Better life with steem. The diary game. 04/11/2024. Doing my necessary agricultural work and spending time with other tasks in the afternoon.

in hive-170554 •  3 months ago 
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। আজকের দিনটি কিভাবে কাটল তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।

1000048142.jpg

1000048143.jpg
আজকে খুব সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই আমার দাঁত ব্রাশ করি। তারপর হাত মুখ ধুয়ে নিই। তারপর কিছুক্ষণ হাটা চলা করি।তারপর সকালের খাবার খাই।

আজকের তেমন কোন কাজ নেই তাই বাড়িতেই বসে ছিলাম। বাড়িতে বসে একটা গাছের নিচে গল্প করিতেছিলাম। তারপর আমি আমার মরিচের জমিগুলো দেখার জন্য বাড়ি থেকে বের হয়ে রওনা শুরু করলাম। বেশ কিছুক্ষণ সময় হাঁটার পর আমি আমার জমিতে গিয়ে পৌঁছালাম। শুরুর দিক থেকেই মরিচের চারা গুলো একটু দুর্বল হয়ে বড় হচ্ছে। শুরুর দিক দিয়ে অনেক বৃষ্টি হওয়ার কারণে মরিচের চারা গুলো খুবই দুর্বল হয়ে পড়েছিল। সেই দুর্বলতা থেকে কেটে উঠে আস্তে আস্তে গাছগুলো বড় হচ্ছে। বর্তমানে মরিচের গাছে ফুল এসেছে। অল্প কিছুদিনের মধ্যেই কাছ থেকে মরিচ তোলার পরিবেশ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। ২০ থেকে ২৫ দিনের মধ্যে সারা বাংলাদেশের মরিচের দাম ৫০ থেকে ৬০ টাকার মধ্যে চলে আসবে। শীতকালীন শাকসবজিও উঠানোর সময় হবে। তখন সব কিছুর দাম অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে।

1000048159.jpg

1000048161.jpg

মরিচের জমিগুলো দেখে আমি আমার বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে কিছুক্ষণ সময় বসে বিশ্রাম নিলাম। তারপর আমি গোসল করে দুপুরের খাবার খেলাম। দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে হেঁটে পাকা রাস্তার দিকে চলে আসলাম। রাস্তায় এসে একটা অটো রিক্সার জন্য দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ সময় যাওয়ার পর একটা অটো রিক্সা আসলো। অটো রিক্সার মধ্যে উঠে আমি আমার গন্তব্যের দিকে রওনা শুরু করলাম। কয়েক হাজার কেজি মরিচ ক্রয় করার জন্য আমি টা কাঁচামরিচের বাজারের দিকে যাচ্ছি।

1000048207.jpg

1000048203.jpg

সমস্ত বিকেল মরিচ ক্রয় করার কাজে আমি ব্যস্ত ছিলাম। আজকে মরিচের কেজি ৯০ থেকে ১০৫ টাকা পর্যন্ত। মরিচের রং এবং আকার বেঁধে মরিচের দাম গুলো কম বেশি হয়ে থাকে। মরিচ হলো ক্রয় করে বস্তার মধ্যে ভর্তি করে থাকে উঠানো হলো। ছবির মধ্যে যে লোকটাকে দেখতে পারছেন সে হচ্ছে আজকের রাগের ড্রাইভার। এবং আরেকটা ছবিতে যে নাম্বার দেখতে পারছেন সেটা হচ্ছে তার ট্রাকের নাম্বার। কাকের সাথে আমাদের নিজস্ব কেউ যাবে না তাই ড্রাইভার ও ট্রাকের ছবি উঠিয়ে রাখা হয়েছে। আল্লাহ তাআলা না করুক অনাকাঙ্ক্ষিত কোন বিপদ যদি হয়ে যায় তাহলে এইসব তথ্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তাই ট্রাক অফিস থেকে আমাকে বলা হয়েছে গাড়ির নাম্বার প্লেট এবং ডাইভারের ছবি উঠিয়ে রাখার জন্য। তার কথা অনুযায়ী আমি ছবিগুলো উঠিয়ে রাখলাম।

1000048216.jpg

1000048215.jpg
মরিচের গাড়ির সাথে আমি আমাদের বাজারে চলে আসলাম। এখানে এসে আমাদের পরিচিত কিছু লোকের সাথে দেখা হল। তাদের সাথে বিভিন্ন রকমের আলোচনা হল। মরিচের গাড়ি তখন আমাকে বাজারে রেখে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হল। আমি আমাদের পরিচিত লোকদের সাথে কথা শেষ করে বাড়ির দিকে রওনা শুরু করি। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে নিলাম। তারপর রাতের খাবার খেলাম। এই ছিল আজকে আমার সারা দিন। বাংলাদেশের সকলের প্রতি শুভকামনা রাখি। সবাইকে আবারো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আমার পোস্টটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

1000173922.png

Thank you so much for upvote my post steemcurator05. I am very happy for your vote.

Loading...

Thank you, brother, for introducing us to such a beautiful pepper garden. I like your pepper garden very much. And, still, you are involved in agriculture; it is a very good thing. Even at the price in the raw market, ordinary families are not able to buy the raw market. The price of the raw market has skyrocketed.

Thank you very much for reading my article. You have spoken the truth, many families are still struggling to buy raw vegetables. We hope that in a few days the prices of all raw vegetables will be within everyone's reach. All vegetables will be available in the market in a few days. Thank you very much for your nice comment. Peace be upon you, Assalamu Alaikum wa Rahmatullahi wa Barakatuhu.