FROM: BANGLADESH
DATE: 15-08-2022
হ্যালো বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন? একটি নতুন ভ্রমণ ব্লগে সম্প্রদায়ের সদস্য এবং কমিউনিটি প্রশাসন দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি মিরপুর চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া নিয়ে আপনাদের মাঝে ব্লগটি উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি ব্লগটি আপনারা উপভোগ করতে পারবেন। চলুন শুরু করা যাক আজকের ব্লগ।
Location |
---|
বেশ কিছুদিন ধরে অনেক ব্যস্ততায় দিন পার করছি। সারাদিন ক্লাস এক্সাম ও বিভিন্ন ধরনের কাজকর্মের মধ্যে কিভাবে যে দিন চলে যাচ্ছে বুঝতেই পারিনা। এত ব্যস্ততার ফলে মনটা বিষন্ন হয়ে পড়েছে। তাই বিষন্নতা কাটাতে আমি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করি। প্রথমে ভেবেছিলাম ঢাকার বাইরে ঘুরতে যাব। কিন্তু না সেটা তো আর সম্ভব হলো না, কারণ আমাদের সপ্তাহে প্রায় ছয় দিন ক্লাস করতে হয়। একদিন অ্যাসাইনমেন্ট আর বিভিন্ন ধরনের কাজকর্ম সেই দিনটি পার হয়ে যায়। এমন অবস্থায় আমার মনটি ঢাকা শহরে বাইরে যেতে চাইলেও আমি পারিনা। এজন্য আমি ঢাকা শহরের ভিতরে মিরপুর চিড়িয়াখানায় ঘুরতে যাওয়ার জন্য মনস্থির করলাম। কারণ চিড়িয়াখানা এমন একটি জায়গা যেখানে ছোট থেকে বড় এবং বৃদ্ধ বয়স সকলেই ঘুরতে আসে। আর চিড়িয়াখানা শিশুদের জন্য প্রযোজ্য তেমনি, কোন মানুষ যদি এখানে ঘুরতে আসে তাদের মন ও শিশুর মত হয়ে উঠবে।
Location |
---|
আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ,সকালের নাস্তা করার পর মিরপুর চিড়িয়াখানায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। নরসিংদী থেকে ঢাকা চিড়িয়াখানার দূরত্ব প্রায় আটচল্লিশ কিলোমিটার। আমি নরসিংদী থেকে বিআরটিসি বাসের মধ্যমে গুলিস্তান গিয়ে পৌছালাম। গুলিস্তান থেকে মিরপুর ২ বাসে উঠলাম । তারপর মিরপুর ২ থেকে একটি বানিয়ে চিড়িয়াখানার উদ্দেশ্য রওনা দিলাম। আমার যেতে সময় লেগেছিল তাই ২ ঘন্টা ১৫ মিনিটের মত। কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল। ঢাকা শহরের ব্যস্ততার মধ্যে দিয়ে গাড়ি চলাচল এ যেন এক অকল্পনীয় বিষয় বলে আমার কাছে মনে হয়। আমার নরসিংদী থেকে চিড়িয়াখানা পৌঁছানোর পর্যন্ত মোট ২০০ টাকার মতো বাস এবং রিক্সা ভাড়া লেগেছিল।
Location |
---|
এরপর যখন চিড়িয়াখানা এসে পড়ছিলাম, গেটে ঢুকতেই প্রথমে চোখে পরল , বাংলাদেশ চিড়িয়াখানায় একটি মানচিত্র। এই মানচিত্রে চিড়িয়াখানার ভিতরে কোথায় কি আছে তার সকল বিবরণ দেয়া আছে। তারপর আস্তে আস্তে যখন চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করতে লাগলাম, তখন চিড়িয়াখানার বিভিন্ন ধরনের সৌন্দর্য চোখে পড়তে শুরু করল। চিড়িয়াখানায় ঢোকার পর আমার মনের মধ্যে এক ধরনের সতেজতা কাজ করতে শুরু করলো। আমি হারিয়ে গিয়েছিলাম প্রকৃতির মাঝে। চারিদিকে গাছপালা এবং পশুপাখির কিচিরমিচির আওয়াজে এবং ছোটদের আনন্দ উপভোগ করা দেখে আমার মনটা অনেক ভালো হয়ে গেল। তখন আমার মনে হচ্ছিল আমার সারা মাসের ক্রান্তি, ভোগান্তি ,ব্যস্ততা সব এক নিমিষেই দূর হয়ে যাচ্ছে।
Location |
---|
Location |
---|
এরপর আরো সামনের দিকে যাওয়ার পর আমার চোখে বিশাল বড় এক উট। আমি কখনো উট দেখিনি।উট দেখে আমার মনের মধ্যে এক ধরনের ভালো লাগা কাজ করছিল। আমি এত কাছ থেকে উট দেখতে পাব এটা জেনে আমার মনের মধ্যে এক ধরনের আনন্দ কাজ করতে লাগলো। এরপর বিভিন্ন ধরনের পাখির খাচা চোখে পড়ল। পাখিগুলো দেখতে অনেক সুন্দর ছিল।চিড়িয়াখানায় আমার সবচেয়ে বেশি অর্থাৎ মূল আকর্ষণ মনে হয়েছিল কাছ থেকে বাঘ দেখা। আমি কখনো ভাবতে পারিনি যে আমি এত কাছ থেকে বাঘ দেখতে। বাঘ দেখতে পেয়ে আমার একটু ভয় লেগেছিল কিন্তু খাঁচার ভিতর আছে বলে মনের মধ্যে ভালো লাগা কাজ করেছিল। আমি যখন বাঘের খাঁচার সামনে যাই বাঘ তখন ঘুমিয়েছিল। তবু বাঘ দেখতে পেয়ে আমি খুশি।
Location |
---|
সর্বোপরি ঘোরাফেরা শেষ করে আমি আবার নরসিংদীর উদ্দেশ্যে রওনা দিলাম। এই ছিল আমার আজকের চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া নিয়ে ব্লগ। আশা করি আপনারা অনেক উপভোগ করেছেন। আমি আবারো নতুন কোন ব্লগ নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন।
Hi, thanks for sharing the post.
We strongly encourage you to share posts in English to make it easier and accessible to all users and our team.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks for your kind information
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hello, thank you for being active and contributing to the Steemit Travel community page.
We invite you to provide feedback on the project submission of support in the Steemit Engagement Challenge Season 4 program.
We hope you will take the time to read and provide feedback on this post. Your support is very useful for progress and community growth.
🚀🚀🚀 Thank you very much, 🚀🚀🚀
Have a nice day !!!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit