সবাইকে হ্যালো, আমি #বাংলাদেশ থেকে @max-pro |
---|
Canva দ্বারা তৈরি করেছি
হ্যালো বন্ধুরা সবাইকে জানাই সালাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও আল্লার রহমতে আপনাদের জীবনটাকে সুন্দর ভাবে উপভোগ করছেন। তো এখন আমি এখানে Steemit Travel কমিউনিটি দ্বারা আয়োজিত চমৎকার এনগেজমেন্ট চ্যালেঞ্জে অংশগ্রহণ নিতে চলে এসেছি। এই চমৎকার চ্যালেঞ্জের নাম পৃথিবী দিবস ২০২৩। তাহলে আসুন শুরু করা যাক, আমার সাথেই থাকবেন।
আপনি জলবায়ু কর্ম এবং পৃথিবী দিবস সম্পর্কে কি জানেন? |
---|
জলবায়ু ক্রিয়া এবং পৃথিবী দিবস দুটি ভিন্ন ব্যাপার। আপনার পৃথিবীতে বসবাস করি। সৃষ্টিকর্তা আমাদের বেচে থাকার জন্য সুন্দর পরিবেশ দিয়েছে কিন্তু সেই পরিবেশ মাঝে মাঝে মানুষের ক্রিয়াকলাপের কারনে কঠিন রুপ ধারন করে। আসলে জলবায়ু ক্রিয়া হলো পৃথিবীর পরিবেশ ও জলবায়ুর আবহাওয়ার ব্যাবস্থার পরিবর্তনকে বোঝায়। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের মধ্যে যেমন গ্রিনহাউজ গ্যাস, মারাত্মক প্রাকৃতিক দূর্যোগের সৃষ্টি হয়। এসব দূর্যোগের জন্য জলবায়ু ক্রিয়া পদক্ষেপ প্রয়োজন।
পৃথিবী দিবস হলো, একটি বার্ষিক ইভেন্ট যা প্রতি বছর ২২শে এপ্রিল পালিত হয়। এই দিন পরিবেশগত সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে ও জলবায়ু পরিবর্তনের হাত থেকে পৃথিবীকে বাচাতে মানুষকে সচেতন করার আলোচনা করা হয়। পৃথিবী দিবস প্রথম পালন করা হয় ১৯৭০ সালে। তখন থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ইভেন্টে পরিনত হয়েছে। বিশ্বব্যাপী অনেক সরকার ও সংস্থা সচেতনতা বাড়াতে এই পৃথিবী দিবস পালনের পদক্ষেপ নেয়। সেখানে গাছ লাগানো, প্লাস্টিক ব্যাবহার কামানো, পরিষ্কার পরিচ্ছন্ন এসব বিষয়ের পক্ষে আলোচনা হয় ও পৃথিবীকে ভালো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেয়।
আপনার অভিজ্ঞতা বা ক্রিয়াকলাপগুলি দেখান যা আপনি আরও ভালভাবে পৃথিবীর যত্ন নেওয়ার জন্য করবেন! |
---|
আমরা যদি কয়েকটা পদক্ষেপ নিয়ে একটু চেষ্টা করি তাহলে এই পৃথিবীর যত্ন নিতে পারবো। এরজন্য আমাদের সরকারের কাছে বা কোনো সংস্থার কাছে হাত পাততে হবে না। পৃথিবীর যত্ন নেওয়ার জন্য কয়েকটি পদক্ষেপ আমি শেয়ার করতে চাই তা হলো।
গাছ লাগান : গাছ কার্বন ডাই অক্সাইড শোষন করে সকল প্রানীকে অক্সিজেন ও আবাসস্থল তৈরি করে। তাই বেশি করে গাছ লাগান ও গাছের যত্ন নিন।
প্লাস্টিকের কম ব্যাবহার করুন : প্লাস্টিক পুরিয়ে ফেলুন, প্লাস্টিকের ব্যাগ বাদ দিয়ে কাপড়ের ব্যাগ ব্যবহার করুন ও একক ব্যবহারের প্লাস্টিক পন্য এড়িয়ে চলুন।
ডাস্টবিন ব্যবহার করুন : পৃথিবীতে যত সকল ময়লা আবর্জনা সৃষ্টি হয় সেসব আপনার চোখে পড়লে সেগুলো ডাস্টবিনে রেখে দিন ও পরে ডাস্টবিন পরিষ্কার ও পরিবর্তন করুন।
পানি অপচয় কমান : পৃথিবীতে অনেক পানি রয়েছে, তাই বলে পানি অপচয় করবেন না। বর্তমানে বিশুদ্ধ পানির অনেক অভাব। তাই পানি অপচয় রোধ করুন। ময়লা পানি মাটির নিচে যাওয়ার ব্যবস্থা করে দিন। পানির লাইন নষ্ট থাকলে ঠিক করে নিন।
গাড়ির ব্যবহার কম করুন : আপনি যতটা সম্ভব হাঁটুন, ও পাবলিক বাসের মতো পরিবহন ব্যবহারের চেষ্টা করুন।
অন্যদের শিক্ষিত করুন : আপনার জ্ঞান আপনার কাছেই রয়েছে। আপনি আপনার জ্ঞান অন্যের মাঝে শেয়ার করুন। অন্যদের পরিবেশ সম্পর্কে সচেতন করতে উৎসাহিত করুন।
তো আমি মনে করি পৃথিবীকে বাচনোর জন্য এই কয়েকটা পদক্ষেপ মেনে চললে কাজে আসবে। এতে পৃথিবীর জন্য ভালো ও আমাদের জন্যও ভালো।
পরিবেশ বান্ধব পণ্য দেখান যা আপনি ভ্রমণের সময় বা অ্যাডভেঞ্চারে ব্যবহার করেন! |
---|
ভ্রমনের সময় আমার কিছু জিনিসের ব্যবহারের প্রয়োজন হয়। তো আমি সবসময়ই এইসব জিনিস আমার সাথে নিয়ে যাই। ছোট থেকে আমি ভ্রমনের সময় এমন কিছু পন্য ব্যবহার করেছি যা আমার এখনও বয়ে নিতে অভ্যেস আছে তা হলো।
পুনঃব্যবহারযোগ্য পানির বোতল ও পাত্র : আমি ভ্রমনের সময় একক প্লাস্টিকের বোতল ও পাত্রের পরিবর্তে পুনঃব্যবহারযোগ্য পানির বোতল ও পাত্র নিয়ে যাই।
চার্জার : আমি আমার সাথে পাওয়ার ব্যাংক বা সৌর চালিত চার্জার বহন করি।
পানি : আমি ভ্রমনের সময় প্লাস্টিকের বোতলজাত পানি কেনার পরিবর্তে বাসা থেকে বিশুদ্ধ পানি নিয়ে যাই।
ব্যাগ : আমি ভ্রমনের সময় দোকান থেকে যেনো প্লাস্টিকের পলিথিন বা ব্যাগ না কিনতে হয়, সেজন্য আমার নিজস্ব পুনঃব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহার করি।
বস্র সামগ্রী : আমি ভ্রমনের সময় আমার পরনের এক্সট্রা বস্র ও গোসলের সামগ্রী যেমন শ্যাম্পু বা শাবান নিয়ে যাই। নিজস্ব ব্রাশ ও টুথপেষ্ট নিয়ে যাই।
প্রকৃতিতে অ্যাডভেঞ্চার করার সময় আবর্জনা থেকে পরিবেশ রক্ষার জন্য টিপস শেয়ার করুন! |
---|
প্রকৃতিতে অ্যাডভেঞ্চার করার সময় আবর্জনা থেকে পরিবেশ রক্ষার জন্য অনেক টিপস মানা দরকার। এই পরিবেশ আমাদের। আমাদের পরিবেশ আমাদেরই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেমন, আমাদের পুনঃব্যবহার করা জিনিসপত্র নিতে হবে। এটা আগে থাকতেই খেয়াল রাখতে হবে। প্রকৃতিতে অ্যাডভেঞ্চার করার সময় একক প্লাস্টিকের ব্যবহার থেকে দূরে থাকতে হবে। প্রয়োজনীয় জিনিসপত্র ফেলার সময় একটা নির্দিষ্ট ডাস্টবিন রাখতে হবে। আপনার আবর্জনা আপনার সাথে বহন করুন যতক্ষণ না পর্যন্ত আপনি এটি নিষ্পত্তি করতে পারেন। প্রকৃতিকে বিরক্ত করবেন না, বনের পশুকে বিরক্ত করবেন না, সুন্দর ফল,ফুল ছিরবেন না। নিজের মলমূত্রত্যাগ করার একটা ভালো জায়গা ঠিক করুন যাতে সেখানে অন্য প্রানীর আবাসন তৈরি না হয়। ক্ষতিকারক রাসায়নিক দ্রব্যের পরিবর্তে পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার করুন। তো এইসব টিপস ব্যবহার করলে আপনি পরিবেশকে আবর্জনা থেকে রক্ষা করতে পারবেন।
পৃথিবীর ভবিষ্যতের জন্য আপনার আশা! |
---|
এই পৃথিবীতে আমরা সবাই মিলেমিশে বসবাস করি, তাই পৃথিবীর ভবিষ্যতের জন্য আমার অনেক আশা রয়েছে। কিন্তু বর্তমানে মানুষের কিছু খারাপ ক্রিয়াকলাপের কারনে ধীরে ধীরে পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে ও আমরা বিপদে আছি। যেমন গ্রিনহাউজ গ্যাস, নবায়নযোগ্য শক্তির প্রচার অন্তর্ভুক্ত রয়েছে। এগুলো জলবায়ুকে প্রভাবিত করে। আমাদের পরিবেশ পরিষ্কার রাখতে হবে ও পরিবেশ রক্ষা সম্পর্কে ধারনা থাকতে হবে। আমাদের পরিবেশের খারাপ ক্রিয়াকলাপগুলো এড়িয়ে চলতে হবে। যদিও মানুষ ধীরে ধীরে শিক্ষিত হচ্ছে, তারা বুঝতে শিখছে। এই পরিবেশ রক্ষা আমাদের ভবিষ্যতে কতোটা গুরুত্বপূর্ণ তা আমরা এখনি টের পাচ্ছি। তাই আমাদের বেচে থাকার জন্য, অক্সিজেনের জন্য, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিবেশ রক্ষা করতে হবে। তাহলে আমরা সুন্দর পৃথিবী দেখতে পাবো।
তো পরিশেষে বলতে চাই পৃথিবীতে বসবাস করতে হলে আমাদের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। এই কনটেস্টের মাধ্যমে আমরা আমাদের পৃথিবী দিবসের মাধমে পরিবেশ সম্পর্কে সবার ধারনা জানতে পারবো। আমি আমার ধারনা থেকে কিছু টিপস আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আমি আমার স্টিমিয়ান বন্ধুদের @robin42, @alejos7ven, @solaymann, @inspiracion ও @ubongudofot এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
Twitter share link : https://twitter.com/Maxpro51412/status/1652605043860992000?t=-oKofIa1FWmoBchro0qxRg&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
TEAM 5 CURATORS
This post has been upvoted through steemcurator08. We support quality posts anywhere and with any tags. Curated by: @bambuka
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit