি আসছি মুভি রিভিউ নিয়ে। আজ আমি যেই মুভিটি রিভিউ করব সেটা হল, বাংলা চলচ্চিত্রে অন্যতম ব্যবসা সফল চলচ্চিত্র "মনপুরা"
তবে চলুন শুরু করা যাক।
মুভি সম্পর্কিত মুল তথ্য
তথ্য | নাম |
---|---|
মুভি | মনপুরা |
মুভির ক্যাটাগরি | রোমান্টিক, ড্রামা |
পরিচালক | গিয়াছ উদ্দিন সেলিম |
প্রযোজক | অঞ্জন চোধুরী পিন্টু |
মুল পরিবেশক | মাছরাঙ্গা প্রোডাকশন |
ভাষা | বাংলা |
মোট ব্যাপ্তি কাল | ২ঘন্টা ১৭ মিনিট |
মুক্তি কাল | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ |
---------------------------------------
মুভির প্রধান অভিনেতা ও অভিনেত্রী
---------------------------------------
ক্রমিক নং | অভিনেতা এবং অভিনেত্রী | মুল নাম |
---|---|---|
০১ | চঞ্চল চৌধুরী | |
০২ | ফারহানা মিলি | |
০৩ | মামুনুর রশিদ | |
০৪ | ফজলুর রহমান বাবু | |
০৫ | শিরীন আলম | |
০৬ | মনির খান শিমুল |
- all picture collect source
---------------------------------------
মুভিটির লিংক
---------------------------------------
এই মুভির অন্যান্য কলাকুশলীবৃন্দ
---------------------------------------
ক্রমিক নং | কলাকৌশল | নাম |
---|---|---|
১ | রচনা এবং চিত্রনাট্য | গিয়াস উদ্দিন সেলিম |
২ | সুরকার | ইকবাল এম কবির |
৩ | সংগিত পরিচালক | অরনব |
৪ | চিত্রগ্রাহক | কামরুল হাসান খসরু |
৫ | সম্পাদনা | ইকবাল এম কবির |
৬ | কাহিনী | গিয়াস উদ্দিন সেলিম |
---------------------------------------
মুভির গান
---------------------------------------
- ছবিটি তে মোট ৮টি গান রয়েছে। যার প্রত্যেকটা পেয়েছে দারুন জনপ্রিয়তা। বাংলাদেশের শহর কিংবা গ্রাম সব স্থানেই এক সময় শুনা যেত গানগুলো।
ক্রমিক নং | গানের হ্যাডিং | কন্ঠ শিল্পী |
---|---|---|
০১ | নিধুয়া পাথারে | ফজলুর রহমান বাবু |
০২ | যাও পাখি বলো তারে | চন্দনা মজুমদার ও কৃষ্ণকলি |
০৩ | আমার সোনার ময়না পাখি | অর্ণব |
০৪ | নিধুয়া পাথারে | চঞ্চল চৌধুরী ও কৃষ্ণকলি |
০৫ | সোনাই হায় হায় রে | ফজলুর রহমান বাবু |
০৬ | যাও পাখি বলো তারে | কৃষ্ণকলি |
০৭ | নিধুয়া পাথারে | ফজলুর রহমান বাবু |
০৮ | আগে যদি জানতাম রে বন্ধু | মমতাজ |
---------------------------------------
কিছু জনপ্রিয় গানের ইউটিউব লিংক
---------------------------------------
(০১)
- গান : নিথুয়া পাথারে।
(২)
- গান : সোনার ময়না পাখি।
(০৩)
- গান : আগে যদি জানতাম গো বন্ধু
---------------------------------------
মুভিতে প্রধান চরিত্র গুলোর নাম
---------------------------------------
ক্রমিক নং | মুল নাম | চরিত্রের নাম |
---|---|---|
০১ | চঞ্চল চৌধুরী | সোনাই |
০২ | ফারহানা মিলি | পরী |
০৩ | মামুনুর রশীদ | গাজী মিয়া |
০৪ | ফজলুর রহমান বাবু | হাকিম মাঝি |
০৫ | মনির খান শিমুল | হালিম |
---------------------------------------
সংখিপ্ত কাহিনী
---------------------------------------
- মুভিতে গাজি মিয়া নামের একজন প্রতাপশালী লোক থাকে। যার বাড়িরে সোনাই (কেন্দ্রীয় পুরুষ চরিত্র) কাজ করে।
