Photography

in hive-155868 •  4 years ago 

20210427_171813.jpg

আস্লামালাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ।আজ আমি একটা নতুন পোস্ট করতে চলেছি। পোস্টটা হলো একটা ফল সম্পর্কে। ফলটির নাম পেঁপে।

ফলটি দেখতে খুব সুন্দর হয়, এবং ফলটি হওয়ার আগে ফল গাছে প্রথমে ফুল আসে। ফুলগুলো দেখতে সাদা এবং ফলাফল এমনভাবে হয় যেন দিক উপর দিকে ফুল আর নিচের দিকে ফল থাকে ফলগুলো হয়ে থাকে সবুজ রংয়ের এ ফলগুলোর ভেতরে বীজ থাকে। ফল ছোট বীজগুলো অবস্থায় সাদা হয়ে থাকে। এবং হল বড় হয়ে গেলে বীজের রং কালো হয়ে যায়। এবং ব্রিজের উপরে একটা সাদা রঙের আস্তরণ পড়ে। ফলটি খেতে অতি সুস্বাদু। পুষ্টিকর এই ফল হার্টের সমস্যা থেকে বাঁচাই। খুবই উপকারী একটা ফল। ফলটি পাকলে টকটকে হলুদ রং ধারণ করে। ফলটি খেতে খুবই মিষ্টি।

উপরে পোস্টকৃত ছবিটি আমার নিজের বাসা থেকে উঠানো। আমার নিজের বাসাতেও পেঁপে গাছ আছে।

w3w:https://w3w.co/sardine.puppeteers.playable

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!