Meet up in Kushtia with Steem for Bangladesh community user's & mod @mostofajaman. 23/08/2024

in hive-170554 •  4 months ago  (edited)

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমোন আছেন সবাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে অত্যন্ত একটি সুন্দর এবং গুরুত্বপূর্ণ ব্লগ শেয়ার করতে যাচ্ছি।আশা করি সবার কাছে, অনেক ভালো লাগবে এবং সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন ধন্যবাদ।
IMG_20240824_121209.jpg
প্রিয় বন্ধুরা অমদের কে কিছুদিন আগে @mostofajaman ভাই বলেছিল, যে আমরা সবসময় তো ভার্চুয়াল মিটিং কোরি,তো এই বার সরাসরি মিটিং করবো,আমি শুনে খুবি আনন্দিত হই।কারন আমরা সবাই একি প্লাটফর্মে কাজ করি। কিন্তু কেউ কাউকে সেই ভাবে চিনি না।তো জদি সরাসরি দেখা হয়, তাহোলে আমাদের সম্পর্ক আরো দৃঢ় হবে।তাই আমি মিটাপের ব্যাপারে খুবি আগ্রহী হই।তার পরে সবাই মিলে ডেট ঠিক করা হোলে, এই শুক্র বারে মিটাপ করা হবে।এবং @mostofajaman ভাই মিটাপের জন্য এমোন একটা স্থান নির্বাচন করেছে জাতে সবার জন্য সুবিধা হয়।তাই কুষ্টিয়াতে মিটাপের জন্য সিলেক্ট করা হোলো। এবং আমাদের কে মিটাপের যায়গা ও সময় জানিয়ে দিয়ে ছিলো।

তো আমি মিটাপের জন্য শুক্রবার সকাল ১১(এগারো) টায় বাড়ি থেকে বেড়িয়ে পরি কুষ্টিয়ার উদ্দেশ্যে
IMG_20240824_103446.jpg
তার পরে রিকশায় কোরে কোটচাঁদপুর বাসইষ্ট্যান্ড গিয়ে একটা বাসে উঠি
IMG_20240824_103522.jpg
তার পরে কালিগন্জে গিয়ে নামি।কালিগন্জ থেকে সরাসরি কুষ্টিয়ার বাস পেয়ে গেলাম, তো সেই বাসে উঠে বসলাম।আসলে কুষ্টিয়া আমাদের বাড়ি থেকে অনেক দূরে প্রায় ৯০ কি,মি,রাস্তা।তো গাড়ি ভোলোই চোলছিলো আমিও বাহিরের প্রকৃতি টা উপভোগ করছিলাম

![IMG_20240823_141737.jpg](UPLOAD FAILED)

IMG_20240823_141736.jpg
, বেশ কিছুদূর চলার পরে গারিটা এক্সিডেন্ট করে।আল্লাহর অশেষ রহমতে কোন যাত্রী হতাহতো হয়নি । শুধু গাড়ি সামনে গ্লাসটা ভেঙ্গে যায়
IMG_20240823_131307.jpg
তো যাই হোক সকল বাধা উপেক্ষা করে, আমি সেই গাড়ি টা চেঞ্জ করে। ভালো আর একটা গাড়িতে উঠে পড়লাম। আমার উদ্দেশ্য ছিল আমাকে মিটাপ করতেই হবে।
এবার আল্লাহর রহমতে যেতে লাগলাম এবং যেতে যেতে বেশ কিছু স্থানের ছবি তুলে নিলাম।
IMG_20240823_135919.jpg

IMG_20240823_135747.jpg
অবশেষে আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম, সেখানে যারা ছিল তারা আমাকে রিসিভ করল। আমি ওখানে গিয়ে তাদের সাথে প্রথমে কুশল বিনিময় করলাম।সত্যি তখন খুব ভালো লাগছিল সবাইকে সামনাসামনি দেখতে পেরে। তারপর একে একে আমরা সব ইউজাররা একসাথে হলাম। তার পরে একটা রেস্টুরেন্টে গিয়ে সেখানে লাঞ্চ সেরে নিলাম।
IMG_20240824_103644.jpg

IMG_20240824_103329.jpg

IMG_20240824_103243.jpg
আমাদের সবাইকে একই রকম টি-শার্ট দেয়া হয়েছিল। আমরা সবাই সেই টি-শার্টগুলো পড়ে নিলাম
টি শার্টের ডিজাইনটা খুব সুন্দর হয়েছিল। এই ডিজাইনটা করেছিল আমাদের @mostofajaman ভাই।তারপরে আমরা লাঞ্চ শেষ করে। লালন শাহ্ র মাজারে চলে যাই। সেখানে গিয়ে আমরা সবাই মিটাপ করি।
IMG_20240824_125610.jpg

IMG_20240824_121013.jpg

IMG_20240824_120856.jpg

IMG_20240823_163421.jpg

IMG_20240823_162616.jpg

IMG_20240824_161821.jpg

এখানে যারা যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছে।

@mostofajaman, @sahariar1, @saifulislam5, @rajusam, @asifhasan @medul, @kibreay001, @sagorkhan01, @monadil, @lamiya, @rajusamhusband, @rajusamsister, @alomgir121, আমরা সবাই এখানে বেশ আনন্দ উপভোগ করলাম। এবং আমাদের মাঝে @mostofajaman ভাই বেশকিছু গুরুত্ব পূর্ন কথা উপস্থাপন করে। আমরা সবাই গুরুত্ব সহকারে সোগুলো শুনি। তার পরে মোস্তফা জামান ভাই @ripon0630 ভাইয়ার সাথে মিটাপের বিসয় টা নিয়ে ভার্চুয়ালি কথা বলছিলো।
যেহেতু বৃষ্টি নেমে গিয়েছিল তাই আমাদের মিটিং টা পরিপূর্ণভাবে করতে পারিনি। তবে যতটুকু হয়েছিল আলহামদুলিল্লাহ ।তারপর সবাই সবার সাথে কুশল বিনিময় করে, যে যার যার গন্তব্যে রওনা দিলাম। সর্বপরি আমি আশা করব, এরপরে আমরা বছরে যেন দুইটা মিটিং বা মিটাপ করতে পারি। এবং যারা যারা এবার আসতে পারেনি ইনশাল্লাহ, সবাই চেষ্টা করব সামনের বার একত্রিত হওয়ার। সর্ব শেষ @mostofajaman ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের কে এতো সুন্দর একটা লাইভ মিটাপ উপহার দেওয়ার জন্য। বন্ধুরা আজকের ব্লগ টা এ পর্যন্তই।আমারে ব্লগ টা কেমন হয়েছে, সবাই সবার মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ।
সবাই ভাল থাকবেন এবং সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গতকাল আমরা বাংলাদেশ কমিউনিটির স্টিমিট বন্ধুদের সাথে সাক্ষাৎ করে সত্যি বেশ ভালো লেগেছিল। আসলে ভার্চুয়াল জগতের বন্ধুদের সাথে সরাসরি দেখা করা বা সাক্ষাৎ করার অনুভূতি বলে প্রকাশ করা যাবে না। যতটুকু সময় আমরা একসাথে ছিলাম বেশ দারুন অনুভূতি তৈরি হয়েছিল সকলের মাঝে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ, আপনার মূল্যবান মন্তব্য করার জন্য।

Hi, Greetings, Good to see you Here:)

আমাদের সাথে আপনার সুন্দর নিবন্ধটি ভাগ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ. আশা করি আপনি সক্রিয় থাকবেন এবং সবার সাথে যোগাযোগ বজায় রাখবেন কমেন্ট করার মাধ্যমে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে যা আপনি জানতে চান বা কোনো সমস্যার সম্মুখীন হন, সাহায্যের জন্য আমাদের ডিসকর্ড সার্ভারে যোগ দিন। আমরা সবসময় এখানে ব্যবহারকারীদের সেবা প্রদানের জন্য সক্রিয় থাকি। এবং আপনাকে আমাদের সাপ্তাহিক অনলাইন হ্যাঙ্গআউটে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। আমাদের ডিসকর্ড সার্ভারে যোগ দিতে নীচের লিঙ্কে ক্লিক করুন... https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformation
Plagiarism / AI Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25x
Community beneficiariesx
Voting CSI7.9
Club Status??
Period2024-08-24

আপনি বিগত ২ মাস ধরে কোনো প্রকার পাওয়ার আপ করেন নাই। এছাড়া আপনি burnsteem25 ট্যাগ ব্যাবহার করেছেন কিন্তু null একাউন্ট এ বেনিফিশিয়ারি সেট করেন নাই। বেনিফিশিয়ারি সেট না করলে এই ট্যাগটি ব্যবহার করতে পারবেন না।

onek dhonnobad viya apnake j apni onek durer poth pari diye amader sathey meet koresen.apnader sobar sathey meet hoye amar onek onek valo legesey ,asa kori emon meet r o boro kore amara sobai uposthit thakbo.valo thakben sustho thakben.

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই,সত্তি সবাইকে খুব মিস করছি।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ

!upvote 15


Felicitaciones por su logro amigos, que bueno que lograron su Meep Up.


💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ Participate in the "Seven Network" Community2️⃣0️⃣2️⃣4️⃣ ⚜💯.
This post was manually selected to be voted on by "Seven Network Project". (Manual Curation of Steem Seven).

the post has been upvoted successfully! Remaining bandwidth: 55%

thank you so much

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@xpilar.witness

We are the hope!

thank you so much

Congratulations, your post has been curated by @dsc-r2cornell. You can use the tag #R2cornell. Also, find us on Discord

Manually curated by Blessed-girl


image.png

Felicitaciones, su publicación ha sido votada por @ dsc-r2cornell. Puedes usar el tag #R2cornell. También, nos puedes encontrar en Discord

thank you very much