Better life with steem. The diary game. 16/10/2024. The busy day.

in hive-170554 •  last month 
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। আজকের দিনটি কিভাবে কাটল তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।

1000047208.jpg
আজকে খুব সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই আমার দাঁত ব্রাশ করি। তারপর হাত মুখ ধুয়ে নিই। তারপর কিছুক্ষণ হাটা চলা করি।তারপর সকালের খাবার খাই।

1000047182.jpg

1000047185.jpg
আজকে আমার মরিচের চারা গুলো আগাছা মুক্ত করার জন্য কিছু শ্রমিক নিয়ে খুব সকালেই জমিতে চলে আসলাম। আমি যখন জমিতে আছি তখন মরিচার ছাড়ার সাথে কুয়াশা লেগেছিল। মরিচের জমিতে বেশ কিছু আগাছা হয়েছে সেগুলো খুব দ্রুতই নিড়ানী দিয়ে উত্তোলন করতে হবে। কারণ বৃষ্টি হলে আগাছাগুলো আরো বড় হয়ে যাবে। তখন আগাছা উত্তোলন করা খুবই কষ্টকর হয়ে যাবে। আগাছা উত্তোলন করার জন্য তখন শ্রমিক বেশি লাগবে। তাই এখনই শ্রমিক নিয়ে এসে আগাছা উত্তোলন করে দিচ্ছি।

1000047189.jpg
আজকে দিনের তাপমাত্রা খুব ভালো ছিল। কাজ করতে করতে দুপুর প্রায় একটা বেজে গেল। আমিও আমার কাজের লোকের সাথে কাজ করলাম। রোদে মাথা মুখ পুরা শরীরে ঘেমে গেছে। দুপুর একটার সময় আমি দুপুরের খাবার আনার জন্য আমাদের বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আমি হাত মুখ ধুয়ে নিলাম। তারপর আমি দুপুরের খাবার খেলাম। দুপুরের খাবার খেয়ে শ্রমিকদের জন্য খাবার নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম।

1000047191.jpg
দুপুরের খাবার নিয়ে আমি আমাদের মরিচের ক্ষেতে চলে আসলাম। এসে শ্রমিকদের দুপুরের খাবার খেয়ে নিতে ডাক দিয়ে নিয়ে আসলাম। তারা এসে একটা গাছের নিচে বসে কিছুক্ষণ সময় বিশ্রাম নিল। তারপর হাত মুখ ধুয়ে দুপুরে খাবার খেয়ে আবার কিছুক্ষণ সময় বসে আরাম করে নিল। তারপর পুনরায় আগাছা নিধন করার কাজ শুরু হয়ে গেল।

1000047197.jpg

1000047198.jpg
বিকেলের দিকে আমি আমার কিছু মরিচের চারা উঠিয়ে নিয়ে গেলাম। আমার একটা জমিতে চারা রোপন করা বাকি ছিল। সেই জমিতে আজকে চারাগুলো রোপন করব। তারাগুলো নিয়ে জমিতে গেলাম। তারপর আমরা চারাগুলো জমিতে রোপন করে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে গোসল করে নিলাম।

1000047208.jpg

1000047209.jpg

সন্ধ্যার দিকে আমি আমাদের বাজারে চলে আসলাম। বাজারে এসে প্রয়োজনীয় কিছু জিনিস ক্রয় করে নিলাম। তারপর বাজারের মধ্যে দেখতে পারলাম একটা লোকে কিছু আখ বিক্রির জন্য নিয়ে এসেছে। আমি আমার পছন্দ মত একটা আখ ক্রয় করলাম। বর্তমানে বাংলাদেশের সব কিছু জিনিসের দাম খুব বেশি। সেই জন্য আমাদের এলাকায় এই আখের দামও বেশি। একটা আখ আমি ষাট টাকা দিয়ে ক্রয় করলাম। তারপর সেখানেই কেটে একটা টুকরো আমি খেয়ে পরীক্ষা করে নিলাম। গুলো খুবই সুস্বাদু আছে। বাকি অংশগুলো বাড়িতে আনার জন্য রেখে দিলাম। রাত নয়টার দিকে আমি বাড়ির দিকে রওনা শুরু করলাম। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি খাবার খেলাম। এ ছিল আজকে আমার সারাদিন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। সকলে ভালো থাকবেন।

আমার পোস্টটি পড়ার জন্য ও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

It was very nice to see the methods of pepper cultivation, farmers eat lunch in the field, they eat lunch during work, teenagers take it with everyone when they go to work, sometimes their children come with lunch, very good from your whole day activities. Many thanks for sharing the nice post with us.

GIF_20240928_152713_182.gif

আমার পোস্টটি আপনাদের নজরে আসায় আমার খুব ভালো লাগছে। সব সময় আশায় থাকি আপনাদের মতরে আমার পোস্ট আসে। যতদূর সম্ভব ভালো গুণগত মান দিয়ে ব্লগ গুলো তৈরি করতে চেষ্টা করি। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

এটাই জীবন মানে একটা সুন্দর জীবন। আপনি মরিচ চাষ করছেন দেখে খুবই ভাল লাগলো। আমাদের এখানেও প্রচুর মরিচ চাষ হয়। যাহোক আপনার মরিচ গাছগুলো যেন খুব তাড়াতাড়ি বেড়ে উঠতে পারে সেই পরিচর্যা করবেন।

বৃষ্টির কারণে মরিচের চারা বেড়ে উঠতে খুবই সমস্যা হচ্ছে। যথাসাধ্য চেষ্টা করেছি পরিচয়ের চারাগুলো যেন ভালোভাবে বেড়ে ওঠে অরে উৎপাদন করতে পারি। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার পরিবার সবাইকে ভালো ও সুস্থ রাখুক।

I enjoyed reading your diary game. Enjoy life.

Thank you so much for read my post.

গ্রামের মানুষগুলোর বেশিরভাগ দিন কাটে কৃষি কাজ করে।আপনার মরিচ ক্ষেতে শ্রমিক কাজ নিয়োগ দিয়েছেন এবং পাশাপাশি আপনি তাদের সাথে কাজও করছেন। সারাদিন কাজ করার পরও সন্ধ্যার পরে আপনি আপনাদের বাড়ির পাশেই বাজারে সময় দিয়েছেন। বোঝা যাচ্ছে আপনি খুব ভালো ব্যস্ততার সাথে সময় কাটিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

সুন্দর মন্তব্য করার জন্য আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার প্রতি শুভকামনা রইলো।

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a nice article with us. Hope you stay active and keep engaging with everyone. If need any help then join our discord https://discord.gg/ksmVErs5.



DescriptionInformation
Plagiarism Free
AI contentHuman
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Community beneficiaries
Voting CSI6.1
Period2024-10-20
ResultNo Club