What does the word "Woman" mean to you?
pexels
নারী সম্পর্কে বাংলাদেশের বিখ্যাত লেখক আহমেদ ছফা বলেছেন "অর্ধেক নারী তুমি অর্ধেক ঈশ্বরী"। নারী শব্দটার অর্থ অনেক গভীর। স্ত্রী লিঙের একজন মানুষ সর্বদাই রহস্যময়ী একটা সত্বা। ঈশ্বরের মহান সৃষ্টিকর্মের অন্যতম সৃষ্টি হচ্ছে নারী। নারী মানেই আমার কাছে এক চঞ্চল নদী। যার তীব্র স্রোতধারা যেমন আটকে রাখা যায় না। নারী মানেই আমার কাছে রঙিন প্রজাপতি।তার দুরন্ত চঞ্চলতা আর অস্থির সৌন্দর্যের মুগ্ধতায় মন হারিয়ে যায়।
নারী যেমন বাহ্যিক ভাবে সুন্দর তেমনি তার অন্তরও কুসুম কোমল। একজন মানুষ তার নারীত্ব দিয়ে সমগ্র জগত অন্যদের ভুলিয়ে রাখে। নারী মানে ব্যাক্তিত্বের এমন একধারা যাদের যেমন আছে মানসিক দৃঢ়তা তেমনি আছে মানবিক কোমলতা। পৃথিবীতে মানুষ আসার স্বর্গীয় মাধ্যম হচ্ছে নারী। সৃষ্টির শুরু থেকেই আমরা দেখি আদম যখন সৃষ্টি হয় তখন বেহেস্তে তার বড়ই নিজেকে নিঃসঙ্গ ও অসম্পূর্ন লাগছিলো। তখন সৃষ্টি করা হয় ইভ বা হাওয়া কে তাকে পূর্নতা দান করার জন্যে।মানে মানবসত্বার অর্ধেক হলো নারী। নারী কে মানা হয় সৌন্দর্য ও প্রেমের প্রতিক।
যুগে যুগে আমরা অনেক নিষ্ঠুর রাজাদের অনেক কঠোরতার কথা শুনেছি। কিন্তু কখনো কোনো নারীকে ক্ষমতা পাওয়ার পর নিষ্ঠুরতা করতে দেখিনি।নারীরা বরাবরই সৃষ্টিশীলতা ও সৃজনশীলতার উদাহরন। তারা মাতৃত্বের প্রতিক। নারীদের মাধ্যমেই আমরা প্রথম পৃথিবীর আলো দেখি। নারীদের কাছেই পুরুষ তার প্রকৃত সুখ খুজে পায়। একটি সংসারে বা পরিবার গঠনহয় ও তার বন্ধন ও বর্ধন নারীর অবদানে হয়ে থাকে।
আমার কাছে নারী মানে এমন একটা মানুষ যাকে সব কথা বলা যায়,কারন নারী আবেগ সবচেয়ে ভালো বোঝে,নারীর বড় গুন হচ্ছে রুচিশীলতা,সৌন্দর্যবোধ,সহনশীলতা এবং মানবিকগুনাবলী। মাদার টেরেসা,ফ্লোরেস নাইটিঙ্গেল, বেগম রোকেয়া, লক্ষীবাঈদের মতন নারীরা যেমন মানবতা ও বিদ্রোহের প্রতিক তেমনি তারা এমন একটা উদাহরন যে নারী একটা শক্তি। হিন্দুমতে নারী হচ্ছে আদি শক্তি। তারা পার্বতীরুপে নারীর মাতৃত্বকে যেমন পূজা করে তেমনি কালী নামে নারীর বিদ্রোহী রুপকেও শ্রদ্ধা করে। তাদের মতে দূর্গা নামক দেবী হচ্ছে সকল বিপদনাশ করে ও স্বরস্বতী ও লক্ষী হচ্ছে যথাক্রমে জ্ঞান ও ধন সম্পদের দেবী। এতে বুঝা যায় যে নারীদের মাঝেই আসলে প্রকৃতশক্তি লুকিয়ে আছে। মা মেরি কিংবা মেরি মাগদালেন এর অবদানও মানুষ শ্রদ্ধাভরে স্বরন করে তেমনি বিবি খাদিজা ও বিবি আয়েশার প্রতি মানুষের তেমনি শ্রদ্ধা।
