বৃষ্টি

in hive-160327 •  3 years ago 

সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে দেশের ভয়াবহ অবস্থা হয়ে দাড়িয়েছে। মানুষের ঘরবাড়ি সবকিছু ডুবে যাচ্ছে। মানুষজন অনেক কষ্টে তাদের জীবনযাপন করছে। এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে অনেকেই। আবার অনেকেই নিজের জীবনের ব্যাস্ততা নিয়েই রয়ে গেছে। আমি মনে করি সকলেই তাদের জন্য কিছু সাহায্য করা ও তাদের পাশে দাঁড়ানো। কিছু মানুষের জন্য অসহায় কিছু মানুষের কিছুটা হলেও সাহায্য হবে।

IMG20220603180604.jpg

IMG20220603180557.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

thanks for posting in our community . you can delegate SP and earn liquid rewards .