Better life with steem. The diary game. 09/12/2024. My land visit and another work day.

in hive-170554 •  last month 
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। আজকের দিনটি কিভাবে কাটল তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।

1000052625.jpg

1000052623.jpg
আজকে খুব সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই আমার দাঁত ব্রাশ করি। তারপর হাত মুখ ধুয়ে নিই। তারপর কিছুক্ষণ হাটা চলা করি।তারপর সকালের খাবার খাই।
সকালের খাবার খেয়ে আমি আমার আবাদি জমিগুলো দেখার জন্য জমিতে চলে আসলাম। আমি প্রথমে আমি আমার মরিচের চারা গুলো দেখার জন্য চলে আসলাম। মরিচের চারা গুলো খুব ভালো হয়েছে। আগামী ২-১ দিনের মধ্যে আমাদের মরিচের চারা থেকে মরিচ উত্তোলন করা হবে। কিছুদিন তাদের সাথে আমার কার্যক্রম গুলো শেয়ার করতে পারি নাই। ততমের কাজের কারণে সময়গুলো হয়ে উঠে নাই।

1000052624.jpg

1000052629.jpg

সমস্ত মরিচের জমিগুলো ঘুরে দেখলাম। অনেক গাছে মরিচ খুব ভালো ধরেছে। খুব দ্রুত মরিচ কাছ থেকে মরিচ উত্তোলন না করলে গাছগুলো মরিচের ভরে একটু ধীরগতিতে বেড়ে উঠবে। তাই খুব তাড়াতাড়ি মরিচগুলো উত্তোলন করে দিতে হবে।

1000052626.jpg
মরিচের জমিগুলো দেখার পর আমি আমার ধানের ক্ষেতে চলে আসলাম। বেশ কিছুদিন আগে ধানগুলো কেটে রাখা হয়েছে। ধানের জমিতে ধানের আঁটি বাঁধার জন্য শ্রমিক নেওয়া হয়েছে। সে ধানের আঁটিগুলো বেঁধে একত্রিত করে রেখে যাবে। এইসব দেখে আমি আমার বাড়ির দিকে আসতে শুরু করলাম। বাড়িতে এসে কিছুক্ষণ বসে বিশ্রাম নিলাম।

1000052703.jpg
মরিচের জমিগুলো দেখে বাড়িতে এসে বেশ কিছুক্ষণ সময় বিশ্রাম নেওয়ার পর আমি দুপুরের দিকে আমাদের বাজারে চলে আসি। বাজারে এসে আমি আমার ব্যবসার কাজে ব্যস্ত হতে শুরু করি। আমাদের জামালপুর জেলায় এখন প্রচুর পরিমাণে মরিচ উৎপাদন হচ্ছে। আমি এবং আমাদের কয়েকজনের মিলে মরিচ ক্রয় বিক্রয় করে থাকি। প্রত্যেকদিন আমরা ১০ থেকে ২০ হাজার কেজি মরিচ ক্রয় করি। তার এই সব মরিচ এখানেও বিক্রি করে দিই এবং দেশের বিভিন্ন জেলায় আঢ়ৎএ পাঠিয়ে দিয়ে থাকি।

1000052736.jpg

1000052735.jpg

সকল কার্যক্রম গুলো শেষ করে মরিচগুলো ট্রাকের মধ্যে উঠিয়ে বাজার থেকে চলে যাওয়ার পর আমি আমাদের বাড়িতে আসার জন্য একটা অটো রিক্সার জন্য অপেক্ষা করতে থাকি। এই বছর আজকের মত কুয়াশা দেখা যায়নি। আজকে আমাদের জামালপুর জেলায় কিছু কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। সে সাথে সন্ধ্যা হতে প্রচুর পরিমাণে কুয়াশাও পরতেছে। তাই ঠান্ডার তীব্রতা বেশি। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি বাড়িতে আসার জন্য একটি সিএনজি পেলাম। সিএনসিটি আমাদের এক আত্মীয়র হওয়ায় খুব দ্রুত সময়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে হাত মুখ ধুই। তারপর রাতের খাবার খাই। রাতের খাবার খেয়ে আমি ব্যবসার সকল হিসেবগুলো খাতার মধ্যে গুছিয়ে লিপিবদ্ধ করলাম। তারপর আমি ঘুমাবার জন্য বিছানায় শুয়ে পড়লাম। এই ছিল আজকে আমার সারা দিন। সকলের প্রতি আবারো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আমার পোস্টটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...