Better life with steem.the diary game.25/05/2023.simple day.

in hive-170554 •  2 years ago 

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের দিনটি কিভাবে কাটল আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ।

GridArt_20230525_095042346.jpg
আজকেও খুব সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই আমার দাঁত ব্রাশ করি। তারপর হাত মুখ ধুয়ে নিই। তারপর কিছুক্ষণ হাটা চলা করি। তারপর সকালের খাবার খাই। আজকের তেমন কোন কাজ নেই তাই বাড়িতেই বসে ছিলাম। বাড়িতে বসে একটা গাছের নিচে গল্প করিতেছিলাম। হঠাৎ আমার চাচাতো বড় ভাই মোঃ দিদার ভাই উনি আমাকে বললেন চোখের ডাক্তার দেখাতে যাব আসো ডাক্তারের কাছে যাই। দুদিন আগেই তার চোখে ধানের বাড়ি লেগেছিল। ধানের আঘাত লাগার কারণে তার চোখ খুবই অসুস্থ হয়ে পড়েছে। তাই ডাক্তারের কাছে গেলাম।

20230524_090313.jpg
এইটা ইউনাইটেড গ্রুপের হাসপাতাল। ইউনাইটেড গ্রুপের মালিক হোসাইন মোহাম্মদ রাজা মিয়া। উনার আরো বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে। যেমন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ইউনাইটেড পাওয়ার প্লান্ট জামালপুর লিমিটেড। ইউনাইটেড ময়মনসিংহ লিমিটেড। ইউনাইটেড হাসপাতাল। ঢাকায় গুলশান বনানীতে উনার বেশ কিছু বাড়ি বা ফ্লাইট রয়েছে। ডেভলপার কোম্পানী রয়েছে উনার। হোসাইন মোহাম্মদ রাজা মিয়ার স্যারের বাড়ি আমাদের জামালপুর জেলায়। মেলান্দহ থানায় মালঞ্চ নামক গ্রামে ওনার বাড়ি। আমাদের পাশাপাশি এলাকা। একই থানায় বসবাস করি। হোসাইন মোহাম্মদ রাজা মিয়া স্যার ব্যক্তি হিসেবে খুবই ভালো। এলাকার মধ্যে খুবই সুনাম রয়েছে।

20230524_090211.jpg

20230524_090141.jpg
তারপর দুই ভাই মিলে হাসপাতালে চলে আসলাম। এখানে ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে। এখানে একটি হেলিপ্যাড রয়েছে। হোসাইন মোহাম্মদ রাজা মিয়া স্যার যখন বাড়িতে আসেন প্রায় সময় হেলিকপ্টারের মাধ্যমে আসেন। সেখানে কিছু নান্দনিক পরিবেশ তৈরি করেছেন। ঘুরে ঘুরে কিছুক্ষণ সেগুলো দেখলাম।

20230524_093125.jpg
দুপুর ২ঃ০০ টার দিকে বাড়িতে আসলাম। বাড়িতে এসে গোসল করলাম। তারপর দুপুরের খাবার খেলাম। তারপর কিছুক্ষণ বিশ্রাম নিলাম। তারপর বাড়ির সামনে খোলা মাঠে হাটাহাটি করলাম।

20230524_181504.jpg
হাটাহাটি করতে দেখতে পেলাম আমার এক টাকা ঘোড়ার গাড়ির মাধ্যমে ধানের বস্তা নিয়ে আসতেছে। তার নাম মোঃ জাহাঙ্গীর আলম। এই ঘোড়ার গাড়িটি তার নিজের। তার সংসারের সকল গাড়ির কাজ গাড়ির মাধ্যমে করে থাকে।

20230524_181701.jpg

20230524_181546.jpg
সেখানে হাটাহাটি করতে করতে দেখি এলাকার কিছু ছোট পোলাপান ফুটবল নিয়ে এসেছে ফুটবল খেলার জন্য। কিছুক্ষণ দাঁড়িয়ে ফুটবল খেলা দেখলাম। তাদের ফুটবল খেলা দেখে আমারও ফুটবল খেলার ইচ্ছা জাগলো। তারা বয়সে অনেক ছোট বলে তাদের সাথে ফুটবল খেললাম না।

20230522_180423.jpg

20230520_174247.jpg
ফুটবল খেলা দেখে বাড়িতে এসে বাজারে চলে গেলাম। বাজারে গিয়ে কাঁচা ব্যবহার করলাম এবং কিছু লেবু কিনে নিলাম। আমাদের বাজারে এখন প্রতিদিন ই গাছের চারা ওঠে। বিক্রয় করার জন্য এখানে নিয়ে আসে। কিছুক্ষণ বাজারে চলে আসলাম। বাড়িতে এসে হাতমুখ ধুয়ে নিলাম। রাত ৯ টার দিকে রাতের খাবার খেলাম। তারপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। ১০ঃ২০ এ ঘুমাতে চলে গেলাম।

আমার পোস্টটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

This post has been upvoted through Steemcurator09.


Team Newcomer- Curation Guidelines for May 2023
Curated by - @heriadi

Thank you for read My post and upvoteing.

Loading...

আপনার দিনের শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন , হসপিটাল টা অনেক সুন্দর

Thank you.