The Dairy Game || 19/06/2024 || Today I am coming to visit my father's house with my son

in hive-168072 •  6 months ago 

আচ্ছালামু আলাইকুম


আসসালামু আলাইকুম। আজকের সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। সারা রাত বৃষ্টি হয়েছে। সকালেও বৃষ্টি হচ্ছিলো। ঘরে থেকে বের হওয়া যাচ্ছিলো না। সকাল 9 টার সময় সকালের খাবার খাইলাম। আমার ছেলেকে ঘুম থেকে উঠানোর পরে ছেলেকে নিয়ে হাটাহাটি করলাম। গরু, ছাগল, মুরগী, কবুতর দেখালাম। আমার ছেলে খুব খুশি হয়েছে। তার পর ছেলেকে নুডুলস খাওয়ালাম। আজকে আমাকে রান্না করা লাগতেছে না। আমার মা দুপুরের জন্য রান্না করা শুরু করে দিয়েছে।

1000052022.jpg1000052016.jpg

আমি ছেলেকে হাত মুখ ধুয়ে দিলাম। আমি গোসল করতে গিয়েছি। এদিকে আমার ছেলে আমাকে না দেখতে পেয়ে কান্না করা শুরু করছে। সবাই ছেলের কান্না থামানোর চেষ্টা করতেছে। আমি তাড়াতাড়ি করে গোসল করে নিয়ে ছেলেকে কোলে নিলাম। তারপর কান্না করা বন্ধ হয়েছে। এরপর ছেলেকে নিয়ে বাইরে বের হইলাম৷ বাইরে গিয়ে ওকে কবুতর দেখলাম৷ আমার বাবার বাড়িতে কাঁঠাল গাছে অনেক কাঁঠাল হয়েছে৷ আম ও লটকন গাছেও অনেক ফল হয়েছে৷ বৃষ্টি ভেজা গাছ গুলো দেখতে বেশ লাগছিলো৷ আমার ছেলে ঘাসে নামিয়ে দিলাম৷ সে ঘাসের মাঝে বসে ছিলো৷

1000052028.jpg

1000052031.jpg

1000052030.jpg1000052017.jpg1000052018.jpg

1000052020.jpg

আজকে আমার মা রান্না করেছে গরুর মাংস, চাল কুমরা ভাজি, ডাল ও ভাত। আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। ছেলেকে খাবার খাইয়ে দিলাম। ছেলেকে বিকেলে ঘুম পাড়িয়ে দিলাম। বিকেলেও বৃষ্টি হচ্ছিলো। ঘরে থেকে বের হওয়া যাচ্ছিলো না। সে জন্য আমিও ঘুমিয়ে ছিলাম। ঘুম থাকে উঠার পরে ছেলে'কে কোলে নিয়ে উঠানে হাটাহাটি করলাম।

1000052023.jpg

সন্ধ্যার সময় আমার মা পাপর ভেজে দিলপন। আমার ছেলে পাপর খেতে খুব পছন্দ করে। সবাই চা ও বিষ্কুট খেয়ে গল্প করতে করতে রাতে খাবার সময় হয়ে গেছে।রাত ১০ টার সময় আমাদের খাওয়া দাওয়া শেষ হইলো। তখন আকাশ মেঘলা৷ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিলো। রাত ১০.৩০ বাজে আমি ঘুমাতে গেলাম।

আল্লাহ হাফেজ।


Thank you everyone for reading my post

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Club Status#Club5050
Steem Exclusive
Plagiarism Free
BOT Free
Voting CSI
Steemladies10%
Burnsteem250%
AI contentHuman
Word count295
MOD's Observations/suggestions

Thank you for sharing your day with us. I must say your son is cute. Crying is a part of children especially when they are in an environment where they are not familiar with the faces of people around. Meanwhile, try to to make your post at least 350 words. …..

Vote @pennsif.witness for growth across the Steemit platform through robust communication at all levels and targeted high yield developments with the resources available. Vote here

Welcome to Steem For Ladies! 💕
We trust that you will enjoy posting in our community and await your newcomers certification.
Good luck!
https://steemit.com/hive-172186/@the-gorilla/newcomers-certification
https://steemit.com/hive-172186/@the-gorilla/new-to-steemit-start-here
https://steemit.com/hive-172186/@the-gorilla/steemit-communities-join-now

CONGRATULATIONS!
Your post was nominated by Steem For Ladies for booming vote. The community where the Steemian ladies can be free to express themselves, be creative, learn from each other, and give support to their fellow lady Steemians.
"Only posts that are original, adhere to the rules, and are not cross-posted are nominated."

Best wishes!
@ruthjoe