আজকে খুব সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই আমার দাঁত ব্রাশ করি। তারপর হাত মুখ ধুয়ে নিই। তারপর কিছুক্ষণ হাটা চলা করি।তারপর সকালের খাবার খাই।
আমি প্রথমেই বালতির মধ্যে বেশ কয়েক ধরনের বিষ একত্রে মিশিয়ে নিলাম। তারপর সেগুলোকে বিশ্বের মেশিনের মধ্যে পরিমাণ মতো ঢেলে পানি ভর্তি করে আমি আমার চারা গুলোর মধ্যে ছিটিয়ে দিতে শুরু করলাম। প্রত্যেকটা গাছে যেন সমানভাবে পড়ে সেজন্য ভালো করে ছিটিয়ে দিতে হয়।
আমি আমার সমস্ত চারা গুলোর মধ্যে সমানভাবে কীটনাশকগুলো মেশিনের মাধ্যমে ছিটিয়ে দিতে শুরু করলাম। একটা ট্যাঙ্কির মধ্যে ১৬ লিটার পানি ধারণক্ষমতা রয়েছে। ১৬ লিটার পানি ছিটিয়ে দিতে প্রায় ২০ থেকে ২৫ মিনিটের মতো সময় লেগে যায়। এভাবে বেশ কিছুক্ষণ সময় আমি বিষ ছিটিয়ে দেওয়ার কাজ করলাম।
বেশ ছিটানোর কাজের ফাঁকে আমি আমার বেশ কিছু মরিচের চারা গুলো দেখে নিলাম। অনেক চারাতে ফুল ধরেছে। আবার অল্প কিছু গাছে ছোট ছোট মরিচ হয়ে গেছে। আল্লাহর অশেষ রহমতে আর কিছুদিনের মধ্যেই মরিচ বিক্রি করার সময় হয়ে যাবে। বর্তমানে মরিচ চারা গুলোর মধ্যে দুইটা সমস্যা দেখা দিয়েছে। একটা হচ্ছে মরিচের গাছগুলো মারা যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে মরিচের কিছু গাছ মাথা ফুলে নষ্ট হয়ে যাচ্ছে। যে গাছ ফুলে নষ্ট হয়ে যায় সে গাছে কখনো ফলন হয় না। তাই সবাই খুব চিন্তিত রয়েছি। আল্লাহ তায়ালা যেন সকল কৃষকের সকল প্রকার চাষাবাদের উপর থেকে সমস্ত রকমের বালা মুসিবত দূর করে দেন। বিষ দেওয়ার কাজ শেষ করে আমি বাড়িতে এসে গোসল করলাম। তারপর খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে বাড়িতে অনেকক্ষণ সময় শুয়ে বিশ্রাম নিলাম।
বিকেল ৪:৩০ মিনিটের দিকে আমি আমাদের বাজারে চলে আসলাম। বাজারে এসে আমার প্রয়োজনীয় কিছু কাজ গুলো করলাম। প্রথমে কাঁচাবাজারে নিয়ে প্রয়োজনীয় কিছু কথা তরকারি ক্রয় করলাম।
কাঁচা তরকারির বাজার থেকে বের হয়ে আমি একটা কীটনাশকের দোকানে চলে আসলাম। এখানে আমাদের এলাকার আরো অনেকেই তাদের প্রয়োজনীয় কীটনাশকগুলো ক্রয় করিতেছিল। আমিও আমার প্রয়োজন মত কিছু কীটনাশক ক্রয় করলাম। মরিচের চারাতে চার থেকে পাঁচ দিন পর পর বিভিন্ন রকমের কীটনাশক ছিটিয়ে প্রয়োগ করতে হয়। চারাগুলো খুবই নরম প্রকৃতির হয়ে থাকে। খুবই মনোযোগ সহকারে চারাগুলো প্রত্যক্ষ করে এর চাহিদা অনুযায়ী বিভিন্ন রকমের কীটনাশক বিভিন্ন সময়ে প্রয়োগ করতে হয়। তারপর রাত সাড়ে আটটার দিকে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে রাতের খাবার খেলাম। তারপর শুয়ে পড়লাম। এই ছিল আজকে আমার সারা দিন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। সকলকে আবারো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
একদম আদর্শ একজন কৃষকের কার্যক্রম।
আমি আগেও অনেক দেখেছি আমাদের কৃষি জমিতে এভাবে কীটনাশক সহ বিভিন্ন কিছু দেওয়া হতো। বর্তমান এই বিষয়গুলোর সাথে আমি আর পরিচিত না, কিন্তু আমাদের মত গ্রামীণ মানুষদের জন্য এটা একটা আদর্শ ডাইরি গেম হিসেবে তুলনা করা যায়। অনেক ধন্যবাদ সুন্দর লেখা উপহার দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi, Greetings, Good to see you Here:)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit