On the banks of the Haor Baor Bill
Pankauri came and blocked the house
What a wonderful sight for them
Colorful mixed outfits
By the bill during the day
Turns out with a partner
He returns in the evening
In your own room
Pankauri is like that duck
What a wonderful outfit
White, black and gray
As if he took it
Colorful mixed outfits
Bengali Version:
হাওর বাওড় বিলের ধারে
পানকৌড়ি এসে ঘর বাধে
কি অপরূপ দেখতে তাদের
বর্ণিল মিশ্র সাজে
দিনের বেলা বিলের ধারে
সঙ্গী নিয়ে ঘুরে
সন্ধ্যে হলে ফেরে যায় সে
নিজের আপন ঘরে
পানকৌড়ি যে হাঁসের মত
কি অপরূপ সাজ
সাদা কালো ও ধূসর রঙে
যেন নিয়েছে সে
বর্ণিল মিশ্র সাজে
Poem credit by me
Cc:- @steemcurator02