Made by Canva |
Hello,
Everyone,
আষাঢ় মাসের রিমঝিম বৃষ্টির মধুর শব্দে মনটা আনন্দে ভরে থাকে ।সকল নারী শক্তিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ।এই সুন্দর দিনে Steem For Ladies কমিউনিটির পক্ষ থেকে শ্রদ্ধেয়া মডারেটর ম্যাম @ruthjoe দারুন একটি প্রতিযোগিতা নিয়ে এসেছে ।
আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পূর্বে আমার প্রিয় বান্ধবীদের @abi24 ,@ sammy1109 ও @chant কে আমন্ত্রণ জানাই ।আশা রাখি তাদের গল্প নিয়ে এই আকর্ষণীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে । এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো।
Source |
সন্তান হলো মায়ের একমাত্র বন্ধু ।মা না হলে মাতৃত্ব পূর্ণ হয় না। মায়ের একাকীত্ব সময় দূর করতে পারে শুধুমাত্র সন্তান ।সন্তানের মাঝে মায়েরা তার বাবা-মাকে খুঁজে পায়। তার বন্ধুকে খুঁজে পায়। তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন খুঁজে পায়।
তবে চলুন আমার বাস্তব জীবনের কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি:
Album থেকে নেওয়া ছবি |
মা হয়ে বুঝতেছি, মায়েরা সন্তানের জন্য কত কস্টো করেন। যদি তার মেয়ে সন্তান থাকে তবে তো আরো বাড়তি চিন্তা থাকে । আমি চেষ্টা করি আমার স্বপ্নগুলো, আশা গুলো মেয়ের মধ্য দিয়ে পূরণ করতে ।সন্তানের সফলতা আজ আমার নিজের সফলতা মনে হয়।
এখনও ওকে খাইয়ে দিতে হয়। সন্তান খেতে না চাইলে মায়ের যে কষ্ট হয় সেটা আজ বুঝতেছে পারছি। পৃথিবীর সকল মায়ের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ।
কিছুদিন যাবত মেয়েটাকে খুবই অন্য রকম দেখছি। খাওয়া দাওয়া করছে না, পড়াশুনায় ততটা মন বসাতে পারছে না ,গান আগের মত গাইতে পারছে না । তারা দু বোন সারাক্ষণ যেখানে হাসি খুশি থাকতো সেখানে তারা আস্তে আস্তে নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে।
একদিন আমি তাকে সবকিছু জিজ্ঞাসা করেছি। তার এরকম পরিবর্তনের কারণ কি? মেয়েটি কান্না করে বলল, রাতুল নামের একটি ছেলে তাদের উপর সবসময় লক্ষ্য রাখছে। তারা কোথায় যাচ্ছে? কি করছে ? এমনকি সে তার বড় বোনকে ভালোবাসার প্রস্তাব দেয় ।
বড় মেয়েটি এই কথা শুনে প্রথমে ভেবেছিল মজার ছলে বলতেছে কারণ ছেলেটি ছিল , বড় মেয়ের থেকে এক বছরের ছোট। ওদের সমস্ত কথা শুনে আমি অবাক হলাম। আমি ওদেরকে ভরসা দিয়েছি এবং বলেছি ,এ বিষয় নিয়ে চিন্তা করতে বারণ করেছি । ওদের পড়াশুনায় মন দিতে বলেছি। আমি রাতুলের সাথে কথা বলবো ।
আমি রাতুলের মায়ের সাথে কথা বলেছি। সংসারের এমন কিছু কিছু বিষয়ে আছে যা বাবাদেরকে না বললে ভালো হয়। কারণ এই ছোটখাটো ঘটনা বাবাদের কাছে বললে হয়তো বড় আকার ধারণ করবে ।আমি রাতুলের মাকে সাথে এই নিয়ে রাতুলকে বুঝিয়েছি । রাতুলের মায়ের সাথে আমাদের সম্পর্কটা খুবই ভালো ছিল। রাতুলের ঠাকুরমা আমাকে মেয়ের মতন ভালোবাসেন ।
আমি চাইনি এ নিয়ে ওদের পরিবারে সাথে আমাদের সম্পর্ক নষ্টো হোক । তাই শুধু রাতুলের মা আর আমি দুজনে কথা বললাম। রাতুলকে অনেক বুঝিয়েছি যে ,এখন ভালবাসার নির্দিষ্ট সময় নয় । এখন তোমার জীবন গড়ার সময়। তোমায় সুশিক্ষিত হয়ে একজন প্রতিষ্ঠিত মানুষ হওয়ার সময় তবেই তুমি পারবে সে মেয়েটিকে ভালো রাখার দায়িত্ব নিতে । তখনই একজন ভালো বন্ধু ও সঙ্গী হতে পারবে।
সেই থেকে রাতুল এখন আর ওদের বিরক্ত করে না ।আর মেয়েরা এখন স্বাভাবিক হয়ে গেছে ।তারা তাদের পড়াশোনায় আগের মত মনোনিবেশ করতে পারছে ।
এই ঘটনা থেকে আমি যা শিখেছি :
এই শিক্ষাটা আমি আমার মায়ের কাছ থেকেই পেয়েছিলাম। আমাদের শৈশবের পরে আসে কৈশোরকাল এবং দেহের পরিবর্তনের সাথে সাথে মনের পরিবর্তন আসে । তখন মায়েদের প্রধান ভূমিকা পালন করতে হয় ।সন্তানদের অভিভাবকের থেকেও তখন সন্তানদের বন্ধু হওয়ার চেষ্টা করতে হয়। একজন বন্ধু হয়ে তাদের সকল সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে।
প্রতিদিন স্কুলে কি করল তা মায়ের সাথে শেয়ার করবে। মা তার শত ব্যস্ততার মাঝেও সন্তানের জন্য কিছুটা সময় রাখবে গল্প করার জন্য। মাঝে মাঝে সন্তানকে নিয়ে কোথাও বিনোদন কেন্দ্রে বেড়াতে যাবে । সন্তানকে উজ্জ্বল ভবিষ্যতে স্বপ্ন দেখতে একমাত্র সাহায্য করতে পারে মা।মেয়েরা তাদের জীবনে সমস্ত কথা বাবার থেকে মায়ের সাথে শেয়ার করতে বেশি পছন্দ করে ।
ঝগড়া- বিবাদ না করে যুক্তি দিয়ে অনেক কিছু সমাধান করা যায়। আর অযথা সন্তানকে বকাবকি না করে তাকে বুঝাতে হবে এবং বাস্তব জীবন সম্বন্ধে ধারণা দিতে হবে ।
My Twitter:
https://x.com/muktaseo/status/1810617705965428935
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you, Mam.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi @muktaseo,
Thank you for contributing 10% of your post to support community growth.
Yes, a mother is a child's best friend. There is nobody else who can care like a mother.
Thank you for participating…..
Vote @pennsif.witness for growth across the Steemit platform through robust communication at all levels and targeted high-yield developments with the resources available. Vote here
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পোস্টটি পরিদর্শন করে সুন্দর একটি প্রতিক্রিয়া দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Amiga muchas gracias por tan amable invitación, que lindo tu post! Te deseo mucho éxitos y bendiciones!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Welcome to Steem For Ladies! 💕
We trust that you will enjoy posting in our community.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you, Mam.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit