Flowers PhotographysteemCreated with Sketch.

in hive-163213 •  last year 

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আজকে আমি আপনাদের সাথে গোলাপ নিয়ে কিছু বলছে এসেছি এবং গোলাপ এর ফটোগ্রাফি করেছি, এ গোলাপ এক অদ্ভুত গোলাপ। গোলাপ সবাই চাষ করে কিন্তুু এবং বিভিন্ন নার্সারি তে পাওয়া যায় গোলাপ এর গাছ, তবে আমি জঙ্গলে হঠাৎ গোলাপ দেখতে পেলাম। অসাধারণ লাগলো দেখতে।

IMG_20231011_084236_735.jpg

সবুজের বুকে যেনো এক টুকরো লাল জড়িয়ে আছে। জঙ্গলে যেনো এক টুকরো লাল। ফুল সুন্দর তবে সেই ফুল অনেক এ আগলে রাখে এবং ফুল থেকেই সমস্ত ভালোবাসার জন্ম। গোলাপ কে ফুলের রানী বলা হয়। তাইতো গোলাপ এ প্রেম থাকে। তবে কথা হলো এই গহীন জঙ্গলে এই গোলাপ এর চারা লাগালো কে সেটা ভাবনার বিষয়। তাইতো আমি অবাক হয়ে স্থীর হয়ে গেলাম, হয়তো কোনো পাখি তার মূখে করে বীজ নিয়ে এসেছিলো তাইতো হয়েছে ফুল। মাঝে মাঝে আমার মাথায় এসব অদ্ভুত চিন্তা কাজ করে।

IMG_20231011_084235_578.jpg
IMG_20231011_084234_230.jpg
IMG_20231011_084232_641.jpg
IMG_20231011_084230_421.jpg

জঙ্গলে এই গোলাপ টা কিভাবে আসলো সেই ধারণা যদি আপনাদের থাকে তাহলে আমাকে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই আপনার সাথে কন্ট্রাক্ট কররা মতো কনো আইডি ডিসকোড আইডি লিংক দেওয়া জাবে.?