আসসালামু আলাইকুম
আজ ২৫অক্টোবর
প্রিয় স্টিমিট বন্ধুরা
আজকের ডেইরি গেম
আসসালামু আলাইকুম।আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ও ভালো আছেন।তাহলে আজকে শুরু করা জাক।আজকের ডেইরি গেমের কথা।আশা করি ভালো লাগবে।ইনশাআল্লাহ।
সকাল
আজকে সকালের আকাশ টা বেশি ভালো ছিল না।ঝিরিঝিরি বৃষ্টি।বৃষ্টির দিনে সাধারণত আমরা সবাই খিচুড়ি পছন্দ করি।তাই আজকে রান্না করলাম।
তারপর বাবুর জন্য আলাদা কিছু রান্না করে নিলাম।তারপর কালকে সারাদিন বৃষ্টির কারনে।বাবুর অনেক জামাকাপর জমা ছিল।ধুতে পারিনি।তাই আজকে সবগুলো ধুয়ে দিলাম।তারপর সবাই মিলে খিচুরি খেলাম।তারপর আমি আর বাবু পাশের বাড়ি নানি শাশুড়ীর বাড়ি গেলাম।।তারপর ওইখানে মামি আছে মামি আর আমি দুজন মিলে অনেক হাসাহাসি করলাম।তারপর দেখলাম আমার নানি শাশুড়ী বসি দিয়ে মাছ মারতাছে।নানিকে না বলে হুট করে একটা ছবি তুলে ফেললাম
কারন নানি যদি জানতো তাহলে আমাকে পিক তুলতে দিত না।এটা নিয়েও মামির সাথে অনেক হাসাহাসি করলাম।তারপর এসে উঠান জারু দিয়ে রান্না
শুরু করলাম।।
দুপুর
এক ঘন্টার মতন রান্না করতে সময় লাগলো আমার।রান্না করার শেষ এ খেয়াল করলাম কবুতরের খোপ এর নিচে অনেক গুলা পিপড়া।আবার কবুতর বাচ্চা ও দিছে।এজন্য একটু ভয় পেলাম আবার বাচ্চার কোনো সমস্যা হয় এইজন্য খোপ গুলো নিচে বের করে দেখলাম বাচ্চা ঠিক আছে কিনা।তা দেখলাম বাচ্চা গুলো ঠিক আছে
মেয়েকে বাচ্চা গুলো দেখালাম মেয়ে আমার বাচ্চা দেখে যা খুশি হলো না কি বলবো মেয়ের খুশি দেখে আমারও মনটা আনন্দিত হয়ে উঠলো
তারপর বাচ্চা গুলো কে বড় কবুতরের কাছে রেখে আসলাম।তার কিছ সময় পড়ে গোসল করে নিলাম।তারপর বাবুকে গোসল করালাম। তারপর দুপুরের খাবার খেয়ে নিলাম সবাই।তারপর রেস্ট নিলাম।এভাবে দুপুর পেড়িয়ে বিকাল হতে শুরু করলো।
বিকাল
আমাদের কৃষক এর অবস্থা তেমন একটা ভালো না।কালকের বৃষ্টি মানুষের অনেক ফসলের অনেক ক্ষতি করে গেছে।যেমন আজকে বিকালে রাস্তার ঐ দিকে ঘুরতে বের হইছিলাম।তারপর রাস্তার পাশে অনেক গুলা ধান খেত।সেই ধান খেতে ধান বরাবর পানি উঠে গেছে
এবং আশে পাশে যে পতিত খেত গুলা ছিল সে গুলো পানিতে ভরা।যার কারনে কৃষক ঠিকমতো কৃষি আবাদ করে খেতে পারতাছে না।তারপর বৃষ্টি মানুষের আরও সমস্যা তৈরি করে দিছে।রাস্তা ঘাটে মানুষের চলাচল করতে সমস্যা হচ্ছে।তারপর আমাদের বাড়ির পাশের বাড়ি বড় একটা সমস্যা তৈরি করে দিয়েছে তা দেখতে গেলাম।বাড়িটা নতুন বালি মাটি দিয়ে উচু কিছুূদিন আগে বেধে রাখছে।সে বালি মাটি রাতের বৃষ্টিতে সব গুলা রাস্তায় নেমে এসেছে।খুবই দুঃখ জনক ঘটনা এগুলো দেখে আজকে সত্যি আমার খারাব লাগলো।রাস্তায় বালি ও পানি জমে আছে সেখানে কিছু পোলাপান খেলা করছে।তাদের সবাই কে ছবি তুলে নিলাম
এভাবে রাত হয়ে আসলো।কবুতরের খোপ দিয়ে নিলাম।তারপর মুরগী খোপ দিয়ে নিলাম।হালকা পাতলা কিছু খেয়ে ঘুমিয়ে পড়ার জন্য প্রস্তুতি নিলাম।তাহলে এখানেই শেষ করি স্টিমিট বন্ধুরা আমার জন্য দোয়া করবেন।সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।
খোদা হাফেজ
From# Bangladesh
@afrinn
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন পোস্ট সাজিয়েছেন আপু। বড়শি দিয়ে মাছ ধরার দৃশ্য এখন গ্রামে খুব কমই দেয়া যায়। বৃষ্টির দিনের চমৎকার আয়োজন হচ্ছে খিচুড়ি। খিচুড়ি আমার বেশ পছন্দের। কবুতরের বাচ্চাগুলো খুবই চকচকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার আজকের সারাদিন কাটানোর মুহূর্ত অনেক ভালো লাগছে।বিশেষ করে বাবুর হাসি আর কবুতর অনেক সুন্দর দেখতে।আপনার সবগুলো ছবি অনেক সুন্দর হইছে।ধন্যবাদ আপনার এতো সুন্দর ডেইরি গেম পোস্ট করছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for sharing the post, improve the quality of your post and stay original and avoid plagiarism.
Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit