Better life with steem.the diary game.06/06/2023.simple day.

in hive-170554 •  2 years ago 

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। আজকের দিনটি কিভাবে কাটল তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ।

GridArt_20230604_160424954.jpg
আজকেও খুব সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই আমার দাঁত ব্রাশ করি। তারপর হাত মুখ ধুয়ে নিই। তারপর কিছুক্ষণ হাটা চলা করি। তারপর সকালের খাবার খাই। আজকের তেমন কোন কাজ নেই তাই বাড়িতেই বসে ছিলাম। বাড়িতে বসে একটা গাছের নিচে গল্প করিতেছিলাম। তখন এলাকার কিছু ছোট ভাই ব্রাদার আমাকে বলল ফুটবল খেলার জন্য একটা মাঠ তৈরি করতে হবে। এখন সবার সংসারের কাজ শেষ। এসএসসি পরীক্ষা শেষ। এলাকার মধ্যে অনেক পোলাপান বসে রয়েছে। তাই একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে। কিভাবে কি করা যায় তা পরামর্শ করা হচ্ছে।

20230603_153242.jpg

20230602_113542.jpg
এ বছর অতিরিক্ত খরা চলিতেছে। যার কারণে মাঠ একদমই শুকিয়ে শক্ত হয়ে গেছে। খালি পায়ে মাঠের উপরে ভালো করে হাটাও যায় না। সবাই মিলে পরামর্শ করা হলো যে ক্ষেতের মধ্যে মাঠ বানানো হবে সেই ক্ষেতের মধ্যে ট্রাক্টর দিয়ে হাল চাষ করা হবে। সেজন্য ট্রাক্টর এর মধ্যে হাল চাষের জন্য ফাল লাগানো হচ্ছে। যে কাজে সহযোগিতা করছে আমার চাচাতো ভাই মোহাম্মদ এরশাদ মিয়া। মূলত ট্রাক্টর এরশাদ মিয়ার। ফাঁকা ক্ষেতের মধ্যে হাল চাষ করার জন্য তার পাওয়ার টিলার টি নেওয়া হয়েছে। সেজন্য তিন লিটার ডিজেল কেনা হয়েছে। এরশাদ মিয়াকে তার এই কাজের জন্য ৫০০ টাকা দেয়া হয়েছে। সে সাথে একটা ঠান্ডা পানিও খাওয়ানো হয়েছে।

20230603_171121.jpg

20230602_180644.jpg
হাল চাষ করার সময় অনেক পোলাপান ক্ষেতের চারিপাশে আগ্রহ নিয়ে দেখতেছে। এলাকার ছোট ভাই ব্রাদার সবাই মিলে টাকা দিয়ে একটা ফুটবল কিনেছে। বাড়ির সামনে সকল আবাদি জমি ফাঁকা পড়ে আছে। এইসব জমিতে ধান চাষ করা হয়েছিল। এখন ধান কাটা মাড়াই করার সকল কাজ শেষ হয়ে গেছে। তাই এখানে সাময়িকভাবে খেলার মাঠ তৈরি করা হচ্ছে।

20230604_183548.jpg

20230604_175015.jpg
খেলার মাঠ তৈরি করার পর মাঠের দুই পাশে দুইটা গোল পোস্ট তৈরি করা হলো। বাঁশ দিয়ে গোলপোস্ট তৈরি করা হয়েছে। দুইটা দল তৈরি করে খেলা শুরু করা হলো। পূর্বপাড়া বনাম পশ্চিমপাড়া খেলা শুরু করল। এবছরের প্রথম ফুটবল খেলা। এখানে প্রায় 40 থেকে 45 জন খেলোয়াড় একত্রিত হয়েছে। এখানে একটা খেলার আয়োজন করা হবে। আমাদের গ্রাম থেকে পাঁচটি দল তৈরি করা হবে। সেজন্য সমস্ত গ্রামের পোলাপান এখানে এসে একত্রিত হয়েছে। দল বিভক্তি করার আগে কোন খেলোয়ার কেমন খেলে সেটি যাচাই করার জন্য প্রাথমিকভাবে খেলা শুরু করা হয়েছে। অনেকক্ষণ যাবৎ খেলাটি উপভোগ করলাম। তারপর বাড়ির দিকে আসতে শুরু করলাম।

20230602_180930.jpg
আসার সময় দেখি আমার বড় এক ভাই গরুর জন্য ঘাস কাটিতেছে। বড় ভাইয়ের নাম মোঃ ইসমাইল হোসাইন। তার ছয়টি গরু রয়েছে। সে তার সংসারের একমাত্র উপার্জনকারী। তার দুটি ছেলে সন্তান রয়েছে। বড় ছেলের নাম মোঃ রাসেল মিয়া ।ছোট ছেলের নাম মোঃ অন্তর মিয়া। রাসেল মিয়া নবম শ্রেণীতে পড়ে। অন্তর মিয়া চতুর্থ শ্রেণীতে পড়ে। ছেলেগুলো ছোট হওয়ায় সংসারের যাবতীয় কাজ ইসমাইল ভাইকেই করতে হয়। এই ঘাস গুলো ইসমাইল ভাই আবাদ করেছে। তার বাড়ির সামনে একটা আবাদি জমিতে এই গাছগুলো আবাদ করা হয়েছে।

20230603_153348.jpg
অতিরিক্ত তাপের কারণে মাঠের মধ্যে গরু গুলো গাছের ছায়ার নিচে বিশ্রাম নিতেছে। এই বছর অতিরিক্ত পরিমাণে গরম । যার কারনে মানুষ থেকে শুরু করে গূহপালিত পশু পর্যন্ত গরমে ক্লান্ত হয়ে গেছে। গরমের কারণে গরু মাঠের মধ্যে সারাদিন ঘাস খেতে পারে না। দিনের মধ্যে দুই থেকে তিনবার বাড়িতে চলে আসে বা কোন এক গাছের নিচে চলে আসে বিশ্রামের জন্য। এসব দেখে খুবই খারাপ লাগে। তারপরেও প্রকৃতির উপরে কোন হাত নেই ধৈর্য ধরে থাকতেই হয়। এসব দেখে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে গোসল করে নিলাম।

20230603_203135.jpg
গোসল করে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ঘরের বাহিরে গেলাম। তখন প্রায় সন্ধ্যা সাড়ে সাতটা বাজে। বাহিরে আধা ঘন্টার মত বসে রইলাম। তারপর দেখতে পেলাম আকাশে চাঁদ উঠেছে। চাঁদনী রাত দেখতে খুবই ভালো লাগলো। সাথে কয়েকটা ছবি তুলে নিলাম। তারপর ঘরের মধ্যে গিয়ে রাত্রে খাবার খেলাম। খাবার খেয়ে কিছুক্ষণ হাটাহাটি করলাম।

20230603_211700.jpg
কিছুক্ষণ হাঁটাহাঁটির পর বিছানায় গিয়ে বসলাম। তারপরে কিছুক্ষণ মোবাইলের মাধ্যমে ভিডিও দেখলাম। যেগুলো একটা অনুষ্ঠানে ভিডিও করা হয়েছিল। এখানে আমার এক পরিচিত ভাই নৃত্য পরিবেশন করেছিল। সেটা দেখে শুয়ে পড়লাম। এই ছিল আজকে আমার সারা দিন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।

আমার পোস্ট টি দেখার জন্য ও পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

TEAM 5 CURATORS

This post has been upvoted through steemcurator08. We support quality posts anywhere and with any tags. Curated by: @pelon53

Thank you for read My post and upvoteing.

খুব ভালো লাগলো আপনার পোস্ট দেখে
আপনার ছবি গুলো দেখে মনে হলো কোনো গ্রামে বসে আছি
অনেক সুন্দর হয়েছে

Thank you.