আমার বাংলা ব্লগ কমিউনিটি

in hive-155868 •  4 years ago 

Polish_20210630_221814327.jpg

আমার বাংলা ব্লগ

বাংলা কন্টেন্ট ক্রিয়েটর দের জন্য সুখবর । steemit প্লাটফর্মে নতুন একটি কমিউনিটির উন্মোচন হয়েছে। কমিউনিটি টির নাম হল আমার বাংলা ব্লগ । যারা বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন তারা নিজের মাতৃভাষায় ব্লগ লিখতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন এটাই স্বাভাবিক। নিজের ক্রিয়েটিভিটি কে আরো ভালো ভাবে প্রকাশ করার জন্য মাতৃভাষার চেয়ে আর কোন ভাল ভাষা পৃথিবীতে নেই । আপনি যদি বাংলা ভাষায় কনটেন্ট লিখে থাকেন তাহলে নতুন এই কমিউনিটি শুধুমাত্র আপনার জন্য। আপনি আপনার নিজের ভাষায় সচ্ছন্দে আপনার যে কোন প্রকার প্রতিভা এখানে শেয়ার করতে পারবেন।

কমিউনিটি থেকে যথেষ্ট সাপোর্ট দেয়ার চেষ্টা করা হবে। steemit প্লাটফর্ম একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখানকার কমিউনিটির প্রত্যেকটি মেম্বারের সাথে আপনি সুন্দরভাবে সময় কাটাতে পারবেন । ভিনদেশিদের সাথে আপনি সহজে আপনার মনের ভাব প্রকাশ করতে না পারলেও এই কমিউনিটিতে পারবেন। কারণ এই কমিউনিটির সকল মেম্বার বাংলা ভাষাভাষী । তাই আপনি এই কমিউনিটিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন । ইন্ডিয়া এবং বাংলাদেশ ছাড়াও যারা বাংলা ভাষায় কনটেন্ট লিখতে পছন্দ করেন তারা এই কমিউনিটিতে যুক্ত হন। আমার বাংলা ব্লগ কমিউনিটি @rme ভাইয়ের দ্বারা পরিচালিত। তিনি অত্যন্ত সুন্দর একটি সুযোগ করে দিয়েছে বাঙালি কন্টেন ক্রিকেটারদের জন্য। এখনই কমিউনিটি তে জয়েন জয়েন হন এবং আপনাদের সর্বোচ্চ প্রতিভা বিকশিত করুন। ধন্যবাদ।


Connect Me On:
Facebook | Twitter| Discord

E-mail: [email protected]

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মাতৃভাষা আমাদের জন্য সেরা ভাষা

💝💝

অসংখ্য ধন্যবাদ ভাই #আমারবাংলাব্লগ এর বিষয়টি আপনার কমিউনিটির মাঝে প্রমোট করার জন্য।

আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা মাতৃভাষা বাংলায় নিজেদের অনুভূতি প্রকাশের পথ আরো সহজ ও সুন্দর হবে ।

ইনশাআল্লাহ আমরা বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারবো।

ইনশাআল্লাহ

অসংখ্য ধন্যবাদ ভাই

#আমারবাংলাব্লগ কমিউনিটির প্রমোশন করার জন্য।

শুভকামনা

Thanks apnakeo

@rex-sumon ভাই আপনাকে অনেক ধন্যবাদ, "আমার বাংলা ব্লগ" কে আপনার কমিউনিটি তে পরিচয় করে দেওয়ার জন্য।

বাংলা ভাষায় যারা ব্লগ লিখতে চান তারা সবাই আমন্ত্রণ গ্রহন করুন।

You're welcome bro

ধন্যবাদ আপনাকে আমাদের @amarbanglablog কমিউনিটি নিয়ে খুব সুন্দর করে পোস্ট লিখেছেন এ জন্য । শুভকামনা রইল আপনার জন্য ।চেষ্টা করুন আমাদের সঙ্গেই থাকার জন্য।

অবশ্যই ভাই। সাথে আছি। ইন শা আল্লাহ সাথে থাকব। আপনিও সব সময় পাশে থাকিয়েন। 💝💝

অসংখ্য ধন্যবাদ ভাই।

আমার বাংলা ব্লগ কমিউনিটিকে প্রোমোট করার জন্য।

You're welcome

😋😋😍

  ·  4 years ago (edited)

@rex-sumon ভাই আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা কমিউনিটির সাথে থাকার জন্য।সম্পূর্ণ মনের ভাব প্রকাশের জন্য মাতৃভাষা সর্বোওম পথ। যার অভাব অন্য কোন ভাষা পূরণ করতে পারে না।

Thanks. তুমি জয়েন হয়ে যাও

ইতিমধ্যে।

@rex-sumon আপনাকে অসংখ্য ধন্যবাদ সবার মঝে আমার বাংলা ব্লগ এর মতো অসাধারণ একটি বাংলা কমিউনিটি কে তুলে ধরার জন্য।

@rme @blacks @photoman @winkles @royalmacro আপনাদের সবাই কেও অনেক অনেক ধন্যবাদ আমদের বাংলা ভাষায় ব্লগিং করার সুযোগ করে দেয়ার জন্য। ❤️❤️❤️

অনেক প্রেম আর অনেক আশা নিয়ে, অনেক আগেই ঘর বেধেছি। আমিও সবাইকে @আমার বাংলা ব্লগ কমিউনিটি সাবস্ক্রাইব করে আজ থেকে পোস্ট লেখা শুরু করতে আমন্ত্রণ জানাচ্ছি।

💝💝

💝💝💝

অনেক ধন্যবাদ ভাইয়া এরকম নিজের ভাষার একটা কমিউনিটির সাথে পরিচিত করিয়ের দেওয়ের জন্য!

💝💝

অনেক অনেক ধন্যবাদ , আমাদের কমুনিটির পরিচিতি মূলক পোস্টটি করার জন্য ।

You're welcome, brother

প্রথম থেকেই আছি আমার ব্ল্যাক বাংলা ব্লগের সাথে। আশা করছি আরও অনেক বাংলা ভাষাভাষী কমিউনিটির সাথে জয়েন হবেন।
ধন্যবাদ আপনাকে বিষয়টা এই কমিউনিটিতে তুলে ধরার জন্য।

💝💝

সত্যিই এটা খুবই আনন্দের বিষয়। বাংলা ভাষা নিয়ে এই কমিউনিটি অনেক দূরে এগিয়ে যাবে ইনশাল্লাহ❤️

💝💝

সুন্দর একটি কাজ।আমারা যারা বাংলা ভাষাভাষী আছি তাদের মনের ভাব প্রকাশের অন্যতম একটি মাধ্যম হবে ইনশাআল্লাহ

💝💝

অনেক অনেক ধন্যবাদ ভাই. এখন থেকে আমাদের মনের ভাব আমাদের মাতৃভাষায় প্রকাশ করতে পারবো. এটা খুবই আনন্দের বিষয়.

💝💝

আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইল। এই রকম সৃজনশীল মনোভাব প্রকাশ করার জন্য। মাতৃভাষায় মনের ভাব প্রকাশ করতে পারবো।

💝💝

দারুণ উদ্যোগ

জয়েন করে ফেললাম আজ ভাইয়া। ধন্যবাদ উপস্থাপন করার জন্য।

Thanks apu

অনেক ভালো উদ্যোগ ❤️
বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা?
শুভ কামনা রইলো

অসংখ্য ধন্যবাদ, এই রকম একটি সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য