W3W:https://w3w.co/stronger.budgets.sizzle
আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন? আছো আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটা পোস্ট নিয়ে। তোমরা যে উপরে যে ছবিটি দেখতে পাচ্ছো এটা হচ্ছে সূর্যমুখী ফুল গাছের বীজ।এটা থেকে সূর্যমুখী তেল উৎপন্ন হয়। তো যে কালো রংয়ের যে দানা গুলো দেখতে পাচ্ছ সুন্দরভাবে সুসজ্জিত আছে এই দানাগুলো থেকেই মূলত সূর্যমুখীর তেল উৎপন্ন হয়। আর দানাগুলোর মূলত সূর্যমুখীর বীজ। দানা গুলো এত সুন্দর ভাবে সুসজ্জিত আছে এগুলো দেখতে খুবই সুন্দর লাগে এটা আমার পাশের বাসায় থেকে উঠানো। একটা সূর্যমুখী গাছ লাগিয়েছিল সেখানেই এই সূর্যমুখী গাছ থেকে বীজগুলো উৎপন্ন হয়েছে। এখন এই বীজগুলো পরিপক্ক। এই বীজগুলো এখন সংগ্রহ করা হবে এবং প্যাকেটজাত করা হবে তারপর রেখে দেওয়া হবে আবার আগামী বছর এই বীজগুলো রোপন করার জন্য। তখন আবার সেখান থেকে গাছ উৎপন্ন হবে, এবং চারা থেকে ফুল উৎপন্ন হবে এবং সেই ফুল দেখে আবার পুনরায় বীজ উৎপন্ন হবে। আমার পোস্টটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করুন, এবং বেশি বেশি উৎসাহ দেন যাতে পরবর্তীতে আরো ভালো ভালো ছবি পোস্ট করতে পারি।
W3W:https://w3w.co/stronger.budgets.sizzle
Assalamu Alaikum friends, how are you all? I hope everyone is well. I'm fine too. Today I am back with a post in front of you. The picture you can see above is of the seeds of the sunflower plant. It produces sunflower oil. So the black colored grains that you can see are beautifully decorated. These grains are the main source of sunflower oil. And the seeds are mainly sunflower seeds. The granules are so beautifully arranged that it looks very nice to pick them up from the house next to mine. A sunflower tree was planted where the seeds were produced from this sunflower tree. Now these seeds are ripe. These seeds will now be collected and packaged then left for re-planting next year. Then the tree will grow from there again, and the seedling will produce flowers, and seeing that flower, the seeds will grow again. If you like my post, support me, and give me more encouragement so that I can post more good pictures later.