About "My precious gift of life"

in hive-170554 •  2 years ago  (edited)

আসসালামু আলাইকুম সবাইকে!!!
আমি @afrinn
Bangladesh থেকে বলছি!!

কেমন আছেন বন্ধুরা আসা করি সবাই ভালো ও সুস্থ আছেন!!আপনাদের সকলের দোয়ায় মহান আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি!!

আমার জিবনে মূল্যবান দুটি উপহার

গিফট সম্পর্কে দারুণ একটি কনটেস্ট আয়োজন করেছেন! এর মাধ্যমে যারা এই কনটেস্টে অংশগ্রহণ করবেন, তাদের সকলের সম্পর্কে জানতে পারবো।এদিক টা আমার অনেক ভালো লাগে। কারন কে কি গিফট পেল বা না পেল এদিকটার ধারনা কিন্তু আমাদের নেই।এই কনটেস্ট এর মাধ্যমে আমরা অনেকের গিফট সম্পর্কে জানতে পারবো।এই জিনিস টা আমার অনেক ভালো লাগতাছে।
আমিও আমার জিবনের মূল্যবান দুটি গিফট আপনাদের সাথে শেয়ার করবো।এ দুটি
গিফট আমার অনেক পুরাতন।আর এগুলো আমার খুব কাছের মানুষের কাছে থেকে পাওয়া।
এ দুটি জিনিস হলো

PhotoCollageMaker_2022114235150146.jpg

১সোপিচ

২চশমা

এ দুটি জিনিস আমার খুব কাছের মানুষ আমাকে গিফট করছে।একটা গিফট করছে আমার প্রান প্রিয় স্বামী ।আর একটি গিফট করছে আমার আমার অতি আপনজন আমার বান্ধুবি।

সোপিচ


সোপিচ টা গিফট করছে আমার বান্ধুবি।আমি যখন ক্লাস টেন এ পড়ি ঠিক তখন।কিন্তু সেই সময় এই গিফট টা অনেক মূল্যবান ছিল।এবং সারাজীবন থাকবে।হয়তো আজ আমরা বান্ধুবি রা অনেক দূরে।কিন্তু কিছু কিছু গিফট আজও মনে করিয়ে দেই।সেই আগের বন্ধুত ও ভালো বাসা।আজকে গিফট সম্পর্কে দারুন একটি কনটেস্ট আমার সেই পুরোনো দিনের কথা মনে করিয়ে দিল।এবং আমার সেই প্রান প্রিয় বান্দুবির কথা।

1667573962281.jpg

এই সোপিচ টা আমার অনেক পছন্দের।তাই আজ থেকে ৬ বছর ধরে যত্ন করে রেখেছি। এই গিফট টা কেনা হয়েছে এলেংগা সুপার মার্কেট থেকে।

received_5552841078139651.jpeg

এই গিফট আমার খুবই প্রিয়। কারন স্কুল জিবন যেমন মানুষের খুব প্রিয়।এবং তাদের গিফট ও।যাই হোক আমার বান্ধুবির জন্য শুভ কামনা।

চশমা

আমি অনেক ছোট বেলা থেকেই চশমা পরতে অনেক ভালোবাসতাম।এখনো ভালোবাসি।আমার স্বামী সবসময় বলে তোমার কি পছন্দ।আমি তাকে পছন্দের কথা বেশি কিছু বলিনা।তবুও আমার স্বামী মাঝে মাঝে অনেক গিফট আমার জন্য ও আমার মেয়ের জন্য কিনে আনে।আমার অনেক ভালো লাগে।মূলত গিফট এমন একটা জিনিস সেটা কম দামি হোক বা বেশি দামি হোক।গিফট জিনিস টা কিন্তু সবার ই পছন্দ।
হঠাৎ একদিন আমার স্বামী ঘুরতে গেছিলো।অফিস থেকে সেখানে অনেক রকম মেলা নাকি হচ্ছিল সেখান থেকে আমার জন্য কিছুদিন আগে এই গিফটটা কিনে এনেছে।

PhotoCollageMaker_2022114232557156.jpg

আমার তো বেশ মজা লাগছিল।গিফট পেলাম বলে।চশমাটা আমার বেশ ভালো লাগলো।আর এটা আমার স্বামীর দেওয়া গিফট।গিফট টা মনের অজান্তেই কেমন যেন ভালো লেগে গেল।

MYXJ_20221104112043064_save.jpg

তো বন্ধুরা জানিনা আমার গিফট সম্পর্কে কার কত টুকু ভালো লাগবে।
চশমার প্রাইজ টা হলো
৭৫০টাকা
আর সোপিচ এর প্রাইজ টা হলো
৪৩০টাকা

জানিনা কতটুকু ভালো লিখতে পেরেছি।তবে ভুল হলে গুলো সঠিক ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন

পোস্ট টি পড়ার জন্য সবাই কে ধন্যবাদ

From# Bangladesh
@afrin

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.

I hope you are in touch with your friend. We should never lose these friends who make us smile.Be blessed.

DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25NO
Voting CSI22.4 ( 0.00 % self, 137 upvotes, 87 accounts, last 7d )
Transfer to Vesting24.851 STEEM
Cash Out
0
ResultClub5050

আপু, আপনার উপহার গুলা সত্যিই অসাধারণ। আর আপনার উপস্থাপনাও চমৎকার। কনটেস্টে আপনার জন্য শুভকামনা রইল😊।

ধন্যবাদ ভাইয়া আমি যেন এগিয়ে যেতে পারি।আমার জন্য দোয়া করবেন।আর আপনার জন্য ও শুভ কামনা রইলো