তাপদাহ

in hive-170554 •  7 months ago 

তাপদাহ শব্দটির সাথে আমরা খুবই কম পরিচিত। তারপর তোমার শব্দটির সাথে আমরা দু-তিন বছর যাবত পরিচিত হয়েছি। শব্দটির প্রায়ই শুনছি এবং ব্যবহার করে থাকি। আসলে পূর্বে আমাদের দেশে এত বেশি গরম না পড়ার কারণে আমরা এই বিষয়টি সম্বন্ধে জানতাম না। পূর্বের সাধারণত আমাদের দেশের তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রির মাঝামাঝি থাকতো। কিন্তু বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৪১ থেকে ৪৩ ডিগ্রী।
যার কারণে আমরা বর্তমানে এই তাপদাহ শব্দটির সাথে সুপরিচিত হয়েছি।
তাপদাহ আসলে কি???

IMG_20240428_113213.jpg

এই যে অস্বাভাবিক তাপমাত্রায় বৃদ্ধি পাওয়া এটা শুধুমাত্র আমাদের দেশের সমস্যা নয় বরং এটা একটা আন্তর্জাতিক সমস্যা। একে বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন।
বৈশ্বিক উষ্ণায়নের ফলে প্রতিবছর প্রচুর পরিমাণে হিমবাহ গলে যাচ্ছে। আমরা সকলে জানি পৃথিবীর উত্তর মেরু অর্থাৎ এন্টার্টিকা মহাদেশের প্রচুর বরফ থাকে। পৃথিবীর উত্তর মেরুতে অবস্থিত হওয়ায় সেখানে সূর্যের তাপ না পাওয়ার কারণে ওই অঞ্চলটি ঠান্ডা থাকে। তার জন্যই অঞ্চলটি সম্পূর্ণ বরফে ঢাকা থাকে। কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে প্রতি বছর বরফ গলে যাচ্ছে। যার কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। আর এর ফলে প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে এবং মানুষ ও জনজীবনে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে।
এই বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী কে??? আসলে বৈশ্বিক উষ্ণায়নের জন্য মানুষ দায়ী এটি মানবসৃষ্ট।

IMG_20240428_114006.jpg

প্রতিনিয়ত তৈরি শিল্পায়ন এবং নগরায়নের ফলে পরিবেশ তার ভারসাম্য হারাচ্ছে। শিল্প কারখানার কালো ধোয়া ও গাড়ির কালো ধোয়া পরিবেশ দূষণ করছে। এর থেকে উৎপন্ন তাপ পরিবেশে ছড়িয়ে যাওয়ার কারণে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
এ ধরনের শিল্প কারখানা চালানোর জন্য প্রচুর পরিমাণে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হচ্ছে। যার জন্য প্রচুর তাপ উৎপন্ন হচ্ছে। যা বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী।
তাছাড়াও অপরিকল্পিত নগরায়নের জন্য সবুজায়ন বাধাগ্রস্ত হচ্ছে। গাছপালার পরিমাণ কমে যাচ্ছে। গাছ তাপ শোষণ করে আর গাছপালার সংখ্যা কমে যাওয়ায় তাপমাত্রার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন জায়গার নগরায়নের জন্য জলাধার ভরাট করা হচ্ছে। আর জলধর কমে যাওয়া তাপমাত্রা বৃদ্ধির একটি বড় কারণ ।।।।
সর্বোপরি বলা যায় আমাদের খামখেয়ালি সিদ্ধান্তের কারণেই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। যার কারনে আমাদের প্রতি বছর ভয়াবহ তাপদাহের সম্মুখীন হতে হচ্ছে।
এমতাবস্থায় আমাদের সকলেরই সচেতন হওয়া প্রয়োজন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

হ্যালো, আপনার কন্টেন্টটিতে কপিরাইট রয়েছে । এই ধরনের কপিরাইট সমৃদ্ধ কন্টেন্ট কমিউনিটিতে পাবলিশ করা থেকে বিরত থাকুন । আপনাকে অবশ্যই আগে একজন ভেরিফাই সদস্য হতে হবে সেজন্য আপনার এচিভমেন্ট-১ সম্পন্ন থাকা অত্যন্ত জরুরি

Photo er screen shot er o ki copy right ase?????