ফুলের রাজ্যে ঘুরতে যাওয়া

in hive-170554 •  7 months ago  (edited)

আসসালামু আলাইকুম প্রিয়ো বন্ধুরা, কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রিয়ো বন্ধুরা, আজকে আপনাদের সাথে খুব মজার একটি ঘটনা শেয়ার করবো। আশা করি শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন। এবং আমাকে সাপোর্ট করবেন। আমার আই ডি @alomgir121

IMG_20240213_154334.jpg
প্রিয়ো বন্ধুরা চলুন শুরু করা যাক। বিশেষভাবে বলে নিচ্ছি এই দিনটি ছিলো, খুব আনন্দের একটি দিন। সেদিন আমাদের ফ্যামিলির সবাই মিলে পিকনিক করতে, এই পিকনিক স্পটে আসি। জায়গাটা অসম্ভব রকম সুন্দর ছিল। মনমুগ্ধকর করা এক পরিবেশ।
IMG_20240213_155933.jpg
এখানে আসার পরে মনে হয়েছিল,যেন ফুলের এক অপরূপ রাজ্যে আমরা অবস্থান করছি। একটার থেকে অন্যটা আরও বেশি সুন্দর মনে হচ্ছিল। ফুলের রাজ্যে নিজেকে গুলিয়ে ফেলেছিলাম। তো বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে। গার্ডেনের অপূর্ব সৌন্দর্য উপভোগ কোরে,দুপুরের খাওয়া-দাওয়া সেরে ফেললাম।এরপরে বের হলাম ওইখানে কিছু দোকান ছিল,সেগুলোতে আমরা ঘুরে ঘুরে কিছু কেনাকাটা করলাম, সেখানে অনেক কিছু ছিল যেমন হচ্ছে বিভিন্ন ধরনের কসমেটিক প্রসাধোনি, খেলনা,আরো অনেক কিছু। কেনাকাটা শেষে আমরা এখানে ফাস্টফুড এর দোকানে গিয়ে আইসক্রিম,ফুচকা,চটপটি আরো অনেক কিছু খাওয়া-দাওয়া করলাম। আর এই দিক দিয়ে বাচ্চারা সবাই বিভিন্ন রাইটেও চরতেছিল। তো সব মিলিয়ে খুব আনন্দে সময়টা পার করলাম। ওহ আসলেতো আপনাদেরকে বলাই হয়নি, আমরা কোথায় গিয়েছিলাম পিকনিকে। এটা হচ্ছে যশোর জেলার ভিতরে ঝিকরগাছা, গতখালি,খুলনা বিভাগ, বাংলাদেশ।
IMG_20240213_154507.jpg
খুব সুন্দর একটা পিকনিক স্পট ,আপনারা গেলে অবশ্যই এখানে যাবেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। প্রিয় বন্ধুরা আজকে এ পর্যন্তই, আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। @alomgir121 আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।
writing by @alomgir121

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

যেকোনো জায়গায় পিকনিক করাটা আসলেই আনন্দের এবং মজার অভিজ্ঞতা। ফুল এমন একটা জিনিস যা সবাইকেই মুগ্ধ করে এবং যাকে সবাই পছন্দ করে।সত্যি এটা আপনার জন্য একটা উপভোগ্য দিন ছিল।

@nahid ধন্যবাদ আপনার মূল্যবান মতামত জানানোর জন্য।