Better life with steem. The diary game. 11/11/2024. Very busy day.

in hive-170554 •  6 days ago 
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। আজকের দিনটি কিভাবে কাটল তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।

1000048989.jpg
আজকে খুব সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই আমার দাঁত ব্রাশ করি। তারপর হাত মুখ ধুয়ে নিই। তারপর কিছুক্ষণ হাটা চলা করি।তারপর সকালের খাবার খাই।
তারপর শুরুতে আমি আবার জমিগুলো দেখার জন্য বাড়ি থেকে বের হয়ে শুরু করি। আমি যখন বাড়ি থেকে বের হয়ে আমাদের জমিতে চলে যায় তখন সূর্য উঠেছে। সকালের পরিবেশ হওয়ায় সূর্য অনেক ঘোলাটে দেখা যাচ্ছে। আমরা যারা গ্রামে বসবাস করি অনেক জেলাতে এখন সকালের দিকে শীতের একটা পরিবেশ দেখতে পাই। মনে হয় শীতকাল খুব তাড়াতাড়ি চলে আসবে।

1000048988.jpg

1000048990.jpg
মরিচের চারা গুলো খুবই সুন্দর হয়েছে। বেশ কিছু গাছে মরিচ বড় হয়ে গিয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে মরিচগুলো গাছ থেকে উত্তোলন করার মত উপযোগী হয়ে যাবে। সমস্তজনগুলো প্রত্যেকদিন ভালো করে দেখাশোনা করতে হয়। মরিচ গাছে নতুন করে কোন প্রকার রোগের আক্রমণ হয়ে যায় সেগুলো খেয়াল করে দেখতে হয়।

1000048993.jpg
জমিতে কিছু মরিচের চারা হেলে পড়ে গেছে। চারাগুলোতে ছোট করে কিছু খুঁটা ব্যবহার করতে হবে। সমস্ত জমিতে বেশ কিছু চারা এভাবে হেলে পড়েছে। যে চারা হেলে পড়ে সে চারাতে মরিচ খুব কম উৎপাদন হয়। তাই চারা গুলোকে সোজা রাখার ব্যবস্থা করে দিতে হবে। এসব দেখে আমি আমার বাড়ির দিকে রওনা শুরু করলাম।

1000049005.jpg
জমিগুলো দেখে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আমি কিছু বিষ আনার জন্য আমাদের বাজারে একটা বিষের থেকে চলে আসলাম। এখানে এসে আমার প্রয়োজনীয় কিছু বিষ ক্রয় করলাম। ক্রয় করে আবারও জমিতে চলে গেলাম। জমিতে গিয়ে সারের সাথে মিশ্রণ করে জমিতে ছিটিয়ে দিলাম। তারপর পুনরায় বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে গোসল করলাম। গোসল করে আমি আমাদের বাজারে মরিচ ক্রয় করার জন্য রওনা হলাম।

1000049036.jpg

1000049037.jpg
বাড়ি থেকে বের হয়ে একটা অটো রিক্সার মাধ্যমে রওনা শুরু করলাম। আমার সাথে অন্য আরেকটি যাত্রা ছিল। ব্যক্তিগতভাবে তাকে আমি চিনি না। তার সাথে কিছুক্ষণ গল্প করতে করতে যেতে থাকলাম। তারপর আমার গন্তব্যে আমি নেমে পড়লাম।

1000049054.jpg

1000049067.jpg

1000049074.jpg
আমি বাজারে গিয়ে মরিচ ক্রয় করার প্রস্তুতি নিলাম। বাজারে অনেক ধরনের কাঁচামরিচ উঠেছে। আমি দেখে দেখে আমার প্রয়োজনীয় কিছু মরিচ করলাম। এখন আমাদের বাজারে অনেক মরিচ আমদানি হয়ে থাকে। আমি দেখতে কাঁচা ব্যবসার সাথে জড়িত তাই মরিচ ক্রয় করে থাকি। বর্তমানে আমাদের এলাকায় মরিচের কেজি ৮০ থেকে ১১০ টাকা পর্যন্ত। কৃষকেরা খুব ভালো দাম পাচ্ছে। সবার মুখে অনেক হাসি দেখি।

1000049098.jpg
মরিচগুলো বস্তার মধ্যে তুলে ট্রাকে উত্তোলন করা হলো। তারপর চারটি তার গন্তব্যে ছেড়ে গেল। আমরা বসে আমাদের হিসাবগুলো মিলিয়ে নিলাম। তারপর বাড়ির দিকে রওনা শুরু করলাম। বাড়িতে এসে হাত মুখ দিয়ে রাতের খাবার খেয়ে নিলাম। এই ছিল আজকে সারাদিন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। সকলকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আমার পোস্টটি পড়ার জন্য ও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

IMG-20241031-WA0275.jpg

Curated by @drhira

Thank you for upvote my post. I'm very happy for your vote. Thank you team 2.

মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আপনার মরিচ গাছ। এবং আরো ভালো লাগছে যে, কৃষকেরা ভালো প্রফিট পাচ্ছে।

Loading...

আপনার সারাদিনের কার্যক্রম আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে আমরা সবাই ফসল চাষ করতে ভালোবাসি। আপনার মরিজের চারা গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার মনে হয় আপনি সেখান থেকে লাভবান হয়েছেন।আপনার সারাদিনের কার্যক্রম আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।