কারন নারীরা কোনো ননীর পুতুল নয়।তাদের বোধশক্তি ও নিজস্ব ক্ষমতা বলে তারা নিজেদের সম্মানিত করেছেন। তাই নারী কোনো ভোগবিলাসের বস্তু নয়।তারা সম্মানিত মানুষ এবং সকলের মতন সমান অধিকার রাখা মানুষ।
Do you think that women are born only to be housewives
pexels
নারী কে কেবল গৃহিনী ভাবাটা একেবারেই ভ্রান্ত কাজ। আমরা যদি কৃষির শুরুর ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে কৃষির সৃষ্টিই হয়েছে নারীর হাতে। যে নারী কৃষিকাজের জননী তাদের আজ গৃহবন্দী করে রাখা হচ্ছে। কারন হচ্ছে পুরুষ শাসিত সমাজ।বেশ কয়েকটা শতাব্দী ধরে কেবল গায়ের জোরকেই সামর্থের মাপকাঠি ধরে এই ভুল কাজটা করা হয়েছে।
নারীরা কখনোই কেবল গৃহিনী হওয়ার জন্যে জন্মায়নি। নারীদের যুগে যুগে নানাভাবে পিছিয়ে রাখা হয়েছে। নারী শিক্ষা এক সময় পৃথিবীর অনেক দেশেই বন্ধ ছিলো। আর এই কারনে অনেক যুগ ধরে নারীরা পিছিয়ে পড়েছে ও বর্তমানেও পিছিয়ে পড়ার মানসিকতা ও ভয় তাদের মাঝে বিরাজমান। অথচ নারীর মাঝেও যোগ্যতা আছে বিভিন্ন পেশায় নিজেকে নিয়োজিত করার।ডাক্তার,প্রকৌশলী,সেনাবাহিনী সহ অনেক সমাজের উন্নয়নমূলক কাজে নারীরা বর্তমানে অংশগ্রহন করছে যা খুবই ভালো একটা দিক।
নারী শিক্ষার প্রশার হচ্ছে এবং নারীপুরুষ সমঅধিকারের বিষয়টিও বিভিন্ন দেশে নিশ্চিৎ হচ্ছে। ধর্মের দোহাই বা ধর্ষনের ভয় দেখিয়ে বিভিন্ন সামাজিক অত্যাচার করার পরিমানও কমে আসছে। নারী কেবল গৃহিনী নয়।তারাও পুরুষের সহযোদ্ধা। আজ তেজস্ক্রীয় অস্ত্রের ক্ষমতা আমরা সবাই জানি। মারিয়া কুরি যদি রেডিয়াম সহ তেজস্ত্রিয়তার গবেষনায় তার স্বামীর সাথে অবদান না রাখতেন তাহলে বড় বড় দেশগুলোর এতো ক্ষমতার বড়াই থাকতো না। তাই নারীকে গৃহের কাজে সহযোগীতা করা পুরুষের কর্তব্য।নারী সন্তান উৎপাদনের বা যৌনসুখের মেশিন নয়।তাদের মাঝেও সৃষ্টিকরার ক্ষমতা আছে।তাদের যোগ্যতা আছে এবং সেই গুনেই আজ তারা ধীরে ধীরে মানবউন্নয়নে নিজেদের যুক্ত করছে ও চমৎকার অবদান রাখছে।
What is the role of a woman in your society?
pexels
আমার দেশে সরকার প্রধান একজন নারী এবং বিরোধী দলীয় নেত্রীও একজন নারী। আমার দেশে নারীরা অনেক এগিয়ে আসছে। আজ থেকে তিরিশ বছর আগ থেকেই এ প্রক্রিয়া শুরু হয়।ইউনিসেফের হাত ধরে নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা শুরু হয়েছিলো। ধীরে ধীরে তা আজ অনেকটাই সফল।
নারীদের জন্যে শিক্ষার সু ব্যবস্থা ও তাদেরকে লেখাপড়া করতে স্কুলে কলেজে পাঠালে তাদের পরিবার সরকার থেকে আর্থিক সহযোগীতা পায়। নারীদের জন্যে চাকুরী ক্ষেত্রেও বিশেষ কোটা আছে যাতে তারা সহজে চাকুরীতে প্রবেস করতে পারে।শিক্ষা ব্যবস্থা বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকারা সিংহভাগই নারী। নারী ক্ষমতায়নের প্রতি আমার দেশ বেশ সজাগ। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার দেশে সংসদ সদস্য নির্বাচন সহ গ্রাম পর্যায়ে জনপ্রতিনিধি নির্বাচনেও নারীদের অগ্রাধীকার ও বিশেষ কোটা রয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনার উদাহরন সবদেশেই থাকে। আমার দেশেও আছে।তবুও বাংলাদেশ নারীজাগরনে বেশ এগিয়েছে এটা সত্য।
Who are the most important women in your life? You can tell us about your wife, your mother, your aunt, your niece, your girlfriend, or even your sister-in-law
pexels
আসলে পুরুষের জীবন দুই ভাগে বিভক্ত। স্নেহ ও প্রেরনা। মা ছাড়া যেমন পৃথিবীতে জন্মগ্রহন, বেড়ে ওঠা, শিক্ষিত হওয়া,আচরনগত শিক্ষা ও বেচে থাকা সম্ভব না।তেমনি স্ত্রী ছাড়া জীবনে সফল হওয়া সম্ভব না। মায়ের কোনো বিকল্প নেই।ঈশ্বরের সহজ সমীকরনের বিকল্প নেই।
তবে মানুষের নিজস্ব চিন্তাশক্তি কাজে লাগিয়ে ভাবলে আমার কাছে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ন নারী আমার স্ত্রী। যে মানুষটা আমাকে ভালোবেসে আমার সাথে তার জীবনের মহামূল্যবান সময় কাটাবে বলে তার নিজের পরিবার ও নিজস্ব জগৎ ছেড়ে আমার কাছে এসেছে সে অবশ্যই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ন নারী। আমার সংসার সামলানো সহ আমার প্রতিটা কাজে সহযোগীতা ও সৎ পরামর্শ দিয়ে আমাকে সাহায্য করে আমার স্ত্রী।
আমার ভুল গুলো ধরিয়ে দিয়ে একজন যোগ্য পুরুষ হিসেবে নিজেকে পরিচিত করার দায়িত্ব পালন করছে আমার স্ত্রী।আমার মানসিক শারিরিক সুখের দুঃখের সব কিছুর সঙ্গী আমার স্ত্রী। আমার জীবনের সব কিছু আমি আমার স্ত্রীর সাথে শেয়ার করতে পারি। আমার মাকে আমি সব বলতে পারলেও আমার যৌনজীবন তো আমি বলতে পারবো না। বলা সম্ভবও। তাই আমার স্ত্রী আমার সবচেয়ে ভালো বন্ধু। মজা করি ঝগড়া করি আবার দুজনেই মাফ চেয়ে মিলেমিশে যাই।তার সাথে থাকলে বড় হয়ে গেছি বুড়ো হয়ে গেছি বিষয়টা কখনোই মনে হয় না। বরং নিজেকে চিরতরুন মনে হয়। তাই আমার স্ত্রী আমার ভালোবাসা।
আমার লেখাটি পড়ার জন্যে আপনাকে ধন্যবাদ! |
--- @aparajitoalamin
Everyone can make their choice as the best woman and your choice certainly has strong reasons. But I put my wife as the second most important woman in my life.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তা ঠিক। এটা আসলে যার যার নিজস্ব দৃষ্টিভঙ্গী।আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server
Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, নারী সম্পর্কে আপনার সম্মান বোধ আমার অনেক ভালো লেগেছে, যেখানে সম্মান আছে সেখানেই তো আছে ভালোবাসা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার পোস্টটি পড়ার জন্যে আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ! আপনি অনেক সুন্দর ভাবে সাজিয়েছেন আপনার লেখাটি। নারী সম্পর্কিত যে কথাগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন তা সত্যি মনোমুগ্ধকর ভাইয়া। নারীর সম্মান স্বয়ং আল্লাহ তায়ালা অনেক উঁচুতে দিয়েছেন। ভালো থাকবেন ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই।নারী অনেক সম্মানিত, আপনাকেও ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit