আসসালামু আলাইকুম আমি, @abdullah-44
আশা করি সবাই ভালো আছেন, আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভালো আছি।( আলহামদুলিল্লাহ)
৪০০ বছরের পুরনো ঐতিহ্য কানাইপুর জমিদার বাড়ি।
ধারণা করা হয় প্রায় ৪০০ বছর আগে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়।এই বাড়িটি সবাই কানাইপুর জমিদার বাড়ি নামেই চিনে। তবে স্থানীয়দের কাছে শিকদার বাড়ি নামে পরিচিত। ফরিদপুর শহর থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কানাইপুর বাজার।কানাইপুর বাজার থেকে উত্তরে ফরিদপুর যশোর মহাসড়কের পাশে, কানাইপুর গ্রামে এই সিকদার বাড়ি বা জমিদার বাড়ি অবস্থিত। এই জমিদার বাড়ির পাশেই রয়েছে কুমার নদী।
আর কুমার নদীর কথা মনে আসলেই কবে জসীমউদ্দীনের কথা মনে পড়ে। কারণ কুমার নদীর পাশেই তো কবি জসীমউদ্দীনের বাড়ি। কুমার নদীর সাথে কবির অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। সেই স্মৃতিচারিত বাক্য আমরা তার কবিতার মধ্যে দেখেছি। সেই সময় জমিদার বংশ গুলোর মধ্যে অন্যতম ছিল কানাইপুরের ‘শিকদার বংশ’। এদেরই বাসস্থানের ধবংসাবশেষ আজ আমরা দেখতে পাই ‘শিকদার বাড়ি’ হিসেবে। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদৌলার শাসনামলেরও প্রায় শতবছর পূর্বে এই জমিদার শিকদার বাড়ী প্রতিষ্ঠিত হয়েছে বলে স্থানীয় লোকজন থেকে জানা যায়।
জমিদার হিসেবে শিকদার বংশের উন্নতি লাভ হয় ভবতারিনীর আমল থেকে। এরপর ভবতারিনীর একমাত্র সন্তান সতীশ চন্দ্র সিকদার জমিদারি পরিচালনা করেন। সতীশ চন্দ্রের ছিল দুই সন্তান, সুরেন্দ্র নাথ শিকদার এবং নিরদবরন শিকদার। পরবর্তীতে বড় সন্তান হিসেবে সুরেন্দ্রনাথ শিকদার জমিদারি পরিচালনা শুরু করেন। সুরেন্দ্রনাথ শিকদারের অকাল মৃত্যুর পর, তার পরিবারে এবং বংশে যারা ছিল সবাই কলকাতায় চলে যান। তারপর থেকে এই জমিদার বাড়িটি এইভাবে পড়ে আছে।
পরবর্তীতে এই জমিদার বাড়িটি সরকার বাজেয়াপ্ত করে নেয়। এই ছবিগুলো দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই জমিদার বাড়িটি কত পুরনো। শত বছর ধরে জমিদার বাড়ি এভাবেই পড়ে আছে। এই বাড়িটি বিভিন্ন পাশে ভেঙ্গে ভেঙ্গে পড়ছে। দেওয়ালের শ্যাওলা ও আগাছা দিয়ে ভরে আছে। এই জমিদার বাড়িটি দেখে আমার মনে হচ্ছিল এই বাড়িটিতে ভূতের ছবির শুটিং করার জন্য উপযুক্ত একটি জায়গা। এই ৪০০ বছরের ঐতিহ্যমন্ডিত জমিদার বাড়ি দেখতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে অনেকে মানুষেরই আনাগোনা দেখা যায়।
তেমনি আমার এক ফ্রেন্ড ও ফরিদপুর ঘুরতে গেছিল কবি জসীমউদ্দিন এর বাড়িতে।তখন আমার ফ্রেন্ড আমাকে বলেছিল কবি জসীমউদ্দীনের বাড়ির পাশে একটি জমিদার বাড়ি আছে ওইখানেও ঘুরতে যাব। আমি তখন বলছিলাম তাহলে ভালো করে বেশ কয়েকটা ছবি তুলে নিয়ে আসবি। তারপর আমার ওই ফ্রেন্ড ওইখান থেকে ঘুরে আসার পর দেখলাম বেশ কয়েকটা ছবি তুলে নিয়ে আসছে জমিদার বাড়ির । সেই সাথে ওই জমিদার বাড়ির বেশ কিছু তথ্য আমি আমার ওই ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারি।
আমার পোস্টটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ
আমার পরিচয়
আমার নাম,মোঃ আব্দুল্লাহ। আমার বাসা কুষ্টিয়া জেলা, খোকসা থানায়,আমবাড়িয়া ইউনিয়নে,গোসাইডাঙ্গী গ্রামে। কিন্তু ,আমি লেখাপড়ার জন্য কুষ্টিয়া সদরে থাকি। আমি কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে, কম্পিউটার ডিপার্টমেন্টে লেখাপড়া করছি। আমার ফটোগ্রাফি এবং ভ্রমন করতে খুব ভালো লাগে। আমার ফটোগ্রাফি করতে ভালো লাগলেও, খুব একটা ভালো ছবি আমি তুলতে পারিনা। আশা করি খুব তাড়াতাড়িই আমার ফটোগ্রাফি গুলো আরো ইমপ্রুভমেন্ট করতে পারব। (ধন্যবাদ সবাইকে )
বাহ চমৎকার তো আপনি ৪০০ বছরের পুরনো ঐতিহ্য কানাইপুর জমিদার বাড়ি নিয়ে পোস্ট করেছেন।আপনি জমিদার বাড়ি নিয়ে অনেক কিছু সংক্ষেপে লিখেছেন।ঠিকই বলেছেন ভূতের ছবির সুটিং করলে খারাপ হবেনা।অনেক সুন্দর একটি জায়গা।আমার পুরনো ঐতিহ্য বাড়ি বা জমিদার বাড়ি রাজপ্রাসাদ দেখতে অনেক ভালো লাগে।পুরোনো ঐতিহ্য কিছু জানার ইচ্ছা আমার সে ছোট বেলা থেকে।ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট করে আমাদের দেখার আর জানার সুযোগ করে দেয়ার জন্য।ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কানাইপুর জমিদার বাড়ি নিয়ে চমৎকার একটি পোস্ট আপনি আমাদের সাথে শেয়ার করেছেন ভাই। ৪০০ বছরের পুরনো এই জমিদার বাড়িটি ফরিদপুরে অবস্থিত জেনে খুশি হলাম। তবে এর আগে এই জমিদার বাড়ির সম্পর্কে জানা ছিল না। আপনি আপনার এই পোস্টে জমিদার বাড়িটির অবস্থান সম্পর্কে অনেক সুন্দর একটি বর্ণনা দিয়েছেন। এলাকার লোকজন এই জমিদার বাড়িকে শিকদার বাড়ি নামেও আখ্যায়িত করেন বলে আপনি উল্লেখ করেছেন। আপনি অসাধারণ ফটোগ্রাফি করেছেন। ৪০০ বছরের এই পুরনো স্থাপনাটি নিয়ে এত সুন্দর একটি বিস্তারিত আলোচনা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কানাইপুর জমিদার বাড়ি নিয়ে বেশ চমৎকার কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন।বেশ পুরাতন এই জমিদার বাড়িটি।আপনি বেশ চমৎকার তুলেছেন ছবি গুলো। ৪০০ বছর পুরনো জমিদার বাড়ি এখনও সুন্দর দেখা যাচ্ছে। আপনি বেশ সুন্দর কিছু তথ্য আমাদের জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি বিষয় আমাদের কাছে তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://twitter.com/abdullah_steem/status/1705610260801855597?t=s9QAfYJsVSyEXxIZ9tnOUQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কানাইপুর জমিদার বাড়ি সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন ভাইয়া। ৪০০ বছরের পুরাতন বাড়ি এখনো নিজের চোখে দেখা হয়নি। তবে এই জমিদার বাড়িটি দেখে আহট এর বাড়ি গুলোর মত লাগতেছে ভাইয়া। বাড়িটি দেখলেই বুঝা যাইতেছে এটি ৪০০ বছরেরও বেশি পুরানো। এছাড়াও আপনি খুবই জসিমউদ্দিন সম্পর্কে অনেক সুন্দর আলোচনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
৪০০ বছরের পুরনো ঐতিহ্য কানাইপুর জমিদার বাড়ি নিয়ে চমৎকার একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই। ছবিগুলো দেখেই বুঝা যাচ্ছে যে বাড়িটি অনেক পুরাতন। ফরিদপুর জেলার এই জমিদার বাড়িটি সম্পর্কে ও জমিদার বংশগুলো নিয়ে সুন্দর আলোচনা করেছেন ভাই। শিকদার বংশ যে অনেক প্প্রিচিত ও শক্তিশালী ছিলো সেটা জেনে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit