Better life with steem. The diary game. 17/10/2024. Visiting my plantation lands..

in hive-170554 •  3 months ago 
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। আজকের দিনটি কিভাবে কাটল তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।

1000047233.jpg

1000047222.jpg
আজকে খুব সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই আমার দাঁত ব্রাশ করি। তারপর হাত মুখ ধুয়ে নিই। তারপর কিছুক্ষণ হাটা চলা করি।তারপর সকালের খাবার খাই।
তারপর আমি আমাদের জমিগুলো দেখতে বাড়ি থেকে বের হই।

1000047228.jpg
বাড়ি থেকে বের হয়ে যখন আমি জমির দিকে রওনা শুরু করি এখন দেখি আরো অনেক লোক তাদের জমিতে কাজ করার জন্য যাচ্ছে। সকালের দৃশ্যটা দেখলে মনে হয় শীতকাল চলে এসেছে। চতুর্দিকে শুধু কুয়াশার আনাগোনা। ধানের জমিগুলো দেখার জন্য প্রথমেই আমি তাদের জমিতে চলে আসলাম। ধানের সাথে এখনো অনেক কুয়াশার পানি জমে রয়েছে। এই সময়ে এরকম একটা দৃশ্য খুবই ভালো লাগে। অনেকদিন অপেক্ষা করতে হয় এরকম একটি দেশেও দেখার জন্য। আমরা যারা গ্রামে বসবাস করি তারা খুব সহজেই এরকম সুন্দর সকাল উপভোগ করতে পারেন। বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ তাই অনেক লোক কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। আমাদের গ্রামের প্রধান ফসল হচ্ছে ধান এবং মরিচের আবাদ। সবাই কমবেশি এই দুইটা আমাদের সাথে জড়িত রয়েছে।

1000047230.jpg

1000047231.jpg
আমি আমাদের ধানের জমিগুলো দেখে তারপর মরিচের চারা গুলো দেখার জন্য মরীচের জমিতে চলে আসলাম। দেশের মরিচের চারা গুলো দেখে খুবই ভালো লাগলো। সকালে কুয়াশা ভেজা মরিচের চারা গুলো খুবই সতেজ দেখাচ্ছে। আর মাত্র ২০ থেকে ২৫ দিনের মধ্যে মরিচের গাছ থেকে মরিচ উত্তোলন করা সম্ভব হবে। এই ২০ থেকে ২৫ দিনের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঝড় বৃষ্টি না হলে মরিচের উৎপাদন খুবই ভালো হবে। আমরা যারা মরিচের চাষাবাদ করে থাকি তারা সকলে আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি আল্লাহ তায়ালা যেন কাঙ্খিত বড় কোন ঝড় বৃষ্টি না দিয়ে থাকেন। বেশি ঝড় বৃষ্টি হলে মরিচের গাছগুলো হেলে মাটিতে পড়ে যায়। বাড়িতে গাছ পড়ে গেলে সেই গাছে মরিচ উৎপাদন হয় না। নিজের সেকট গুলো মাটি থেকে উপরে উঠে পড়ে। কারণে মরিচ গাছ দুর্বল হয়ে ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তা মরিচের জমিতে অনেক টাকা খরচ করে মরিচের চারা কে বড় করে তোলা হয়। এই সময় যদি মরিচের গাছ নষ্ট হয় তাহলে খারাপ লাগে।

1000047235.jpg

1000047236.jpg
আমি দেখতে পারলাম অনেকেই শ্রমিক নিয়ে তাদের মরিচের জমি থেকে মরিচের গাছের আগাছা গুলো পরিষ্কার করে দিচ্ছে। আগাছা প্রত্যেকটা ফসলের জন্যই হুমকি স্বরূপ। আগাছা সময়মতো নির্মূল না করলে মূল ফসল উৎপাদন অনেকটাই ব্যাহত হয়ে থাকে। সেজন্য সময় মতো আগাছা নিধন করা খুবই গুরুত্বপূর্ণ। অন্য একটা জমিতে দেখতে পারলাম সে মাটিগুলো আলাদা করে দেওয়ার জন্য লোহার তৈরি একটা যন্ত্র টেনের মাটি নরম করে দিচ্ছে। সবাই খুব মনোযোগ দিয়ে যার যার সংসারের কাজগুলো করে যাচ্ছে।

1000047241.jpg
আমার জমি থেকে বাড়িতে আসার সময় দেখতে পারি একজনের সাইকেল করে কিছু রাসায়নিক সার পটাশিয়াম এবং অন্যান্য সার নিয়ে যাচ্ছে তার মরিচের জমিতে দেওয়ার জন্য। সে আমাকে জিজ্ঞেস করল আজকে কোন বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। আমি বললাম হ্যাঁ আজকে বৃষ্টি সম্ভাবনা আছে খবরে তাই জানতে পারলাম। এ বলে আমি আমার বাড়িতে চলে আসি। বাড়িতে আসার কিছুক্ষণের মধ্যেই আকাশ মেঘলা হয়ে গেল। তখন দেখিস এই সাইকেল দিয়ে বহন করা সার গুলো পুনরায় বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হলো। সারগুলো জমিতে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পর যদি বৃষ্টি হয় তাহলে মরিচের চারা গুলো খুব যত মরে যাবে বা পচে নষ্ট হয়ে যাবে। তাই ঝুঁকি নিয়ে জমিতে সারগুলো না ছিটিয়ে বাড়িতে ফেরত আনলো।

1000047243.jpg

1000047247.jpg
বাড়িতে এসে আমি আমার নতুন লাউ গাছগুলো এবং মরিচের চারা গুলো দেখতে থাকলাম। লাউ গাছ বর্তমানে খুবই সুন্দর ভাবে বেড়ে উঠছে। অল্প কিছুদিনের মধ্যেই আমাদের লাউ গাছে আল্লাহর রহমতে লাউ ধরবে বলে আশা করছি। আমাদের কিছু মরিচের চারা এখনো রয়েছে। জমিতে যে মরিচের চারা রোপণ করেছি সেখানে যদি কোন প্রকার পচন ধরে নষ্ট হয়ে যায় বা অন্য কোন রোগের কারণে মারা যায় সেখানে যাতে পুনরায় রোপণ করতে পারি সে জন্য চারা গুলো রেখে দিয়েছে। এগুলোর মধ্যেও কোন ধরনের পচন ধরেছে কিনা সেই জন্য সকাল বিকাল ভালো করে খেয়াল করে দেখতে হয়।

1000047252.jpg

আজকে বাড়িতে তেমন কোন কাজ ছিল না। তাই একটা গাছের নিচে বসে ছিলাম। এখানে আমার সাথে আমাদের মহল নারী একজন বয়স্ক লোক বসেছিল। তার সাথে কিছু আলোচনা করে নিলাম। তার সংসারের আলোচনা করলাম। তারপর তার সাথে একটা ছবি উঠিয়ে নিলাম। এরপর আমি আবার পুনরায় বাড়িতে চলে আসলাম।

1000047257.jpg
বিকেল তিনটা চল্লিশ মিনিটের দিকে আমি আমাদের বাজারে চলে আসি। দেখি অনেক শাকসবজি উঠেছে। বর্তমানে প্রত্যেকটা কাঁচা তরকারির খুবই উচ্চমূল্য রয়েছে। সেজন্য অনেকেই যথাসাধ্য চেষ্টা করে কম টাকার মধ্যে বাজার করার জন্য। বাজার থেকে প্রয়োজনের বেশি কোন কিছু কেনা খুবই কষ্টকর।

1000047255.jpg
আমি আমাদের বাজার থেকে কিছু মাছ কিনে নিলাম। তারপর সেগুলোকে একজনের মাধ্যমে আমাদের বাড়িতে পাঠিয়ে দিলাম। আমি বেশ কিছুক্ষণ সময় বাজারে ছিলাম। আটটার দিকে বাড়িতে চলে আসি। তারপর হাতের খাবার খাই। এই ছিল আজকে আমার সারা দিন।

আমার পোস্টটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর একটা ডেলি গেম উপহার দিয়েছেন। সারাদিনের কার্যক্রম গুলো খুব সুন্দর ছিল এবং এটা একটা আদর্শ দৈনিক কার্যক্রম গুলোর মধ্যে একটি। সুন্দর কৃষি কাজের দৃশ্যগুলো ভালো লাগছিল এবং এটা গ্রাম বাংলার প্রতিটি কৃষকের দৈনন্দিন কাজের একটি অংশ হয়। ধন্যবাদ সুন্দর একটা লেখা উপহার দেওয়ার জন্য

ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমার পোস্টটি পড়ার জন্য।

আপনাকেও ধন্যবাদ! আমি মন্তব্য করার সাথে সাথে আপনি সুন্দরভাবে সেটা দেখে উত্তর দিয়ে আমাকে পরবর্তীতে মন্তব্য করার জন্য উৎসাহ দিয়েছেন। আমি চেষ্টা করবো সবার লেখাগুলো সুন্দরভাবে পড়ার জন্য কারণ এখান থেকে আমি অনেক কিছু শিখতে পারি।

খুবই ভালো লাগলো আপনার মন্তব্য। এগিয়ে যান।

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a beautiful article with us. Hope you stay active and keep engaging with everyone. Join our Discord servers for help. Click the link below to join our discord server. https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified User
Support #burnsteem25x
Community beneficiariesx
Voting CSI6.1 ( 0.00 % self, 45 upvotes, 36 accounts, last 7d )
Result Club5050