📢 Contest Steem For Bangladesh 📢📢: "Out of sight, Out of mind".

in hive-170554 •  2 years ago  (edited)

আসসালামুয়ালাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় ভালো আছি। @mostofajaman ভাই একটা অসাধারন কন্টেস্টের আয়োজন করেছে। আমি এই কন্টেস্টে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। তাহলে শুরু করা যাক,,,,

20230602_112751_0000.png
Create by canva apps.

Analyze The sentence "Out of sight, Out of mind"

মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় একটি অদ্ভুত ইন্দিয় যেটি মানুষ তার আবেগ ভালোবাসা আর বিবেক দিয়ে বিচার করে। প্রিয় মানুষ চোখের আড়াল হলেও মনের আড়াল হয় না। চোখের বিচার আর মোনের বিচার আলাদা। চোখে যা দেখা যায় সেটা সব সময় সত্য নাও হতে পারে কিন্তু মনের চোখে যেটা দেখা হয় সেটাই আসল সত্য। সময়ের সাথে সাথে আপনার আশে পাশের অনেক প্রিয় জন আপনার চোখের সামনে থেকে দূরে চলে যাবে কিন্তু যে আপনার মনে মাঝে রয়েছে তার শুধু জায়গার দূরত্ব বাড়বে কিন্তু মনের অনেক নিকটে থাকবে।

1685680174179-01.jpeg

Explain the similarities between the people in your life with the phrase " out of sight, out of mind"

পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের চোখ নেই। আবার অনেকে আছে জন্ম অন্ধ তাদেরো বাবা মা আছে তারা তাদের বাবা মাকে দেখিতে পায় না আমাদের চারপাশের এই সুন্দর ভূবন দেখতে পায় না। দেখতে পায় না তার নিজের শরীর। দেখতে পায় না আমাদের প্রযুক্তির প্রভাব দেখতে পায় না রাতের আকাশে জোসনা দেখতে পায় না জোনাকিপোকার আলো,,,,,,,

তারা দেখে তাদের মোন দিয়ে। তারা অনুভব করে তাদের মন দিয়ে।তারা ভালোবাসে অনুভবের মাধ্যমে, তারা এই বিশাল সুন্দর্যের লিলাভুমি কে মন দিয়ে অনুভব করে।তাদের দেখা আর যাদের চোখ রয়েছে তাদের দেখা এক না।তাদের দেখা অন্তরের গভীর থেকে তাদের ভালোবাসা অভাবনীয়।

আমরা যখন পড়তে বসি আমাদের মায়েরা বলতো একটু মোন দিয়ে পড়ো। আমাদের জোর করে মন দিতে হত আর যাদের চোখ নেয় তারা সব কিছুতে মন কে ঢাল হিসাবে ব্যবহার করে।

20230602_105737_0000.png
Make by canva apps.

There is someone you cannot see infront of your eye,But remains in the mind.

সময় কাউকে দূরে সরিয়ে দেয় আবার কাউকে কাছে এনে দেয়। কেউ চলে যায় নিজ থেকে কেউ বা চলে যায় চাপে পড়ে। আমার বন্ধু শফি অনেক ছোট থেকে একসাথে বড় হচ্ছিলাম।দুজনের মাঝে অনেক ভালো আর গভীর সম্পর্ক ছিলো।একই ক্লাসে পড়তাম আমরা ক্লাস সিক্স এ পড়তাম। ফাইনাল পরিক্ষা দিয়ে আমরা দুইজনে খুব খুশি এখন শুধু খেলা আর খেলা কোনো পড়াশোনা নেই। দুই দিন এমন খেলাদোলার পর জানতে পারলাম ওর বাবার পোস্টিং ওরা জামালপুর চলে যাবে। খবর শুনে মন খারাপ হয়ে গেলো। আমার বন্ধু এসে আমাকে বললো কাল চলে যাবে।সেদিন আর কোনো খেলা দোলা হলো না বসে রইলাম নদীর পাড়ে দু জনের চোখে পানি।কেউ কাউকে কিছু বলছি না। পরের দিন ও চলে গেলো আমি একা হয়ে গেলাম।কিন্তু সে এখনো আমার মনের মাঝে রয়েছে। চোখের আড়াল হয়েছে তাতে কি,,,,

20230602_125510_0000.png
make by poster maker apps.

If he/she hide your eyes he/she Don't hide you mind,write about him

আপনাকে যদি কেউ সত্যিকারের ভালোবাসে সে হলো আপনার মা। আপনার বাবা ও হতে পারে তবে আগে মা। আমার মা আমার কাছে সর্বোচ্চ ভালোবাসার জায়গা যেখানে ভালোবাসার কমতি নেই। মায়ের ভালোবাসা অতুলনীয়। আমি অনেক অনেক ভালোবাসি আমার মা কে। পৃথিবীর সবারই ভালোবাসার আরেক নাম মা।আমার মা যদি আমার চোখের আড়াল ও হয় তবেও সে কখনো আমার মনের আড়াল হবে না। কারন আমি আমার মাকে মোন দিয়ে অনুভব করি। আমি মায়ের ভালোবাসা সর্বদা চোখ বন্ধ করে দেখতে পাই। ভালোবাসি আমার মা কে।
এই জগতে কেউ যদি আপনার সত্যিকারের ভালো চেয়ে থাকে সে হলো আপনার মা।যাকে সবাই মনের মাঝে নিজের রাজ্যে সিংহাসনে বসিয়ে রাখতে চাই।

conclusion

মহাকালের গর্বে সব কিছু এক সময় হারিয়ে যায় শুধু রয়ে যায় ভালোবাসা আর কর্ম যেটা আমরা মন দিয়ে অনুভব করি।সময়ের সাথে সাথে সবাই হয়তো হারিয়ে যায় তবে যে আপনার খুভ কাছের সে কখনো হারাবে না। হারায় কে জানেন? যে কখনো আপনার ছিলো না।যে আপনার থাকে সে যতই দূরে যাক হইতো এতো দূরে যে কখনো ফিরে আসবে না। কিন্তু সে আপনার মনে মাঝে চিরদিন থাকবে রয়ে যাবে পাশে ভালোবাসার চাদরে।

Thank you for Reading

received_1299559730913655.jpeg

I want to invite @ripon0630 @mdkamran99 @enamul17 @msharif @memamun

received_899241597831732.jpeg

Best Regard
@aatik

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hello dear @aatik, Thank you very much for sharing a nice article with us, i think our sixth sence is a strange sence. It helps us to judge things with emotions. The judgement of our mind is always deeper than the judgement of our eyes. Afterall you write it very well and wish you good luck for the contest.

Thank you so much brother. You support always help me for create new things. And I apprised your speech.

সময়ের ব্যবধানে অনেক কিছুই হারিয়ে যায় শুধু থেকে যায় মানুষের প্রতি মানুষের ভালবাসা। সুন্দর লিখেছেন। শুভকামনা রইলো।
@hasina78

অনেক ধন্যবাদ আপা। এতো সুন্দর মন্তব্য করার জন্য। আপনার কমেন্ট সর্বদা সুন্দর হয়।🙂

ধন্যবাদ ভাই

A mother never lets her child out of sight, no matter where the child is, the mother is always busy thinking about the child. There is no one in the world who is more special than a mother. Everyone loves his mother very much and loves his father too.

Thank you so much for your valuable Speech. I apprised you.

ভাই, অসাধারণ লিখেছেন। আমার লেখার চেয়ে ও আপনার লেখা অনেক সুন্দর হয়েছে। শুভকামনা রইলো আপনার কনটেস্টের লেখার জন্য।

  ·  2 years ago (edited)

ধন্যবাদ ভাই। আপনাদের দোয়ায় আমি চেষ্টা করে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন।

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a nice article with us. Hope you stay active and keep engaging with everyone. If need any help then join our discord https://discord.gg/ksmVErs5.



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25No
Voting CSI7.0 ( 0.00 % self, 78 upvotes, 35 accounts, last 7d )
Period2023-06-02
Transfer to VestingPowerUp : 35 STEEM
Cash Out
00
Resultclub5050

Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.

Thank you so much for your review and support brother.

This comment has been upvoted through Steemcurator09.


Team Newcomer- Curation Guidelines for June 2023
Curated by - @msharif

Thank you so much for your support.