Steem For Tradition - My 3rd Week ReportsteemCreated with Sketch.

in hive-157557 •  last year 

মঙ্গলবার
তারিখ - ১৯ সেপ্টেম্বর ২০২৩

স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটির সকল মডারেটর এবং মেম্বারদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ও সকলের দোয়া তে ভালো আছি।

professional-4183892_1280.png

Source

এই কমিউনিটি তে আজ কে আমার তৃতীয় সপ্তাহ। আর গত এক সপ্তাহে এই কমিউনিটি তে কোনও প্রকার কপিরাইট পোস্ট কিংবা রিপিট পোস্ট পাওয়া যায় নি। তবে যত গুলো মেম্বার আছে সকলের পোস্ট খুবই ভালো ভাবে চেক করা হয়েছে। তারা রিপিট পোস্ট করছে কি না অথবা অন্য ব্যক্তির লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দিচ্ছে কি না সেগুলো সব কিছু এই গোয়েন্দা আইডি দ্বারা চেক করা হচ্ছে। অনেক ভাবেন যে হয়তো তাদের পোস্ট চেক করা হচ্ছে না কিন্তু আপনারা ১০০% নিশ্চিত থাকুন যে সকলের পোস্ট খুবই ভালো করে চেক করা হচ্ছে।

আমরা অনেকে বিভিন্ন কমিউনিটি তে কাজ করি। একেক কমিউনিটি তে একেক রকমের কাজ হয়। তাদের কাজের ধরণ আলাদা। সেই ক্ষেত্রে আমাদের কমিউনিটি তে এই সকল অপরাধ মূলক কাজ একে বারেই নিষিদ্ধ। কেননা এই ধরনের কাজ করলে কমিউনিটির ভাব মূর্তি ক্ষূর্ণ হয়। সে কারণে আপনারা এই সকল কাজ থেকে বিরত থাকবেন। এবং সকলেই ১০০% নিজের মতো কাজ করার চেষ্টা করবেন।

যদি কখনও পোস্ট করার জন্য যথেষ্ট ছবি আপনার কাছে না থাকে তাহলে কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করে পোস্ট করতে পারেন। তবে সেটা আমাদের কমিউনিটির মডারেটর দের সাথে আলোচনা করে তারপর পোস্ট করবেন। আর এই পোস্ট এর নিচে কিছু কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করার জন্য ওয়েব সাইটের নাম দেওয়া আছে আপনারা সেখান থেকে ছবি ডাউনলোড করে পোস্ট করতে পারেন।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQNSFeKzHLu6ntvgwdKZZ1WT2B86KwFdHVHmw5JB18By7J4NtQQiS2kcdFpiWi43BPzQvrEWQBp.png

যে সকল মেম্বার নতুন তারা এই ওয়েব সাইট থেকে কপিরাইট ফ্রী ছবি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।

  • Pexels

  • Pixabay

  • Unsplash

  • Designerspics

  • Millionfreepictures

ধন্যবাদ।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি বেশ চমৎকার কাজ করেছেন। আসলে আমাদের এখানে কোনভাবে কোন অসৎ উপায়ে কোন কাজ করা যাবে না। এগুলো দেখার জন্য আপনি সর্বদা আছেন যা আমার কাছে বেশ ভালো লাগলো। আশা করি আপনি এভাবে আমাদের সাথে কাজ করে যাবেন। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ।

আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ করছেন। অনেক সময় কিছু গার্জিত কাজের কারণে আমাদের কমিউনিটি অস্বচ্ছ হয়ে যায়। তবে এ সপ্তাহে আমরা সবাই স্বচ্ছতার সাথে কাজ করে গেছি। এটা জানতে পেরে আমার খুবই ভালো লাগলো। এটা আমাদের কমিউনিটির জন্য একটা ভালো দিক যে সবাই তাদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে পোস্ট করেন। ধন্যবাদ আপনাকে এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য। এবং প্রতি সপ্তাহে তার একটি রিপোর্ট তৈরি করার জন্য।

Thanks

ধন্যবাদ আমাদের কমিউনিটির ডিটেকটিভ মহোদয় কে! আমাদের কমিউনিটির সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আপনি যে দায়িত্ব পালন করছেন তা সত্যিই চমৎকার। আশা করি আমরা সকলেই স্বচ্ছ ভাবে নিষ্ঠার সাথে কাজ করতে সক্ষম হব। আর আপনিও আপনার দায়িত্ব যথারীতি পালন করে আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিবেন। আপনার গুরুত্বপূর্ণ এই দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Thanks.

দারুন ভাবে কমিউনিটিতে পোস্ট করার নিয়ম গুলো ‍তুলে ধরেছেন। আপনার পোস্টের মাধ্যমে আমরা বেশ সহজেই বুঝতে পারলাম যে আমাদের পোস্ট করার ক্ষেত্রে কি করা উচিত আর কি করা উচিত নয়। ধন্যবাদ এত সুন্দর করে রিপোর্টটি প্রকাশ করার জন্য।

Thanks.