- গাজি সাহেবের একটি অল্পবুদ্ধি সম্পন্ন ছেলে থাকে নাম তার হালিম। গঠনাচক্রে সে একটি খুন করে।
- গাজি সাহেব সেই খুনের দায় সোনাই এর উপর চাপানোর চিন্তা করে চালাকি করে তাকে একটি প্রায় জনমানব হীন নদীর চড়ে পাঠিয়ে দেয়। যাতে করে সবাই মনে করে সোনাই খুন করে পালিয়েছে।
- উল্লেখিত সেই নদীর চড়ে সোনাই এর সাথে দেখা হয় পরীর (কেন্দ্রীয় নারী চরিত্র)।পরী একজন মাঝীর কন্যা। বাবার সাথে সে নদীতে মাছ ধরতে আসে।
- একসময় পরী এবং সোনাই এর মধ্যে চিরচারিত সেই ভালবাসার উদ্ভব হয়।তারা একে অপরকে ভালবাস্তে শুরু করে।
- একিদিন গাজী সাহেব সোনাই এর সাথে দেখা করতে এসে পড়ীকে দেখে ফেলে। সে তার প্রতিবন্ধী ছেলের বঊ হিসেবে পড়িকে পছন্দ করে। এদিকে গ্রামের অনেকেই তাকে এই বুদ্ধি দেয় যে, ছেলেকে বিয়ে করালে তার ছেকে ভাল হয়ে যাবে।
- এরপর একদিন পরীর গরিব বাবাকে লোভ দেখিয়ে বিয়েতে রাজি করায় গাজী। এদিকে পরী আর সোনাই পালিয়ে যেতে চেষ্টা করে। আর সোনাই ধরা পরে পুলিশের হাতে।
- পরীর ইচ্ছের বিরোদ্ধে পরীর সাথে বিয়ে হয় গাজী সাহেবে প্রতিবন্ধী ছেলের। আর এটা মেনে নিতে না পেরে আত্মহত্যা করে আমাদের গল্পের পরী।
---------------------------------------
পুরস্কার
---------------------------------------
- মনপুরা মুভিটি মোট ৫টি ক্যাটাগরিতে ২০১১ সালে বাংলাদেশ সরকার কতৃক প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
ক্রমিক নং | পুরষ্কারের নাম | বছর | বিভাগ |
---|---|---|---|
১ | জাতীয় চলচ্চিত্র পুরষ্কার | ২০১১ | শ্রেষ্ঠ চলচ্চিত্র |
২ | জাতীয় চলচ্চিত্র পুরষ্কার | ২০১১ | শ্রেষ্ঠ অভিনেতা |
৩ | জাতীয় চলচ্চিত্র পুরষ্কার | ২০১১ | শ্রেষ্ঠ খল অভিনেতা |
৪ | জাতীয় চলচ্চিত্র পুরষ্কার | ২০১১ | শ্রেষ্ঠ চিত্রনাট্য কার |
৫ | জাতীয় চলচ্চিত্র পুরষ্কার | ২০১১ | শ্রেষ্ঠ নারী কন্ঠ শিল্পি |
- এছারাও ২০১০ সালে অনুষ্ঠিত মেরিল প্রথম আলো চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে ৭টি ক্যাটাগরিতে মুভিটি মনোনয়ন পায়। এবং মোট ২টি ক্যাটাগরিতে প্রথম পুরস্কার লাভ করে।
---------------------------------------
মুভি নিয়ে আমার মতামত ও মুল্যায়ন
---------------------------------------
বিভিন্ন ক্যাটাগরি | মোট নাম্বার | রিভিউ নাম্বার |
---|---|---|
গল্প | ১০ | ০৮ |
চিত্রনাট্য এবং কাহিনী | ১০ | ০৮ |
অভিনয় | ১০ | ০৯ |
গান | ১০ | ০৯ |
সাউন্ড, সিনারিও, কোরিওগ্রাফি | ১০ | ০৭ |
- অতএব আমার দেওয়া ৫টি ক্যাটাগরিতে মোট ৫০ নম্বরের মধ্যে আমি মুভিটি কে দিয়েছি ৪১ নম্বর।
♻️ মুভিটি বাংলা চলচ্চিত্র ইন্ড্রাস্টির জন্য একটি মাইলফলক। তারপরেও কিছু ক্ষুদ্র ত্রুটি আমার চোখে ধরা পরেছে।
- এই ছবিটির চিত্রনাট্য আমার কাছে কিছুটা স্লো মনে হয়েছে।
- লোকেশন এর সঠিক ব্যবহার হয়নি।
- বেশির ভাগ সিনে মুল চরিত্রের ব্যাপক উপস্থিতি ছিল।
----------------------------
CC @rex-sumon
♥ Thanks to all of you ♥
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit