আসসালমুআলাইকুম স্টিমিট সিটি ফ্যান। আপনারা সবাই কেমন আছেন?আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি গেম রিভিউ নিয়ে।
গেমটির নাম হলো ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়ন শিপ
গেমটি খুবই জনপ্রিয় একটি গেম।আমি এই গেমটি প্রায় চার বছর যাবত খেলতেছি। গেমটি খেলে আপনি বাস্তবের মত আনন্দ নিতে পারবেন। আপনি যদি গেমটি ডাউনলোড করতে চান তাহলে এই লিংকে ক্লিক করুন।এখানে গেম লিঙ্ক
গেমটি যেভাবে ডাউনলোড করবেন!
প্রথমে আপনি আপনার গুগল প্লে স্টোর লগ ইন করুন। তারপর আমি আমার দেওয়া লিঙ্ক নিয়ে সেখানে পেস্ট করুন। তারপর আপনার সামনে এরকম কয়েকটি ক্রিকেট অ্যাপ আসবে। সেখান থেকে আপনি এই অ্যাপটি ডাউনলোড করুন।
এভাবে আপনি এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। এখন আপনাকে গেমটি খেলার পদ্ধতি সম্পর্কে জানতে হবে।
গেমটি যেভাবে খেলবেন
প্রথমে আপনি গেমটি ওপেন করুন। গেমটি ওপেন করার পর আপনার সামনে এরকম দেখাবে।তারপর আপনাকে পাঁচ থেকে দশ সেকেন্ড অপেক্ষা করতে হবে।
তারপর আপনার সামনে এরকম একটি গ্রাফিক্স চলে আসবে। এখান থেকে আপনি কুইক প্লে তে ক্লিক করুন।আপনি যদি টেস্ট বা টুর্নামেন্ট ম্যাচ খেলতে চান তাহলে আপনার পছন্দ মত খেলতে পারবেন।
এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম গ্রাফিক্স আসবে। এখান থেকে আপনি আপনার পছন্দের দল বাছাই করতে পারবেন। আমি বাংলাদেশকে সিলেক্ট করেছি।
তারপর আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন স্টেডিয়াম এ খেলতে চান। মাঠের তারতম্য বেধে আপনাকে কয়েন ডিপোজিট করতে হবে। আমি এখানে ১০০ কয়েন এর একটি মাঠ বাছাই করেছি।
এখন আপনাকে টচ করতে হবে। এখানে আপনাকে টচ পছন্দ করতে হবে হেড অথবা টেল। টচ হয়ে গেলে সিদ্ধান্ত নিতে পারবেন আপনি ব্যাটিং নাকি ফিল্ডিং করবেন।
এখন দুই দলের জাতীয় সঙ্গীত গাওয়া হবে। আমি বাংলাদেশ এবং ভারত দুটি দলের মধ্যে গেমটি খেলেছি। দুই দলের জাতীয় সঙ্গীত গাওয়া হলে আপনাকে স্কিপ করতে হবে।
এটা হলো খেলোয়াড় লিস্ট। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে কাকে ব্যাটসম্যান হিসেবে নামাবেন।
এখন আপনার ম্যাচটি শুরু হয়ে গেলো। আপনি যদি জোরে শট খেলতে চান তাহলে আপনাকে পাশে থাকা মানুষের লোগুতে চাপ দিতে হবে তবেই ব্যাটসম্যান জোড়ে শট খেলতে পারবে।
ব্যাটসম্যান যদি ছয় মারে তাহলে আম্পায়ার দুই হাত তুলে ইশারা করে বুঝিয়ে দেবেন যে এটা ছয় রান হয়েছে।
যদি আউট হয় তাহলে এক হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করবে যে এটা আউট হয়েছে। এটা সম্পূর্ণ বাস্তবের মতোই লাগবে আপনার কাছে।
একটি ম্যাচের মত রানের রেখা এগুলো। কত গুলো চার এবং কতগুলো ছয় হয়েছে এখানে সেটা লাল এবং সবুজ রেখায় চিহ্নিত করেছে।
এটা হলো উইকেট এর সংখ্যা, কোন ওভারে কয়টি উইকেট এর পতন হয়েছে সেটা বলের চিহ্ন দিয়ে দেখানো হইছে।
খেলা শেষ হলে সেরা খেলোয়াড়কে একটি সন্মাননা করা হবে। এখানে তামিম ইকবাল সর্বোচ্চ রান করে মন অফ দ্যা ম্যাচ পুরুস্কার জিতেছেন।
গেমটি সত্যিই বাস্তবের মতোই। আমি এই খেলাটি খুব ইনজয় করি। আপনার অবশ্যই জানাবেন গেমটি আপনাদের কাছে কেমন লেগেছে।
পোস্টটি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার পোস্টটি সম্পূর্ণ অরিজিনাল পোস্ট। অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you vai
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit