||ঐতিহ্য নিয়ে পোস্ট করার টপিক||

in hive-157557 •  last year 

Hello friends

আসালামুআলাইকুম,
আশা করি সবাই অনেক ভাল আছেন



Polish_20230916_075016389.jpg

স্টিম ফর ট্রাডিশন একটি ভিন্নধর্মী কমিউনিটি।অন্যান্য কমিউনিটির সাথে এই কমিউনিটির মিল নেই। গ্রামবাংলায় এখনো অনেক ঐতিহ্যবাহী জিনিস রয়েছে। মেম্বারদের সুবিধার জন্য ঐতিহ্য রিলেটেড কিছু টপিক নিচে দিয়ে দেওয়া হলো। সকল মেম্বাররা নিচের টপিকগুলো নিয়ে ঐতিহ্যমূলক পোস্ট করতে পারবেন। এর বাহিরে ও আরো অনেক ঐতিহ্য রয়েছে যেগুলো আপনাকে আপনার এলাকায় খুঁজে বের করতে হবে। বাংলাদেশের সব এলাকায় পুরাতন অনেক স্থাপনা এখনো রয়েছে এগুলো সব ঐতিহ্যের মধ্যে পড়ে।একই জিনিসের নাম বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম হয়ে থাকে।




মাটির তৈরি

মাটির ব্যাংক, হাড়ি, পাতিল, বাচ্চাদের খেলনা, ফুলদানি, ফুলের টব, জল কান্দা, ঢাকনা, মুড়ি ভাজার পাত্র, বাটি, চাড়ি, জালা, দুধের ভাড়,কলস, ইত্যাদি।


বাঁশের তৈরি :

ডালি, চালোনী, ডোল, কুলা, বাঁশের মাচা, মাথাল, ঝুড়ি, ঝাড়ু, ইত্যাদি


কাসার তৈরি :

হাড়ি, চামচ,পাতিল, গ্লাস, প্লেট, ইত্যাদি।


ঐতিহ্যবাহী খেলা:

নৌকা বাইচ, হাডুডু, কানামাছি, গোল্লাছুট, মার্বেল, বউছি, লাঠি খেলা, পাতা খেলা, দড়ি টান, বস্তা দৌড়, এক পায়ে দৌড়, হাড়িভাঙ্গা, ফুল টোকা, সুই সুতা দৌড়, মোরগ লড়াই,ঘোড়াদৌড় ইত‍্যাদি


পিঠা:

ভাপা পিঠা, দুধ পুলি পিঠা, পুলি পিঠা,চিতই পিঠা,দুধের পিঠা, নকশী পিঠা,তেল পিঠা, পাটিসাপটা, ডিম পিঠা, এছাড়া আপনার এলাকার যে কোন পিঠাই ঐতিহ্য।


খাবার :

চ্যাপা শুটকি ভর্তা, সিদল, বেগুন খাষি, আলু ঘাটি, নাটোরের কাঁচাগোল্লা, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই, বগুড়ার দই,হাজী বিরিয়ানী, মুড়িঘন্ট,নারিকেলের নাড়ু, মুড়ির মোয়া,চিড়ার মোয়া, তিলের মোয়া, গজা,বাদাম টানা, কটকটি,চাপড়ী, ঝুরিভাজা, সন্দেশ, হাওয়াই মিঠাই, তিলের খাজা,খাজা, কদমা,খোরমা, শন পাপড়ি, পায়েস, ক্ষীর, সব এলাকায় বিভিন্ন রকম ঐতিহ্যবাহী খাবার রয়েছে।


অন‍্যান‍্য

বাঁশের সাঁকো,কাঁচা রাস্তা, পুরাতন মন্দির, মসজিদ, স্কুল, পুরাতন যেকোনো স্থাপনা, জমিদার বাড়ি, নবাব বাড়ি, রেডিও, টেপ রেকর্ডার, সাদাকালো টিভি, তাল পাখা, কাপড়ের তৈরি পাখা, বাঁশের তৈরি পাখা, নকশি কাঁথা, নারিকেলের পাতার ঝাড়ু, জমিতে পানি দেওয়ার ডোঙ্গা, হামানদিস্তা, ঢেঁকি, পাটের তৈরি ব্যাগ, ছিকা, পালকি, গরুর গাড়ি, লাঙ্গল,মই, গোয়ালঘর,মুরগির ঘর, কবুতরের ঘর,ঘোড়ার গাড়ি, গরুর গাড়ির কাঠের চাকা, হুক্কা, কোদাল, কুড়াল, ইঁদুর ধরার ফাঁদ, ইঁদুর ধরার কেচিকল, দা, বটি, নিড়ানি, ডাল ঘুটনি, খুন্তি, পিড়ি বেলুন,দোলনা, কাজলদানি, সুরমাদানী, পুরাতন টর্চ লাইট, ছনের ঘর, মাটির ঘর,ধানের খড়ের ঘর, ধান রাখার গোলা, উগার, অনেক পুরাতন ঘর, মাটির চুলা, গরুর শুকনো গোবর, পুরাতন যেকোনো শোপিস, ওয়ালমেট, গরুর মুখে বাধার মুখোশ, হারিকেন, কুপি, হ্যাজাক বাতি, ঢোল,একতারা, দোতারা,বাঁশের বাশি, বাঁশের তৈরি বাইগ, বাঁশের বেড়া, পুরাতন কাঠের দরজা, বাঁশের দুয়ার বা দরজা, টিনের তৈরি প্লেট, খরম জুতা, বেতের তৈরি ডালি, বেতের তৈরি কাঠা,কুয়ো, নারিকেলের পাতার ঝাড়ু, ধানের খড়ের ঝাড়ু, সরিষার তেল বের করার ঘানি, পুরাতন সুটকেস, যাতি, বায়োস্কোপ, নাগরদোলা, গ্রামীণ মেলা, পানের বাটা, শিল পাটা, পিতলের জগ, শিপ জাল, ঝাকি জাল, টানাজাল, দার্কি, দিয়ার, কোছ, পলো, মাছ ধরার নৌকা, বৈঠা, নৌকার পাল, ইত‍্যাদি



ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। এই পোস্টের মাধ্যমে আমরা নতুন নতুন কিছু ঐতিহ্য সম্পর্কে জানতে পারব এবং এই ঐতিহ্যগুলো সম্পর্কে আমরা তথ্য কালেকশন করতে পারব এবং আমরা সহজে পোস্ট করতে পারব। অনেকেই যারা ঐতিহ্য খুঁজে পায় না তারা এখান থেকে সহজে বিষয়গুলো জেনে নিয়ে আমাদের সাথে বিভিন্ন বিষয়ে শেয়ার করতে পারবে। ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। এটা আমাদের বিশেষ কাজে আসবে।

অনেক সুন্দর একটি পোস্ট। আসলে আমরা মাঝে মাঝে ভুলেই যাই আমাদের ঐতিহ্য কি আর ঐতিহ্য বলতে কী বোঝায়। এর জন্য এই পোস্টটি আমাদের অনেক কাজে দিবে। কারণ এখানে সবকিছু দেওয়া হয়েছে যা আমাদের অনেক কাজে লাগবে। ধন্যবাদ আপনাদের এরকম সুন্দর একটি বিষয় আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। কেউ যদি এই পোস্টটি ফলো করে তাহলে তার আর পোস্ট করতে কোন কষ্ট হবে না এবং কোন বিষয়ে পোস্ট করবে এ নিয়ে আর খোঁজাখুঁজি করতে হবে না সবকিছু এখানেই পেয়ে যাবে।

অনেক সুন্দর একটি পোস্ট করেছেন ভাই। আপনার এই পোস্টের মাধ্যমে আমরা সহজেই আমাদের পোস্টের বিষয়গুলো জানতে পারছি আর আমাদের ঐতিহ্যের বিষয়গুলো অনেক সুন্দর করে উপস্থাপন করছেন।অনেক অনেক ধন্যবাদ সুন্দর ও অসাধারণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

অনেক সময় ঐতিহ্য নিয়ে পোস্ট করতে করতে টপিক খুজে পাই নাই। আবার মনে হয় এটা হয় কি না। সন্দেহ এর মধ্যে পড়তে হয়। কিন্তু ভাই আপনি আমাদের সুবিধার জন্য অনেক সুন্দর ভাবে পোস্টটি করেছেন। যেটা থেকে আমরা খুব সহজে পোস্টের টপিক খুজে বের করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর ভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য।

আপনি বেশ গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করেছেন। অনেক সময় আমরা পোস্ট করার জন্য টপিক খুঁজে পাই না। অথবা পোস্টটি ঐতিহ্য রিলেটেড কিনা তা বুঝতে পারি না। আপনার এই পোস্টটি তা আমাদের স্পষ্টভাবে বোঝাতে পারে। এটা নতুন বা পুরাতন যেকোনো মেম্বারের জন্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আশা করি এটা পেয়ে সবাই উপকৃত হবেন। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

এই পোস্ট থেকে আমাদের সহজেই বুঝতে পারা সুবিধা হবে যে ঐতিহ্য কোনগুলো এবং কি নিয়ে আমরা পোস্ট করতে পারি। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য কারো আর ভুল হবে বলে মনে হয় না। সেলিম ভাইয়াকে ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

বাহ চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন ভাই, আপনার পোস্ট এর মাধ্যমে ঐতিহ্য নিয়ে অনেক কিছু আমরা জানতে পারলাম, এতে অনেকের পোস্ট করতে বা ঐতিহ্য খুজে বের করতে অনেক সহজ হবে। আপনি অনেক গুরুত্বপূর্ণ পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন। অনেকেই ঐতিহ্য মূলক পোস্ট খুজে পায় না, তাদের জন্য এই পোস্ট গাইডলাইন হিসাবে কাজ করবে, অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

খুব ভালো একটি পোস্টে শেয়ার করলেন আমাদের মাঝে। আপনার আজকের পোস্টটির মাধ্যমে আমরা বেশ সহজেই আমাদের প্রতিদিনের পোস্টগুলো খুঁজে বের করতে পারবো। আর আমাদের জন্য কাজ করাটাও সহজ হয়ে যাবে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

চমৎকার একটি বিষয় উল্লেখ করে আজকের এই পোস্টটি শেয়ার করেছেন। আমরা সকলেই হয়তো আজকের এই পোস্ট দেখে ঐতিহ্যগত বিষয়গুলো সঠিকভাবে চিনে আমাদের ঐতিহ্য মূলক পোস্টগুলো করতে পারব। আশা করি আমাদের মধ্যে ঐতিহ্যবাহী টপিক গুলো নিয়ে যে বিভ্রান্তি গুলো থাকে সেগুলো আর থাকবে না। এতগুলো টপিক আমাদের মাঝে উল্লেখ করে আজকের এই গুরুত্বপূর্ণ পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।