আজকে খুব সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই আমার দাঁত ব্রাশ করি। তারপর হাত মুখ ধুয়ে নিই। তারপর কিছুক্ষণ হাটা চলা করি।তারপর সকালের খাবার খাই।
আজকে বৃষ্টির আবহাওয়া থাকার কারণে আবাদে তেমন কোন কাজ নেই। তাই আবাদি জমিগুলো দেখতে বাড়ি থেকে বের হয়ে গেলাম। প্রথম মেমরিচের চারা গুলো দেখার জন্য মরিচের জমিতে চলে গেলাম। সেখানে গিয়ে আমার জমির পাশাপাশি অন্যজনের জমি দেখতে শুরু করলাম। আমার মরিচের চারা এবং অন্যজনের মরিচের চারা কেমন হয়েছে তা পার্থক্য বোঝার জন্যই অন্যজনের জন্য দেখতে যাওয়া। আমার সাথে যাকে দেখতে পারছেন তার নাম মোঃ জাকির হোসেন। সে আমার একজন ভালো বন্ধু। সে একজন সরল প্রকৃতির মানুষ। তার সাথে অনেক সময় অনেক রকমের আলোচনা করে থাকি। জমি দেখতে দেখতে তার জন্য দেখার জন্য তার সাথে তার জমিতে চলে আসলাম। এসে দেখে বিভিন্ন রকমের আলোচনা করলাম।
মরিচের জমিগুলো দেখে তারপর আমি আমার ধানের জমি খুলে দেখার জন্য ধানের জমিতে চলে আসলাম। আর কিছু দিনের মধ্যেই ধানগুলো ফলনে পরিণত হবে। সেজন্য ঘুরে ঘুরে ধানগুলো দেখতে থাকলাম। কোন প্রকার পোকার আক্রমণ হয়েছে কিনা সেগুলো খুব খেয়াল করে দেখতে হয়। বৃষ্টি হলে ধানের খুব সমস্যা হয়। সেচ দেওয়ার সমস্যা সমাধান হলেও নতুন নতুন পোকা তাদের মধ্যে হয়।
জমিগুলো দেখে তারপর আমি আমার বাড়ির দিকে রওনা শুরু করলাম। বাড়ির কাছাকাছি একটা গাছের নিচে বসে বেশ কিছুক্ষণ সময় বিশ্রাম নিলাম। আজকের আকাশ অনেকটাই মেঘলা। সাগরে ঘূর্ণিঝড় থাকার কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক। তাই যারা চাষাবাদ করে তাদের আজকে তেমন কোন কাজ নাই।
বাড়িতে এসে আমি আমার মালটার গাছ এবং আনারসের গাছ গুলো ঘুরে দেখতে শুরু করলাম। একটা মালটার গাছ এবং দুইটা আনারসের গাছ রোপন করেছিলাম। সেগুলো অনেকদিন যাবত পরিচর্যা করা হয় না। তাই বাড়িতে আজকে এই গাছে দুটি প্রতি মনোযোগ দিলাম। কিছুদিনের মধ্যেই গাছগুলোতে ফল আসার সম্ভাবনা রয়েছে। গাছের বয়স দেড় বছর পার হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই মনে হয় গাছে ফল আসবে।
বাড়িতে ফলের গাছগুলো দেখে তারপর আমি গোসল করলাম। গোসল করে দুপুরের খাবার খেয়ে বিছানাতে শুয়ে রইলাম। তারপর আমি আমার চাচাতো ভাইয়ের সাথে আমাদের বাজারে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংক শাখায় চলে আসলাম। এখানে আমার চাচাতো ভাই কিছু টাকা উত্তোলন করলো। তারপর ব্যাংক থেকে বের হয়ে বাজারে একটা চায়ের দোকানে বসে কিছু খাবার খেয়ে চা খেয়ে নিলাম।
আমাদের বাজারে কিছু এলাকা থেকে নতুন করে কাঁচা মরিচ উত্তোলন করে বাজারে নিয়ে এসেছে। আজকে মরিচের প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকার মধ্যে রয়েছে। আর মাত্র অল্প অল্প দিনের মধ্যে অনেক মরিচের কাছ থেকে মরিচের তুলন করা সম্ভব হবে। তখন মরিচের দর অনেক কমে যাবে। বাজারের বিভিন্ন রকমের দরকার গুলো শেষ করে বাড়ির দিকের রওনা করলাম। বাড়িতে এসে হাতমুখ ধুয়ে রাতের খাবার খেলাম। তারপর কিছুক্ষণ সময় আস্তে আস্তে হেঁটে নিলাম। রাত দশটার দিকে ঘুমাবার জন্য বিছানায় শুয়ে পড়লাম। এই ছিল আজকে আমার সারাদিন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। সকলকে আবারো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
Hi, Greetings, Good to see you Here:)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations on bringing a quality content. You have earned a positive vote from team 2, and it is delivered by @ashkhan.
Many Blessings...🙏🏻
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you team 2 upvote my post.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সারাদিনের কার্যক্রম আমার কাছে খুবই ভালো লেগেছে।ধানের ছবিগুলো আমাদের এখানেও রয়েছে। ধানের জমি গুলো দেখতে অনেক সুন্দর দেখায়। এখন বর্তমানে ধানের ফলন খুবই ভালো হচ্ছে। আপনার সারাদিনের কার্যক্রম আমাদের মাঝে শেয়ার করার জন্য আওনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্টটি পড়ার জন্য। আমি গ্ৰামে বসবাস করি তাই খুব সাধারণ কিছু করার চেষ্টা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit