আজকে খুব সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই আমার দাঁত ব্রাশ করি। তারপর হাত মুখ ধুয়ে নিই। তারপর কিছুক্ষণ হাটা চলা করি।তারপর সকালের খাবার খাই।
সকালে খাবার খেয়ে আমি আমার জমিতে কাজ করার জন্য সকালে চলে আসলাম। সকাল দেখে মনে হচ্ছে শীতকাল চলে এসেছে। সকাল সাড়ে ছয় টার সময় আমি আমাদের জমিতে চলে আসি। এখানে এসে দেখি জমিগুলো কুয়াশায় ভিজে গেছে। তারপর আমি আমার কাজে মনোযোগী হলাম।
আজকে আমি মরিচের চারা মাঝখান দিয়ে লোহার তৈরি অনেকটি ফলা একসাথে করে টেনে দিচ্ছি। এইটা দেওয়ার কারণ হচ্ছে গত কিছুদিন একটানা বৃষ্টি হয়েছে। যার কারণে মাটিগুলো বৃষ্টির পানিতে ভিজে অনেক শক্ত হয়ে গিয়েছে। মাটিগুলোকে রোদে শুকানোর জন্য এরকম করতে হচ্ছে।
আমার পার্শ্ববর্তী জমির মালিক মোঃ রফিকুল ইসলাম ভাই সেও তার মরিচের চারার মাঝখানের মাটিগুলো রোদে শুকাবার জন্য আলগা করে দিচ্ছে। সে খুব পরিশ্রমে একজন মানুষ। সে সম্পর্কে আমার ফুফাতো ভাই লাগে। সে সংসার করে জীবিকা নির্বাহ করে থাকে। সংসারের কাজ করে সে অনেক ভালো ও সুস্থ আছে।
বিকালের দিকে আমি আমাদের দক্ষিণের জমি থেকে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আমাদের বাড়ির পূর্ব পাশে জমিতে মরিতে চারার মধ্যে প্রচলিত করার বিষ প্রয়োগ করতে হইবে। সেই জন্য বিষ প্রয়োগ করার মেশিন বের করে নিলাম। তারপর পচন রোধ করার ঔষধ গুলো পানির সাথে মিশিয়ে মেশিনের মধ্যে ঢেলে দিলাম। বিষ প্রয়োগ করা শেষ করে আমি বাড়িতে এসে গোসল করলাম। তারপর বেশ কিছুক্ষণ সময় বাড়িতে গেছিলাম। সারাদিন কাজ করাই শরীর ব্যথা হচ্ছে। তাই আজকে আর আমাদের বাজারে গেলাম না।
বাড়িতে বসে বসে আমি আমার কম্পিউটারের মধ্যে কিছু খবর দেখতে রাখলাম। এর মধ্যে উল্লেখযোগ্য খবর হচ্ছে আমাদের বঙ্গোপসাগরে দুইটা জাহাজে আগুন ধরেছে। বাংলাদেশ নৌবাহিনী তৎপরতায় জাহাজ থেকে বত্রিশ জন লোক জীবিত উদ্ধার করা গেছে। এসব খবর দেখে কিছুক্ষণ পর আমি রাতের খাবার খেলাম। খাবার খেয়ে এখন সময় হাঁটাচলা করলাম। তারপর আমি আমার বিছানায় চলে আসলাম। এই ছিল আজকে আমার সারা দিন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আল্লাহতালা যেন সকলের উপর থেকে সকল রকম বালা-মুসিবত দূর করে দেন। সকলকে আবার সালাম সালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
খুব সকালে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য খুব উপকারী, বর্তমানে মরিচের দাম অনেক বেশি, জমিতে মরিচ চাষ করার জন্য কাজ করছেন দেখে খুব ভালো লাগলো, মাঝে মাঝে কিছু খবর দেখলে আমরা আশ্চর্য হই, আপনার সারাদিনে কার্যকর থেকে খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit