আজকে খুব সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই আমার দাঁত ব্রাশ করি। তারপর হাত মুখ ধুয়ে নিই। তারপর কিছুক্ষণ হাটা চলা করি।তারপর সকালের খাবার খাই।
সকালে খাবার খেয়ে আমরা আমাদের মহল্লা থেকে ৮ জন মিলে একটা অটো রিক্সার মাধ্যমে জামালপুর শহরের হর্টিকালচার ভবনে চলে আসলাম। এখানে চারিদিকে খুব সুন্দর পরিবেশ বিরাজমান। নানান রকমের ফুল গাছ এখানে রয়েছে। ফুল গাছের কারণে পরিবেশ খুবই ভালো লাগলো। আমি আর আমার চাচাতো ভাই মোঃ শাহিনুর রহমান দুইজনে মিলে আমরা কিছু ছবি উঠালাম। এইসব ফুলের গাছ সাধারণত গ্রামের বাড়িতে খুবই কম পাওয়া যায়। তাই আমরা একটু উৎসাহিত হয়েই ছবিগুলো উঠালাম।
আমরা দুইজনে ঘুরে ঘুরে বেশ কিছু ছবি উঠানোর পর বেশ কিছু ফুল গাছের ছবি উঠালাম। যেসব ফুল গাছের সাথে আমরা পরিচিত নই। এসব ফুলের নামও জানিনা। ফুলগুলো খুবই সুন্দর ভাবে ফুটে রয়েছে। ফুলের গাছের কারণে এই ভুবনের সামনে সুন্দর পরিবেশ সজ্জিত রয়েছে।
সকাল ১০ টা থেকে আমাদের একটা রুমের ভিতরে বসার আয়োজন করা ছিল সেখানে নিয়ে বসতে দেওয়া হল। এখানে অন্যান্য গ্রাম থেকে আরো বেশ কিছু লোক এসেছে। সবাইকে প্রথমে একটা খাতা এবং কলম দেওয়া হল। যদি কোন প্রকার তথ্য কেউ লিখে রাখতে চাই সেজন্য প্রত্যেককে একটা করে খাতা ও কলম দেওয়া হলো। তারপর একজন কৃষি বিজ্ঞানী বা কৃষিবিদ এসে আমাদের ক্লাস নিতে শুরু করল। খুব ভালোভাবে আমাদের সাথে আচরণ করা হলো। প্রথমে আমাদের সকলের কি কি সমস্যা কোন ফল গাছের কি সমস্যা কোন ফসলের কি সমস্যা তা জিজ্ঞাসা করা হল। যার যার যে সমস্যা রয়েছে সে সমস্যাগুলো প্রথমে শুনে নিলেন। তারপরও সকল সমস্যার কারণ এবং এর প্রতিকার গুলো বলে দিলেন।
দুপুরের বিরতির সময় এর কিছু খাবার প্রদান করা হলো। আমরা খাবারগুলো খেয়ে ভবনের আশপাশে ঘুরাঘুরি করলাম। এখানে দেখতে পারলাম বস্তার মধ্যে আদা চাষ করিতেছে। সেটা ভালো করে দেখার জন্য চাষের জায়গায় গিয়ে আধার চাষ দেখলাম। আমরা দুজন মিলে বেশ কিছু ছবিও উঠালাম। তারপর পুনরায় বৈঠকখানায় চলে আসলো।
দুপুরের খাবার খেয়ে নেওয়ার পর আবারো যখন আমরা রুমের মধ্যে আছি তখন আমাদের সাথে আরো দুইজন কৃষি বিদ এসে আমাদের সাথে বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আলোচনা শুরু করলেন। সময় অনুযায়ী সবাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন। এইসব প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। অনেক অজানা জিনিস আমরা জেনে থাকি। যা কৃষককে চাষাবাদ করতে খুবই উপকার করে থাকে। এইসব প্রশিক্ষণের ব্যবস্থা করায় বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের দেশ যেহেতু শ্রী শ্রী প্রধান দেশ তাই এসব প্রশিক্ষণ ঘন ঘন আয়োজন করলে সর্বস্তরের কৃষক অনেক রকমের জ্ঞান অর্জন করতে পারবেন।
বিকেলের দিকে আমাদের ছয়টা করে গাছ উপহার দেওয়া হল। এই কাজগুলো ফলের গাছ। একটা মালটার কাজ হয়েছে। একটা আমের গাছ এবং একটা লিচুর গাছ সে সাথে একটা আদা ফল এবং আমলকির গাছ রয়েছে সাথে একটি কদবেলের গাছও আমাদের উপহার দিয়েছে। গাছ গুলো নিয়ে আমরা আবারও অটো রিক্সার মাধ্যমে আমাদের বাড়িতে চলে আসলাম। এই ছিল আজকে আমার সারা দিন। সকলে ভালো সুস্থ থাকবেন। সকলকে পুনরায় সালাম আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for upvote my post.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit