Better Life With Steem || The Diary Game || 8 November 2024 কোনরকম ব্যস্ততা ছাড়াই ছুটির দিন কেটে গেল।

in hive-170554 •  2 months ago 

আসসালামু আলাইকুম।

হ্যালো স্টিম প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

🌅ডাইরি গেম 🌄

1000013994.jpg

আমি আমার নতুন আরেকটি দিন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে ৮ ই নভেম্বর ২০২৪ ইংরেজি তারিখ। আজকের দিনটি ছিল শুক্রবার। শুক্রবার মানেই আমাদের ছুটির দিন, যদিও আমাদের ছুটি বৃহস্পতিবার বিকাল থেকেই শুরু হয় কিন্তু শুক্রবারে সারাদিন আমাদের জন্য ছুটির দিন তাই খুবই আনন্দের একটি দিন মনে হয়। ছুটির দিনে কোথাও ঘুরতে বের হওয়া কোথাও যাওয়া বন্ধুদের সাথে আনন্দ বিনোদন করা এটা অনেক আনন্দের। কিন্তু এ সপ্তাহ সেই আনন্দটুকু থেকে বাদ পড়তে হয়েছে।

1000014027.jpg1000013989.jpg1000014030.jpg1000014029.jpg1000014028.jpg

সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে আবার ঘুমিয়ে পড়লাম, যেহেতু আজকে ক্লাস ছিল না তাই ঘুম থেকে উঠার জন্য কেউ একবারও ডাক দেয়নি। আমিও তো নিশ্চিন্তাই ঘুমিয়ে রয়েছি কোন আওয়াজ নাই ঘুমাইতেই আছি ঘুমাইতেই আছি।ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে যখন দশটা বাজে তখন খাবার খাওয়ার জন্য আমার বন্ধু ফোন করল, চোখটা খুলে ফোনটা ধরে কানের সাথে লাগানোর সাথে সাথেই একটা ধমক শুনলাম, কি করার বাজে তো দশটা সকালের নাস্তা তো এখনো করা হয়নি, আমি ঘুমিয়ে রয়েছি তাই আমার বন্ধুও নাস্তা করতে পারেনি, আমার জন্য অপেক্ষা করছে।

1000014027.jpg

দশটার সময় ঘুম থেকে উঠে দ্রুত নাস্তা করার জন্য গেলাম। সকালে দিয়েছিল ভাত, ডাল ও সিদ্ধ আলু। আমাদের মাদ্রাসায় ছাত্র অনেক বেশি হওয়ার কারণে আলু ভর্তা করে দেওয়া সম্ভব হয় না, আলু সিদ্ধ করে দিয়ে দেয় যার যার মত ভর্তা করে খেয়ে নেয়। সকালের নাস্তা খেয়ে উপরে রুমে চলে আসলাম, স্টিমেট প্ল্যাটফর্মে সময় দিচ্ছিলাম, একটু পরে আমার এক বন্ধুর সাথে মেসেঞ্জারে কথা হল ও নাকি যাত্রাবাড়ী আসতেছে, তাই ওর সাথে দেখা করে অনেক গল্পস্বল্প করলাম। তারপরে তাকে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য যাত্রাবাড়ী চৌরাস্তা গিয়েছিলাম।

1000013989.jpg

মাদ্রাসায় এসে গোসল করে জুমার নামাজ আদায় করলাম, দুপুরের খাবার খাওয়ার জন্য আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম আজকে কি খাওয়া যায়? আমার বন্ধু বলল দেখো তোমার যেটা ভালো মনে হয় সেটাই নিয়ে আসো। তাই আমি হোটেল থেকে তেলাপোয়া মাছ ভুনা কিনে নিয়ে আসলাম। একটি মাছ দাম নিয়েছিল ৫০ টাকা। যেহেতু আমরা দুজন ছিলাম তাই একটি মাছ নিয়ে আসাই যথেষ্ট ছিল। সাথে আলু ভর্তা ও ডাউল ছিল তাই আর কিছু আনতে হয় নাই। আজকে দুপুরের খাবারটা মোটামুটি ভালোই ছিলো।

1000014029.jpg
1000014030.jpg

আসরের পরে হালকা নাস্তা করার জন্য বাইরে চলে গেলাম। যাওয়ার সময় আমার বন্ধুকে মেসেজ দিয়েছিলাম, বললাম চলো বাইরে যাই নাস্তা করব, কিন্তু আমার বন্ধু বলল মাদ্রাসায় খাবারের টাকা দিতে হবে তাই এখন বাহিরে যেতে পারবো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আমি বাহির থেকে ঘুরে আসি। আজকে বাহিরে গিয়ে আবারো জিলাপি কিনেছিলাম, যেহেতু মাদ্রাসার সামনের দোকানগুলো অল্প টাকায় সবকিছু বিক্রি করে এবং পাওয়া যায়, তাই আমি ১০ টাকার জিলাপি কিনেছিলাম। সত্যিই আপনারা জেনে অবাক হবেন যে ১০ টাকারও জিলাপি পাওয়া যায়? আমি বলবো অন্য কোথাও পাওয়া যায় না শুধুমাত্র আমাদের মাদ্রাসার সামনের দোকান থেকেই পাওয়া যায়। নাস্তা শেষ করে কিতাবের দোকানে গিয়েছিলাম।

1000014028.jpg

মাগরিবের নামাজ মাদ্রাসায় এসে আদায় করলাম। রুমে চলে এসে মাদ্রাসার সানসেটে থাকা ফুলগুলো সহ মাদ্রাসার একটা ফটো উঠালাম, সন্ধ্যার ফটো দেখে মোটামুটি ভালোই লাগলো। মাগরিবের নামাজের পর থেকে স্টিমেট প্ল্যাটফর্মে সময় দিয়েছি। এভাবেই আমার দিনটি অতিবাহিত হলো।

1000004942.png

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

1000004942.png

DeviceName
AndroidRealme 12 Pro
Camera50MP 32MP 8MP
LocationBangladesh 🇧🇩
Short by@abdulmomin

1000012376.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hi, Greetings, Good to see you Here:)

আমাদের সাথে আপনার সুন্দর নিবন্ধটি ভাগ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ. আশা করি আপনি সক্রিয় থাকবেন এবং সবার সাথে যোগাযোগ বজায় রাখবেন কমেন্ট করার মাধ্যমেv। আপনার যদি কোনো প্রশ্ন থাকে যা আপনি জানতে চান বা কোনো সমস্যার সম্মুখীন হন, সাহায্যের জন্য আমাদের ডিসকর্ড সার্ভারে যোগ দিন। আমরা সবসময় এখানে ব্যবহারকারীদের সেবা প্রদানের জন্য সক্রিয় থাকি। এবং আপনাকে আমাদের সাপ্তাহিক অনলাইন হ্যাঙ্গআউটে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। আমাদের ডিসকর্ড সার্ভারে যোগ দিতে নীচের লিঙ্কে ক্লিক করুন... https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformation
Plagiarism / AI Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Community beneficiariesx
Voting CSI26. 1
Club Status5050
Period2024-11-09

Dear brother, thank you very much from the bottom of my heart for taking the trouble to verify my post. I wish you always be well and stay healthy

আপনার সারাদিনের কার্যক্রম আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার দেখানো ফুলগুলো আমার কাছে খুবই পরিচিত। আমরা সবাই সুন্দর খাবার পছন্দ করি। আপনার সারাদিনের কার্যক্রম আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এটি হচ্ছে নয়ন তারা ফুল, আমাদের মাদ্রাসার বারান্দার বেলকনিতে আমরা কয়েকটি ফুল গাছ লাগিয়েছি। ফুল গাছগুলোতে মোটামুটি ভালই ফুল ধরেছে। তোমাকে অনেক ধন্যবাদ মূল্যবান একটি মন্তব্য করার জন্য।