পেন্সিল আর্ট // ক্রিসমাস ট্রির আদলে প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ রাত্রিকালীন একটি চিত্রাংকন।

in hive-170554 •  last year 

স্টিমিটের সহযোদ্ধারা,

"আসসালামু আলাইকুম", সকলের প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। আশা করি আপনারা সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।

আজকে আবারো আপনাদের সামনে আমি "স্টিম ফর বাংলাদেশ"এ আমার নিজের হাতের তৈরি অঙ্কন উপস্থাপন করতে যাচ্ছি। যেহেতু এই অংকনটি আমি শুধুমাত্র কাঠ পেন্সিল দিয়ে এঁকেছি তাই এটির নাম হচ্ছে "পেন্সিল অংকন" আপনাদের সামনে আজকে আমি আমার নিজের হাতে তৈরি একটি সম্পূর্ণ কাঠপেন্সিল দিয়ে "ক্রিসমাস ট্রির আদলে প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ রাত্রিকালীন একটি চিত্রাংকন।" করে দেখানোর চেষ্টা করেছি। আসলে এই চিত্রাংকনটি আমি গত মাসে করেছিলাম কমিউনিটির আর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কিন্তু আমার কর্মব্যস্ততার কারণে আমি আর এই চিত্রাংকনটি দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেনি। তাহলে বন্ধুরা চলুন কিভাবে আমি এই চিত্রাঙ্কনটি করেছি তা ধাপে ধাপে আপনারা দেখে আসবেন।

চিত্রাংকনটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG_20231118_114715.jpg

IMG_20231118_114647.jpg

উপকরণ সমূহঃ

  • সাদা অফসেট কাগজ
  • কাঠপেন্সিল (HB, 6B)
  • পেন্সিল কাটার
  • কারেকশন পেন ও
  • রাবার।

IMG_20231023_145131.jpg

প্রথম ধাপঃ

  • প্রথমে আমি পেন্সিলের সাহায্যে একটি ক্রিসমাস ট্রির আদলে একটি চিত্র অঙ্কন করে নিলাম।

IMG_20231023_145213.jpg

দ্বিতীয় ধাপঃ

  • তারপর ক্রিসমাস ট্রির আদলে যে চিত্রটা অঙ্কন করেছি তার মধ্যে একটি হরিণ অঙ্কন করে নিলাম।

IMG_20231023_145241.jpg

তৃতীয় ধাপঃ

  • এবার আমি যে হরিণের চিত্রটি অংকন করেছি পেন্সিলের সাহায্যে সেটিকে গাড়ো করে দিলাম।

IMG_20231023_145549.jpg

চতুর্থ ধাপঃ

  • তারপর আমি উপরে খালি অংশে বেশ কিছু ছোট ছোট বৃত্ত অংকন করে নিলাম।

IMG_20231023_145628.jpg

পঞ্চম ধাপঃ

  • এবার আমি হরিণের নিচের অংশে এবং উপরের বৃত্ত করা অংশটি পেন্সিল দিয়ে আরো গাড়ো করে নিলাম। সেই সাথে হরিণের উপরের অংশে দুই তিনটি পাখি অঙ্কন করে দিলাম।

IMG_20231023_150323.jpg

ষষ্ঠ ধাপঃ

  • তারপর আমি হরিণের দুই পাশে দুইটা দুইটা করে গাছ অঙ্কন করে পেন্সিল দিয়ে গাড়ো করে দিলাম।

IMG_20231023_150231.jpg

চূড়ান্ত ধাপঃ

  • বলতে বলতে আমি চিত্রাঙ্গটির শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমি চিত্রাংকনটিকে আরো ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য সিক্স বি পেন্সিল ব্যবহার করে এটিকে আরো ভালো করে গাড়ো করে নিলাম। সেই সাথে উপরের অংশে একটি সাদা কারেকশন পেন দিয়ে ফোঁটা ফোটা করে বৃত্তগুলোকে আরো ফুটিয়ে তুললাম।

IMG_20231118_115449.jpg

তো বন্ধুরা এই ছিল আমার আজকের চিত্রাংকন পোস্ট।আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে যদি আমার পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে মন্তব্য করতে ভুলবেন না।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নিবেন আর আমার জন্য দোয়া করবেন।

শুভেচ্ছান্তে,@alauddinpabel

বিভাগপেন্সিল আর্ট
ডিভাইসরেডমি নোট ১০এস
লোকেশনগাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩
আর্টিস্ট@alauddinpabel
তারিখ১৮-১১-২০২৩ ইং
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

গাছের আদলে প্রকৃতিকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন আপনি।হরিণের শিং দুটি আরো বেশি সুন্দর লাগছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর এই আর্টটির সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য।সর্বদা আল্লাহ আপনাকে নিরাপদে রাখুন।

আপনাকেও আল্লাহতালা নিরাপদে রাখুক। অসংখ্য ধন্যবাদ আপনাকে গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

ভাই আপনার অংকন টি অনেক সুন্দর হয়েছে। হরিন টি অনেক মনে হচ্ছে সত্যি সত্যি দারিয়ে আছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। শুভকামনা অবিরাম আপনার জন্য।

Assalamu alaikum hope you are well I enjoyed your post very much you have done your drawing very well, you have shown here a Christmas tree which looks amazing and you have very nicely shown every step of your post here good luck May you be well.

Walaikum Assalam. Alhamdulillah, I am fine. Thank you very much for your very constructive comments.

you welcome my friend

আপনি একটি ঝাউ গাছের ভিতর হরিণ আর পাহাড় কে খুব সুন্দর ভাবে ফিটিয়ে তুলেছেন। আপনার অংকন টি অনেক সুন্দর হয়েছে।