প্রতিটা মেয়ের ভালোবাসা @muktaseo

in hive-164655 •  2 years ago  (edited)

সকলের প্রতি শুভেচ্ছা রইল

প্রথমে ধন্যবাদ জানাই মহান সৃস্টিকর্তাকে ,যার অপার করুনায় আমরা এতো সুন্দর পৃথিবী উপোভোগ করতে পারছি । আশা করছি সবাই ভালো আছেন । আমি ভালো আছি ।বাঙালিরা খাদ্য প্রিয় তা সবাই জানি । তা যদি হয় মুখোরোচক খাবার তবে তো কথা নেই । বাংলাদেশ ও ভারতের সকল মেয়েদের প্রিয় একটি খাবার হলো ফুসকা । ফুসকা ভালোবাসেনা এমন কোন মেয়ে খুজে পাওয়া যাবেনা । তেমনি আমারও প্রিয় একটি খাবার হলো ফুসকা । ছোটবেলা বান্ধবীদের বলতাম ,বড় হয়ে আমি ফুসকাওয়ালা মামাকে বিয়ে করবো তখন সারাদিন ফুসকা খেতে পারবো । আজ ফুসকাওয়ালা মামা হারিয়ে গিয়েছে। তাই কি আর করা, ফুসকা বানানো শিখেছি । ঘরে বসে কিভাবে মজাদার ফুসকা বানানো যায় তা তোমাদের সাথে শেয়ার করবো ।
)

প্রথম ধাপ:

উপকরন :

নামপরিমান
সুজি১ কাপ
ময়দা১ কাপ
আটা১ কাপ
লবনপরিমানমত
তালমাখনা২/১ চা চামচ
তেল২৫০ গ্রাম
পানিপরিমান মতো

ফুসকার খোল বানানো :

পানি বাদে বাকি সব উপকরন ভাণো ভাবে মিসিয়ে নিতে হবে।অল্পো অল্পো পানি মিসাতে হবে আর মাখতে হবে । লখ্য রাখতে হবে ডো যেনো নরম হয়ে না যায় । রুটির খামির থেকে একটু শক্ত হবে ।খামিটা ১০ মিনিট ঢেকে রাখবো । খামিটাকে ৬টি ভাগ করবো । ডোগুলো দিয়ে ৬টি রুটি বেলে নিবো । ১টি রুটি নিয়ে তার উপরে কিছু এরারুট পাউডার ছিটিয়ে দিয়ে তারউপর আর ১টি রুটি দিয়ে বেলে নিবো । ছাচ দিয়ে ছোট ছোট গোল করে কেটে নিবো । দেখতে ছোট রুটির মত হবে । করাইতে তেল গরম হলে রুটি গুলো ছেড়ে দিবো ।ডুবু তেলে ভাজতে হবে । বাদামি রং হলে নামিয়ে নিতে হবে ।

দ্বিতীয় ধাপ

উপকরন :

নামপরিমান
আলু সিদ্ধ৪টা
পিয়াজ কুচি১ কাপ
শুকনা মরিচ৬ টা
ধুনিয়া গড়ো১ চা চামচ
লবনপরিমানমত
কাচামরিচ কুচিপরিমান মত
তেতুল১ কাপ
লেবুর রস২ চামচ
চিনি১ চামচ
চটপটির ডাল১ কাপ

ফুসকার ভিতরের পুর তৈরি:

আলু সিদ্ধগুলো ভালো করে ম্যাস করে নিতে হবে । পিয়াজ কুচি ,শুকনা মরিচ ভেজে গুড়াকরা ৪টা,ধুনিয়া গুড়া, লবন ,মরিচ কুচি ,লেবুর রস ,চটপটির ডাল দিয়ে আলু সিদ্ধ ভালো করে মেখে নিলেই ফুসকার পুর রেডি ।

ফুসকার টক জল তৈরি:

তেতুল ২ কাপ পানিতে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষন । তেতুল নরম হয়ে গেলে ভালো করে চটকিয়ে নিতে হবে। তেতুল পানি ছেকে নিয়ে বীজ ফেলে দিতে হবে । তেতুল পানির সাথে শুকনা মরিচ গুড়া, লেবুর রস, লবন ,চিনি ,ধুনিয়া গুড়া দিয়ে ভালো করে মিষাতে হবে ।

ফুসকা তৈরি :

ফুসকা খোলটাকে একটু ভেঙ্গে মাঝখানে আলুর পুর দিয়ে দিতে হবে । এভাবে সমস্ত ফূসকা বানিয়ে পেলেটে সাজিয়ে তার উপরে চানাচুর ছিটিয়ে দিতে হবে ।সাথে তেতুলের জল দিয়ে পরিবেশন করুন মজাদার ফুসকা । এভাবে নিজেই বাসায় বানিয়ে নিতে পারেন প্রিয় ও মজাদার ফুসকা ।

বিবরন

মোবাইলOPPO
ক্যামেরাOPPO A83(2018)
ফটোগ্রাফার@muktaseo
Thank You So Much For Reading My Blog

@muktaseo

From Bangladesh

My 1st Achievement Link
My 2nd Achievement Link
My 3rd Achievement Link

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!