আজকে খুব সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই আমার দাঁত ব্রাশ করি। তারপর হাত মুখ ধুয়ে নিই। তারপর কিছুক্ষণ হাটা চলা করি।তারপর সকালের খাবার খাই।
সকালের খাবার খেয়ে আমি আমার ছবিটা কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে যাই।
আমি যখন বাড়ি থেকে বের হয়ে আমাদের জমিতে চলে যায় তখন সূর্য উঠেছে। সকালের পরিবেশ হওয়ায় সূর্য অনেক ঘোলাটে দেখা যাচ্ছে। আমরা যারা গ্রামে বসবাস করি অনেক জেলাতে এখন সকালের দিকে শীতের একটা পরিবেশ দেখতে পাই। মনে হয় শীতকাল খুব তাড়াতাড়ি চলে আসবে।
আমি আমাদের জমিতে গিয়ে প্রথমে মরিচের চারা গুলো ঘুরে ভাল করে দেখে নিলাম। এই বছর মরিচের চারা গুলোতে নানা রকমের বালা-মুসিবত ধরেছে। মরিচের চারা গুলো ধীরে ধীরে মরে যাচ্ছে। আবার অনেক চারা মাথাগুলো মোটা হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এ বছর মরিচের বীজগুলো খুবই ভেজাল বিষ বীজ বাজারজাত করা হয়েছে। যেই জাত আমরা চাষাবাদ করে থাকি পেকে জাত করার সময় অন্য জাত প্যাকেটের মধ্যে দিয়ে প্যাকেটগুলো করা হয়েছে। আমাদের এলাকার বেশিরভাগ লোক 1701 হাইব্রিড জাতের কালো মরিচ চাষাবাদ করে থাকে। মরিচের বীজগুলো আমাদের দেশে উৎপাদন করা হয় না। এগুলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি করা হয়। এই বৎসর মরিচের বীজগুলো খুবই পচা বীজ। ভালো বিচ নাহলে ভালো ফসল উৎপাদন করা বা আশা করা সম্ভব না। গত কয়েক বছরের তুলনায় এই বছর মরিচের চাষাবাদে অনেক খরচ বেড়ে গেছে। এই খরচ প্রত্যেকটা কৃষককে অনেক ভোগান্তির মধ্যে রাখবে।
আমি সারাদিন আমার সংসারের কাজ করে বিকেলের দিকে বাড়িতে আসি। বাড়িতে এসে গোসল করে নিলাম। তারপর খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যার দিকে আমি আমাদের বাজারে চলে আসলাম। বাজারে এসে আমাদের বাজারে কাঁচাবাজারের অংশে চলে আসলাম। আমাদের এলাকা জামালপুর শহরের খুব কাছে হওয়ায় শহরের অনেক লোক আমাদের বাজারে টাটকা শাকসবজি ক্রয় করার জন্য চলে আসে। সেই জন্য আমাদের বাজারে মোটামুটি ভালো শাক-সবজি উঠে। সেই শাকসবজি গুলো যার যার চাহিদা এবং পছন্দ অনুযায়ী ক্রয় করে নিয়ে যায়।
কাঁচা বাজার থেকে বের হয়ে আমি একটা কীটনাশকের দোকানে চলে আসি। এখানে এসে আমার প্রয়োজনীয় কিছু কীটনাশক ক্রয় করে নিলাম। মরিচের চালাতে চার থেকে পাঁচ দিন পর পর বিভিন্ন রকমের কীটনাশক ছিটিয়ে প্রয়োগ করতে হয়। চারাগুলো খুবই নরম প্রকৃতির হয়ে থাকে। খুবই মনোযোগ সহকারে চারাগুলো প্রত্যক্ষ করে এর চাহিদা অনুযায়ী বিভিন্ন রকমের কীটনাশক বিভিন্ন সময়ে প্রয়োগ করতে হয়। মরিচের চারা গুলো অনেকের মরে যাচ্ছে। তাই চিন্তা ভাবনা করে সকলেই বিভিন্ন রকমের বিষ নিয়ে যাচ্ছে। যাতে করে মরিচের চারা মরা থেকে রক্ষা পায়। তারপর রাত সাড়ে আটটার দিকে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে রাতের খাবার খেলাম। তারপর শুয়ে পড়লাম। এই ছিল আজকে আমার সারা দিন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। সকলকে আবারো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
Hi, Greetings, Good to see you Here:)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit