Better life with steem. The diary game. 20/10/2024. Agriculture training day.

in hive-170554 •  3 months ago 
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। আজকের দিনটি কিভাবে কাটল তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।

1000047381.jpg

1000047366.jpg

1000047372.jpg
আজকে খুব সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই আমার দাঁত ব্রাশ করি। তারপর হাত মুখ ধুয়ে নিই। তারপর কিছুক্ষণ হাটা চলা করি।তারপর সকালের খাবার খাই।

1000047361.jpg
সকালে খাবার খেয়ে আমরা আমাদের মহল্লা থেকে ৮ জন মিলে একটা অটো রিক্সার মাধ্যমে জামালপুর শহরের হর্টিকালচার ভবনে চলে আসলাম। এখানে চারিদিকে খুব সুন্দর পরিবেশ বিরাজমান। নানান রকমের ফুল গাছ এখানে রয়েছে। ফুল গাছের কারণে পরিবেশ খুবই ভালো লাগলো। আমি আর আমার চাচাতো ভাই মোঃ শাহিনুর রহমান দুইজনে মিলে আমরা কিছু ছবি উঠালাম। এইসব ফুলের গাছ সাধারণত গ্রামের বাড়িতে খুবই কম পাওয়া যায়। তাই আমরা একটু উৎসাহিত হয়েই ছবিগুলো উঠালাম।

1000047357.jpg

1000047360.jpg

1000047362.jpg
আমরা দুইজনে ঘুরে ঘুরে বেশ কিছু ছবি উঠানোর পর বেশ কিছু ফুল গাছের ছবি উঠালাম। যেসব ফুল গাছের সাথে আমরা পরিচিত নই। এসব ফুলের নামও জানিনা। ফুলগুলো খুবই সুন্দর ভাবে ফুটে রয়েছে। ফুলের গাছের কারণে এই ভুবনের সামনে সুন্দর পরিবেশ সজ্জিত রয়েছে।
1000047369.jpg

1000047370.jpg
সকাল ১০ টা থেকে আমাদের একটা রুমের ভিতরে বসার আয়োজন করা ছিল সেখানে নিয়ে বসতে দেওয়া হল। এখানে অন্যান্য গ্রাম থেকে আরো বেশ কিছু লোক এসেছে। সবাইকে প্রথমে একটা খাতা এবং কলম দেওয়া হল। যদি কোন প্রকার তথ্য কেউ লিখে রাখতে চাই সেজন্য প্রত্যেককে একটা করে খাতা ও কলম দেওয়া হলো। তারপর একজন কৃষি বিজ্ঞানী বা কৃষিবিদ এসে আমাদের ক্লাস নিতে শুরু করল। খুব ভালোভাবে আমাদের সাথে আচরণ করা হলো। প্রথমে আমাদের সকলের কি কি সমস্যা কোন ফল গাছের কি সমস্যা কোন ফসলের কি সমস্যা তা জিজ্ঞাসা করা হল। যার যার যে সমস্যা রয়েছে সে সমস্যাগুলো প্রথমে শুনে নিলেন। তারপরও সকল সমস্যার কারণ এবং এর প্রতিকার গুলো বলে দিলেন।

1000047378.jpg

1000047380.jpg
দুপুরের বিরতির সময় এর কিছু খাবার প্রদান করা হলো। আমরা খাবারগুলো খেয়ে ভবনের আশপাশে ঘুরাঘুরি করলাম। এখানে দেখতে পারলাম বস্তার মধ্যে আদা চাষ করিতেছে। সেটা ভালো করে দেখার জন্য চাষের জায়গায় গিয়ে আধার চাষ দেখলাম। আমরা দুজন মিলে বেশ কিছু ছবিও উঠালাম। তারপর পুনরায় বৈঠকখানায় চলে আসলো।

1000047382.jpg

1000047383.jpg
দুপুরের খাবার খেয়ে নেওয়ার পর আবারো যখন আমরা রুমের মধ্যে আছি তখন আমাদের সাথে আরো দুইজন কৃষি বিদ এসে আমাদের সাথে বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আলোচনা শুরু করলেন। সময় অনুযায়ী সবাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন। এইসব প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। অনেক অজানা জিনিস আমরা জেনে থাকি। যা কৃষককে চাষাবাদ করতে খুবই উপকার করে থাকে। এইসব প্রশিক্ষণের ব্যবস্থা করায় বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের দেশ যেহেতু শ্রী শ্রী প্রধান দেশ তাই এসব প্রশিক্ষণ ঘন ঘন আয়োজন করলে সর্বস্তরের কৃষক অনেক রকমের জ্ঞান অর্জন করতে পারবেন।

1000047384.jpg

1000047385.jpg
বিকেলের দিকে আমাদের ছয়টা করে গাছ উপহার দেওয়া হল। এই কাজগুলো ফলের গাছ। একটা মালটার কাজ হয়েছে। একটা আমের গাছ এবং একটা লিচুর গাছ সে সাথে একটা আদা ফল এবং আমলকির গাছ রয়েছে সাথে একটি কদবেলের গাছও আমাদের উপহার দিয়েছে। গাছ গুলো নিয়ে আমরা আবারও অটো রিক্সার মাধ্যমে আমাদের বাড়িতে চলে আসলাম। এই ছিল আজকে আমার সারা দিন। সকলে ভালো সুস্থ থাকবেন। সকলকে পুনরায় সালাম আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

আমার পোস্টটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
We support Nature , Agriculture & Gardening related posts. Welcome to our community links is here. and also here is our discord link

Support @pennsif and @pennsif.witness for the growth of this platform. Vote for @pennsif.witness here

Add a subheading(1).png

Thank you for upvote my post.

Loading...