স্টিমিটের সহযোদ্ধারা,
অনেকদিন ধরেই আমার ছেলে আমাকে বলে যাচ্ছে তাকে একটি রোবট বানিয়ে দেওয়ার জন্য। কিন্তু সময় স্বল্পতার কারণে মোটকথা আমার ব্যবসায়িক ব্যস্ততার কারণে আমি কোন ভাবেই সময় করে উঠতে পারছিলাম না। এই মুহূর্তে কিছুটা ব্যস্ততা কম তাই কমিউনিটিতে আবার কাজ শুরু করেছি আর সেই সুবাদে দেখতে পেলাম কমিউনিটিতে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে রঙ্গিন কাগজ দিয়ে তৈরি বিভিন্ন হস্তশিল্পের। এই সুযোগকে কাজে লাগিয়ে ছেলের বায়না পূরণে ছেলেকে শান্ত করার জন্য তাকে বললাম যে ঠিক আছে তুমি বলো আমি তোমাকে কি বানিয়ে দেবো। তখন সে মোবাইল নিয়ে রঙ্গিন কাগজ দিয়ে তৈরি রোবট ইউটিউব থেকে বের করে আমাকে দিলো এটা বানিয়ে দেওয়ার জন্য। কি আর করা যেই কথা সেই কাজ এরপর আমি আর আমার ছেলে দুজনে মিলে বসে গেলাম কাগজের রোবটটি বানানোর জন্য। আপনারা হয়তো ছবিতে লক্ষ্য করেছেন আমার ছেলেটি রঙিন কাগজের রোবটটি হাতে পেয়ে এতটা খুশি সে এইগুলো নিয়ে সেলফি তুলবে এবং সেই খুশিটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম।
স্টিম ফর বাংলাদেশ কমিউনিটির সম্মানিত মডারেটর @shiftitamanna কে অসংখ্য ধন্যবাদ এরকম চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। কারণ এই প্রতিযোগিতা আয়োজনের প্রেক্ষিতে আমার ছেলের অনেকদিন ধরে যে বায়না ধরে আসছিল সেটি পূরণ করতে সক্ষম হয়েছি। তাহলে চলুন বন্ধুরা এবার আমি এই রঙিন কাগজের রোবটটি কিভাবে তৈরি করেছি তা ধাপে ধাপে আপনাদের সামনে উপস্থাপন করি।
উপকরণ সমূহঃ
- রঙিন কাগজ (বিভিন্ন রঙের)
- কেচি বা সিজার
- ঘাম বা আঠা
- সিগনেচার কলম ও
- রুলার।
প্রস্তুত প্রণালীঃ
প্রথম ধাপঃ
- প্রথমে আমি যতগুলো রঙ্গিন কাগজ ব্যবহার করেছি এবং যতগুলো কাগজের অংশ প্রয়োজন তার সবগুলোই পরিমাণ মতো করে কেটে নিলাম।
দ্বিতীয় ধাপঃ
- এবার আমি হলুদ রঙের দুটি কাগজ নিলাম যেগুলার পরিমাপ হলো (৮x২২)ও(৮x১৮)cm। এ দুটি হলুদ কাগজ নিয়ে ঘাম দিয়ে গোল করে লাগিয়ে নিলাম।
তৃতীয় ধাপঃ
- এরপর আরো তিনটি হলুদ কাগজ (২.৫x১১)cm নিয়ে আগের গোল করা বড় কাগজ দিয়ে উপরে পরিমাপ করে ভাঁজ করে নিলাম। তারপর সে ভাজের মাঝখানে সবগুলো কেটে নিলাম ও সেই সাথে ঘাম লাগিয়ে নিলাম।
চতুর্থ ধাপঃ
- এবার আমি ছোট হলুদ কালারের কাগজের টুকরো গুলো বড় গোল কাগজের টুকরোর উপরে ঘাম দিয়ে লাগিয়ে নিলাম। এটা হচ্ছে মূলত রোবটের শরীরের মাঝের অংশ।
পঞ্চম ধাপঃ
- তারপর আরো দুইটা কালারের কাগজ নিয়ে (৩x২৮)cm দুটো কাগজ কেটে নিলাম তারপর এগুলোকে একটার উপর আরেকটি রেখে এভাবে পর্যায়ক্রমে সম্পূর্ণটা ভাঁজ করে নিলাম। এটা হচ্ছে মূলত রোবটের গলার অংশ।
ষষ্ঠ ধাপঃ
- এবার আমি রোবটের দুটি হাত বানাবো তো সেজন্য সেই একই কালারের আরো দুইটা দুইটা করে চারটা কাগজ কেটে নিলাম সে কাগজের পরিমাপ হল (১.৫x২৮)cm। তারপর আবারও একটার পর একটা রেখে এভাবে পর্যায়ক্রমে পুরোটা ভাজ করে নিলাম। এরপর আরও একটি নীল রংয়ের কাগজ যার পরিমাপ হল (৫x১০)cm. সেটাকে কেটে হাতের কব্জি ও আঙ্গুল তৈরি করে নিলাম ও সেটাকে ঘাম দিয়ে লাগিয়ে নিলাম।
সপ্তম ধাপঃ
- এবার আমি রঙিন কাগজে রোবটির জন্য দুটো পা তৈরি করে নিলাম। পা তৈরি করতে আমি এখানে দুটো রঙের কাগজ ব্যবহার করেছে সে দুইটার পরিমাপ হল (২x২৮)cm.
অষ্টম ধাপঃ
- এবার আমি সবগুলো অংশকে এক এক করে ঘাম দিয়ে লাগিয়ে নিব। তো প্রথমে আমি রোবটটির গলা এবং দুটো পা ঘাম দিয়ে লাগিয়ে নিলাম।
নবম ধাপঃ
- এরপর আমি রোবটটির হাত দুটো ও মাথার অংশটি ঘাম দিয়ে লাগিয়ে নিলাম।
চূড়ান্ত ধাপঃ
- তারপর আমি মাথার অংশে চোখ দুটো লাগিয়ে নিলাম ও একটি সিগনেচার পেন দিয়ে মুখের আকৃতিটি অংকন করে দিলাম। এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের কাগজের রোবটটি।
- তো বন্ধুরা এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের এই রঙিন কাগজ দিয়ে তৈরি রোবটের অরিগামি। আশা করি আপনাদের কাছে ভাল লেগেছে।
সবাই ভালো ও সুস্থ থাকবেন আর নিজের প্রতি যত্ন নিবেন
শুভেচ্ছান্তে,@alauddinpabel
My invite friends @rahnumanurdisha @rumanaafroz @radoan
বিভাগ | এসো নিজে করি |
---|---|
ডিভাইস | রেডমি নোট ১০এস |
লোকেশন | গাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩 |
মেড বাই | @alauddinpabel |
তারিখ | ২০-১১-২০২৩ ইং |
Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া অনেকদিন পর আপনার ডাই পোস্ট দেখতে পেয়ে খুবই ভালো লাগলো।আপনি খুব সুন্দর করে ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপন করেছেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Your post has been successfully curated by @msharif at 35%.
Thanks for setting your post to 25% for @null.
We invite you to continue publishing quality content. In this way you could have the option of being selected in the weekly Top of our curation team.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসসালামু আলাইকুম ভাই। আপনার বানানো রোবটটি বানানো খুব সুন্দর হয়েছে। আপনার ছেলের খুশি দেখে বোঝা যাচ্ছে ওর খুব পছন্দ হয়েছে। আপনার সাফল্য কামনা করি। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনার রোবট টি অনেক সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ জানাই আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভ কামনা ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Robot made of colored paper is a great idea. Setting a battery in the robot and moving it around a bit would be great 🤭These activities make me smile alone thinking back to my childhood. You used to make various things with paper in your childhood. Our childhood memories.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসসালামু আলাইকুম । আপনি খুব সুন্দর করে ডাই টি তৈরি করেছেন। এবং ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপন করেছেন।এইটা তৈরি করতে আপনি অনেক সময় দিয়েছেন আশা করি আপনার সময়ে সফলতা পেয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Brother has made a very beautiful robot. We got to see your robot today for your son. And the writings of your post are very nicely arranged and written which I am very happy to see. Best wishes for you, stay well bro.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit