আসসালামু আলাইকুম
বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো।বন্ধুরা আমি প্রথমে @sm-shagor ভাইয়াকে ধন্যবাদ দিতে চায় এতো সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য।বন্ধুরা আজকের প্রতিযোগিতা হলো ছুটির দিনের সময়।আসলে আমি কিভাবে আমার ছুটির দিনটি কাটয়েছি সেই সম্পর্কে তোমাদের সাথে ভাগ করবো আশা করি এটা তোমাদের ভালো লাগবে।
বন্ধুরা এখন চলছে কোরোনা মহামারি আর এই সময়ে আমাদের কে ঘর থেকে বের হওয়া নিষেধ রয়েছে।আমাদের দেশের সরকার পরিস্থিতি সাভাবিক করার জন্য শাটডাউন এর সিদ্ধান্ত নিয়েছেন এবং এখন সেই শাটডাউন ই চলছে।তাই আমরা আমাদের ছুটির দিনটি বাইরে গিয়ে কাটাতে পারছি না।তাই আমি এবার আমার ছুটির দিনটি একটু ভিন্ন ভাবে পার করেছি।
ছুটির দিনে আমি আমার বাসার পাশে কয়েকজন মিলে ছোট পরিসরে একটা পিকনিকের আয়োজন করি বাসার মধ্যে থেকে।সকাল ভোর ৬ টায় আমরা যায় নিকটস্থ বাজারে দরকারি জিনিস কিনতে এরপরে আমরা সব কিছু কেনা হলে বাসায় চলে এলাম।বাসায় এসে পিকনিক এর রান্না করা মুরগি ছোট ছোট পিচ করলাম।এরপরে যাবতীয় মসলা পাতি আমরা গুছিয়ে রাখলা ঠিকঠাক করে।
এরপরে আমাদের রান্নার পালা শুরু করে দিলাম।আমরা নিজেরা মিলেই রান্নাটি করেছিলাম।আমদের রান্না করতে প্রায় ২ ঘন্টা সময় লেগেছিলো।আমরা আমাদের পিকনিক এর জন্য বিরিয়ানি রান্না করেছিলাম।রান্না শেষ হবার পরে একটি গামলাতে ঢালা হলো এরপরে আমরা খাবার ঠান্ডা করার জন্য কিছু সময় সিলিং ফ্যান এর নিচে রেখে দিলাম।
অনেকদিন পরে সবাই এক সাথে আমরা পিকনিক করছি এবং সুন্দর সময় উপভোগ করছি এটা খুবই আনন্দকর ছিলো।সন্ধ্য ৬ টা আমরা তখন খাবার খাওয়া জন্য এক সাথে বসলাম।এরপরে আমরা খাবার প্লেট এ নিলাম এবং খাওয়া শুরু করলাম।খাবার খাওয়া শেষ হলে আমরা কয়েকজন মিলে লুডু খেলতে শুরু করলাম।
রাত তখন ৮ টা বাজে আমরা খেলা বন্ধ করে দিলাম এরপরে আমরা যে যার বাসায় চলে এলাম।এক অসম্ভব সুন্দর মুহুর্ত ছিলো।বন্ধুরা এই মহামারি চলা কালিন সময়ে আপনারাও চাইলে বাসায় বসে সুন্দর ছুটির সময় কাটাতে পারেন।
বন্ধুরা আশা করি এটা আপনাদের ভালো লাগবে।সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবারো দেখা হবে খুব দ্রুত ধন্যবাদ সবাইকে।
ঘরে থাকুন,সুস্থ থাকুন।
Photo | Information |
---|---|
camera used | oppo a5s |
location | Bangladesh |
Cameraman | @ashik333 |
maps | https://maps.app.goo.gl/Dta8j2x6jombFccB8 |
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit