Hello friends,
সকল স্টিমিয়ান বন্ধুদের কে জানাই শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। এই সুন্দর একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি খুব আনন্দিত।
একটি প্রবাদ আছে, স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে মনও ভালো থাকে না । আর মন ভালো না থাকলে কোন কিছুই ভালো লাগে না। আমাদের শরীর অসুস্থ থাকলে একজন পরিচর্যা কারী আমাদের সুস্থ করে তোলেন। আমাদের জীবনে আমরা অসুস্থ থাকাকালীন সময়ে একজন পরিচর্যার কারীর গুরুত্ব অপরিসীম। একজন পরিচর্যা কারী একজন অসুস্থ মানুষকে সুস্থ জীবন দান করতে সহায়ক। আমি আমার দৃষ্টিকোণ থেকে বলব যে, আমাদের অসুস্থ এবং অসহায় মুহূর্তে যিনি আমাদের পাশে থাকেন , সাহায্য করেন এবং অসুস্থ অবস্থায় আমাদের সেবা করেন সে হচ্ছে মানুষরূপী ভগবান।
আমি মনে করি পরিবারে আমরা একে অপরের পরিচর্যা করি। কেননা পরিবারের কেউ যখন অসুস্থ হয় তখন পরিবারের মানুষগুলোই কিন্তু আমাদের পরিচর্যা করে থাকেন। পরিবারের মা হচ্ছে আমাদের জীবনের সবচাইতে বড় একজন পরিচর্যা কারী। তিনি নিঃস্বার্থভাবে সবসময় আমাদের পরিচর্যা করে থাকেন। মা সব সময় পরিবারের সকলের পরিচর্যা করে থাকেন।
Have you played the role of caregiver or do you know someone who has put it into practice? Tell us about it. |
---|
হ্যাঁ ,আমি পরিচর্যা কারীর ভূমিকা পালন করেছি। আমি অনেকবারই অসুস্থ লোকের পরিচর্যা করেছি। আত্মীয়-স্বজনের আদর আপ্যায়ন এবং অসুস্থ লোকের পরিচর্যা করতে আমার ভালো লাগে। বছরখানেক আগে আমার শাশুড়ি মা ব্রেইনস্ট্রোক করেছিল। ব্রেইন স্ট্রোক করার কারণে ওনার একটি হাত এবং একটি পা অচল হয়ে গিয়েছিল। ডাক্তার বলেছিল ওনাকে নিয়মিত ঔষধ এবং মেসেজ করলে উনি সুস্থ হয়ে উঠবেন। ডাক্তার বলেছিল ওনার শরীরে প্রচুর চর্বি জমেছে। এই চর্বির জন্যই নাকি উনি ব্রেন স্ট্রোক করেছিলেন। নিয়মিত ওষুধ সেবন এর মাধ্যমে উনার শরীর থেকে চর্বি দূর করা হয়েছে। কয়েক মাস ওনাকে খাবার খাইয়ে দিতে হয়েছে। টয়লেটে নিয়ে যেতে হয়েছে। একা একা হাঁটাচলা করতে পারত না। প্রতিদিন ওনার হাত-পা মেসেজ করতে হতো। উনি যেন দ্বিতীয়বার আর ব্রেইন স্ট্রোক করতে না পারে সেজন্য উনাকে নিয়মিত ওষুধ খাওয়াতে হতো এবং এখনো খাচ্ছে। এইভাবে উনাকে দীর্ঘদিন পরিচর্যা করার পর উনি সুস্থ হয়ে উঠেছেন। এখন উনি সুস্থ আছেন।
Do you think that caring for a sick person should be a team effort or the work of a single person?. |
---|
একজন অসুস্থ ব্যক্তির পরিস্থিতি ভেদে তার পরিচর্যার ধরণটা ভিন্ন হয়ে থাকে।
একজন অসুস্থ ব্যক্তির অসুস্থতার ওপর নির্ভর করে যে, একক ব্যক্তির প্রচেষ্টায় একজন রোগীকে সুস্থ করা সম্ভব নাকি দলীয় ব্যক্তির প্রচেষ্টার প্রয়োজন। কখনো কখনো একজন অসুস্থ ব্যক্তিকে একক প্রচেষ্টার মাধ্যমে সুস্থ করে তোলা যায় আবার কখনো কখনো কোন অসুস্থ ব্যক্তিকে দলীয় প্রচেষ্টা ছাড়া সুস্থ করা সম্ভব হয় না। যেমন, একজন গর্ভবতী মাকে একজন ব্যক্তির পরিচর্যায় সুস্থ করে তোলার সম্ভব নয়।
উদাহরণস্বরূপ, একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তাকে ২৪ ঘণ্টা খেয়াল রাখতে হয়। অপরদিকে শিশুটির মায়ের প্রতি ও খেয়াল এবং তার যত্ন নিতে হয়। তার জন্য ওষুধ কিনে আনতে হয়। রোগী কোন সমস্যা হলে ডাক্তার ডাকতে হয়। এতগুলো কাজ একা করা সম্ভব নয়। একা একজন পরিচর্যা করলে সে অসুস্থ হয়ে পড়বে। এই ক্ষেত্রে একজন রোগীকে সুস্থ করে তোলার জন্য দলীয় প্রচেষ্টার যত্নের প্রয়োজন। যেমনটা সমস্ত সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে দেখা যায়।
What qualities do you think a caregiver should have?. |
---|
১.রোগীর প্রতি পরিচর্যা কারীর সহানুভূতিশীল মনোভাব থাকতে হবে।
২. নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
৩. শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। কারণ নিজের সুস্থ না থাকলে রোগীকে সুস্থ করবে কি করে।
৪. পরিচর্যা কারীকে ধৈর্যশীল হতে হবে।
৫. মানুষের প্রতি যত্নশীল হতে হবে।
৬. রোগীর প্রতি রাগ এবং দুর্ব্যবহার করা যাবে না।
৭. একজন রোগীকে যত্ন করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
৮. আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষাগত যোগ্যতা বেশি না হলেও কিছুটা হলেও থাকতে হবে।
৯. প্রেসক্রিপশন দেখে ঔষধ খাওয়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।
What advice would you give to a person who is performing this role?. |
---|
মমতা ও ভালোবাসা দিয়ে একজন অসুস্থ মানুষের পরিচর্যা করতে হবে। রোগী যেন কখনো বুঝতে না পারে যে আমাকে অবহেলা করছে। আমার প্রতি বিরক্ত হচ্ছে। তাহলে রোগী মানসিকভাবে আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। রোগীকে কোন দুশ্চিন্তা করতে দেয়া যাবে না। তাদের মনের সাহস জোগাতে হবে। রোগীর অবস্থা যতই খারাপ থাকুক না কেন তা রোগীকে বুঝতে দেওয়া যাবে না। তাহলে তারা মনের দিক দিয়ে ভেঙে পড়বে এবং তারা শারীরিকভাবে আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। একজন পরিচর্যাকারীকে রোগীর সাথে এমন ব্যবহার করতে হবে যাতে রোগী আত্মবিশ্বাসী হয়ে ওঠে । রোগীর সমস্যা যত বড়ই হোক না কেন এ বিষয়ে রোগীকে জানানো যাবে না তাহলে রোগী মানসিকভাবে আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। অসুস্থ অবস্থায় আপনজনদের কথা খুব বেশি মনে পড়ে। অসুস্থ রোগীদের সাথে এমন ব্যবহার করতে হবে ,যাতে তারা পরিচর্যা কারীদের মধ্যে আপন জনকে খুঁজে পায়।
এখানেই শেষ করছি। প্রতিটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছি ।জানিনা কতটা সঠিকভাবে দিতে পেরেছি। ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আমি আমার কিছু সম্মানিত বন্ধু@jakaria121 , @muktaseo এবং @jyoti-thelight কে এই স্বাস্থ্যকর বিষয়ে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাতে চাই।
Hola amigo
Cuidar a una persona enferma y tener que determina si será sólo una el cuidador o un equipo va depender como dice de la gravedad de la enfermera porque puede que algún ángel edad de una sola persona pueda atenderla.
Tienes mucha razón cuando dices que una persona enferma debe ser atendida con mucho cariño amor por eso cuando vamos a hacer esta labor debemos estar decididos a hacerlo con toda la disponibilidad del mundo.
Suerte en tu concurso
Saludos
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit