12 May 2024
Sunday
[email protected]
**THE DAIRY GAME :**
মা দিবসের উদযাপন কবে কীভাবে শুরু হয় এবং রোববার কেন ?
বাংলাদেশেও মে মাসের ২য় রোববার মা দিবস উদযাপন হয় .
মা দিবসটা একটি বিশেষ দিন যেদিন সব মায়েদের এবং যারা মায়েদের মত, তাদের সম্মান জানানো হয়।
বিশ্বজুড়ে এটি পালিত হয় এবং কোথাও কোথাও এর পরিচিতি মা-ময় রোববার হিসেবে।
কিন্তু এই মা দিবস বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে পালিত হতে দেখা যায়। কীভাবে উদযাপিত হয় এটি?
কে প্রথম এর প্রচলন করেন? চলুন জানা যাক মা দিবসের যত কথা।
মধ্যযুগে এক চর্চা চালু হয়েছিল যে, যারা কাজের জন্য যেখানে বড় হয়েছেন সেখান থেকে চলে গিয়েছেন,
তারা আবার তাদের বাড়িতে বা মায়ের কাছে এবং ছোটবেলার চার্চে ফেরত আসবেন।
সেটা হবে খ্রিস্টান ধর্মের উৎসব লেন্টের চতুর্থ রোববারে।
সেসময় ১০ বছর বয়স হতেই কাজের জন্য বাড়ির বাইরে চলে যাওয়াটা খুবই স্বাভাবিক ছিল।
তাই এটা ছিল সবাই মিলে পরিবারের সঙ্গে আবারও দেখা করার ও একসাথে সময় কাটানোর একটা সুযোগ ।
এভাবে ব্রিটেনে এটা মায়ের রোববার হয়ে উঠে। কিন্তু যেহেতু লেন্টের তারিখ পরিবর্তিত হয়, তাই এই রোববারও নির্দিষ্ট থাকে না।
আধুনিক যুগে মা দিবসের উৎপত্তি যুক্তরাষ্ট্র থেকে। সেখানে প্রতি বছরের মে মাসের ২য় রোববার পালিত হয় এটি।
এই চিন্তাটা প্রথম আসে ফিলাডেলফিয়ার আনা জারভিসের মাথা থেকে। তিনি ১৯০৭ সালে ১২ই মে তার মাকে নিয়ে
এক ছোট্ট স্মরণসভার আয়োজন করেন। আনা জারভিসের মা নারীদের একসঙ্গে করে বন্ধুত্ব ও স্বাস্থ্য নিয়ে কাজ করতেন।
মায়েদের সন্তান মানুষ করাটা যে অনেক পরিশ্রমের কাজ সেটা সবাইকে জানাতে চেয়েছিলেন তিনি।
ওয়েস্ট ভার্জিনিয়ার গ্র্যাফটনে আনা জারভিসের মা, আনা রিভস জারভিস মায়েদের একটা ‘ডে ওয়ার্ক ক্লাব’
প্রতিষ্ঠা করেন যার লক্ষ্য ছিল শিশু মৃত্যুহার কমিয়ে আনা।
কারণ মিজ জারভিস নিজেও তার নয়টি সন্তান হারিয়েছিলেন। তিনি মারা যান ১৯০৫ সালের ৯ই মে।
আর তার স্মরণসভার জন্য আনা জারভিস ১২ই মে বেছে নেন কারণ ওটাই ছিল তার মা মারা যাবার কাছাকাছি একটা রোববার।
তার মা যে চার্চে যেতেন সেখানে তার মার উদ্দেশ্য একটি ছোট্ট অনুষ্ঠান করেন।
এরপরের পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রায় সবকয়টি রাজ্যে মা দিবস পালনের চল শুরু হয়।
আর ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উড্রো উইলসন এ দিনটাকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করেন।
এরপর থেকে প্রতি বছরের মে মাসের দ্বিতীয় রোববার বেশিরভাগ জায়গায় মা দিবস পালন হয়ে আসছে।
থিওপিয়াতে বর্ষার শেষে ও শরতের শুরুতে তিনদিন ব্যাপি এক উৎসব হয় - অ্যানট্রোস্ট, এটি ঘিরেই এখানে পালিত হয় মা দিবস।
আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার পরে পরিবারের সব সদস্যরা একসাথে মিলিত হয়, একসাথে সবজি,
চিজ আর মাংস মিলে একটা খাবার প্রস্তুত হয়, এরপর সবাই মিলে একসাথে নাচ-গান করে।
জাপানে আগে প্রতি বছরের ৬ই মার্চ মা দিবস পালন করা হত – কারণ এদিনটা সম্রাজ্ঞী কোজুনের জন্মদিন।
তবে ১৯৪৯ সাল থেকে মে মাসের ২য় রোববার নিয়ে যাওয়া হয়েছে এটিকে।
এসময় মা দিবসে মূলত সেইসব মায়েদের সান্ত্বনা দেয়া হত যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের সন্তানকে হারিয়েছে
এবং প্রথাগতভাবে এইদিন তাদের বিভিন্ন রঙিন ফুল উপহার দেয়া হত।
মেক্সিকোতে, মা দিবসকে বলা হয় দিয়া দে লাস মাদরেস – যা ১০ই মে পালিত হয় এবং দিনটি ঘিরে ব্যাপক আয়োজন হয় সেখানে।
এদিনে সবাই তার মা-কে খেতে নিয়ে যায় রেস্টুরেন্টে। সেখানে বিভিন্ন মেক্সিকান
ব্যান্ডদল তাদের বিখ্যাত জন্মদিনের গান “লাস মানিতাস” পরিবেশন করে।
এছাড়া বিশ্বজুড়ে এদিন ঘিরে দেশে দেশে নানান বাণিজ্যিক আয়োজনও থাকে।
আসলে 'মা' কথাটি অতি ছোট্ট হলেও আমাদের জীবনে তার গুরুত্ব আর প্রভাব অসীম ।
মায়ের মতো আপনজন এই দুনিয়াতে আর একজনও নেই ।
সন্তানের প্রতি মায়ের ভালোবাসার মতো নিঃস্বার্থ ভালোবাসাও হাজার খুঁজলে পাওয়া যাবে না ।
একটি বটগাছ যেমন শাখা-প্রশাখা বিস্তার করে আমাদেরকে প্রখর সূর্যালোক থেকে রক্ষা
করে সুশীতল ছায়া প্রদান করে, ঝড় ঝাপ্টা থেকে রক্ষা করে, তার তলায় আমাদের আশ্রয়
প্রদান করে আমাদের সবার জীবনে মা-ও ঠিক তাই করে ।
আমাদের জীবনে আমাদের মা-ই হলো ঠিক এমনই এক সুবিশাল
বটগাছ যার ছায়ায় আমরা পরম নিশ্চিন্তে আশ্রয়লাভ করে আছি ।
মায়ের ঋণ এ জনমে শোধবার নয় ।
Hello brother...
I would like to convey that the Steem POD Team is a special community for SR reports, Curation Team Report and Greater Team Report.
I see you don't understand the platform because you didn't write achievement 1 in the Newcomer Community. If you want to get curation support through a community curation program, you should write an introductory post.
However, on the other hand, it is not mandatory to post an introduction when you do not need support from the program I mentioned above.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রিয় ভাই এই কমিউনিটি সাধারণ ইউজারদের পোস্ট করার জন্য নয়। আপনার পোস্টটি রিমুভ করে অন্য কমিউনিটিতে করুন। প্রয়োজনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন steem ফর বাংলাদেশ কমিউনিটিতে। আমরা সেখানে প্রতিনিয়ত নতুনদের সাপ্তাহিক গাইডলাইন প্রদান করি। আপনি চাইলে সেখানে অংশগ্রহণ করতে পারেন ধন্যবাদ।
@zahidlipe
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Vaiya ami to notun kamne jojagoj korbe
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit