প্রিয় বন্ধুরা আস্সালামু আলাইকুম।
আমি @aparajitoalamin
সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার লেখা শুরু করছি।
Made by Canva
সবার প্রথমে আমি @mostofajaman স্যারকে ধন্যবাদ দিতে চাই এতো সুন্দর একটি প্রতিযোগীতা আয়োজন করার জন্য।আজ আমি আপনাদের সাথে পরিবার নিয়ে আমার ব্যাক্তিগত জ্ঞান শেয়ার করছি।আশা করি সবার ভালো লাগবে।
What ideas or knowledge do you have about family?
পরিবার মানে হলো আত্বার বন্ধন। জন্মানোর পর একটি শিশু তার বাবা মা ভাইবোনের সাথে একাত্ব হয়ে যে পরিবেশে বড় তাই তার কাছে পরিবার। তবে দুই জন মানুষ যখন বিয়ে করে তখন একটি পরিবার গঠিত হয়। যখন তাদের সন্তান হয় তখন রক্তের সম্পর্কে সেই সন্তান সহ তাদের পরিবার হয়।আবার নিঃসন্তান দম্পতি যদি কোনো সন্তান দত্তক নেয় তবে সেই সন্তানও তাদের পরিবারের সদস্য হয়ে যায়। মোটকথা সামাজিক ও রক্তের সম্পর্কের মানুষগুলো যখন একসাথে একই সাথে বাস করে তখন তাদের সবাই মিলে একটি পরিবার হয়।
পরিবার আমরা দুই ধরনের দেখতে পাই। একান্নবর্তী পরিবার যেখানে রক্তের ও সামাজিক সম্পর্কের অনেকগুলো মানুষ বিভিন্ন সম্পর্কের সাথে একসাথে বাস করে সেটা দাদা-দাদী, খালা,ফুপু,কাজিন,চাচা-চাচী, নানা-নানী হতে পারে। আবার একক পরিবার যেখানে স্বামী স্ত্রী ও কেবল তাদের সন্তানেরা একসাথে বাস করে এই ধরনের পরিবার গঠন করে।পরিবারের সদস্যরা একে অন্যের উপর নির্ভরশীল।
পরিবারের সদস্যরা একজন অপরকে সামাজিক মানসিক ও আবেগীয় বিষয়গুলো সহ বিভিন্ন ভাবে সহযোগীতা করে। এছাড়া একজন মানুষের পরিচয়, মূল্যবোধ,ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক জ্ঞান,শিক্ষা সবই শুরুহয় তার পরিবার থেকে। একজন মানুষ তার জীবনে চলার পথে অনেক প্রতিকূলতার সম্মুখীন হয় তখন সেই বিপদে সে সবার প্রথমে তার পরিবারের সদস্যদের পাশে পায়। কারো মৃত্যু, বিবাহ বিচ্ছেদ,শারিরিক অসুস্থতা,মানসিক সমস্যা, আর্থিক দুরবস্থা, বেকারত্ব,কারো দ্বারা নির্যাতিত হলে একজন মানুষ তার দুঃখ কষ্টের কথা গুলো সবার আগে তার পরিবারের সদস্যদের বলতে পারে এবং দেখা যায় সংঘবদ্ধভাবে পরিবারের সদস্যরা তার সহযোগীতায় এগিয়ে আসে।
পরিবার একটি ভরশার জায়গা, একটি আত্ববিশ্বাসের নাম, পরিবারের মর্যাদা রক্ষার জন্যে অনেক মানুষ অনেক পরিশ্রমের কাজ করে আত্বউন্নয়নের পথে এগিয়ে যায়। একটি শিশু বড় হয়ে কেমন মানুষ হবে তা তার পরিবার,পরিবেশ ও পারিবারিক শিক্ষার উপর নির্ভর করে। মানুষ গড়ার আতুড়ঘর হচ্ছে পরিবার। সমাজের সর্ব ক্ষুদ্র ও সবচেয়ে শক্তিশালী একক হচ্ছে পরিবার। একটি শিশু যখন জন্মায় তখন তাকে একতাল কাদামাটির সাথে তুলনা করা যায়। দিন যতো গড়ায় তার পরিবার তাকে টিপে টিপে পুতুল গড়ার মতন যে আকার দেয় তার ভিত্তি সেরকমই গড়ে ওঠে।
আবার পরিবারের সঙ্গা দেয়ার সময় একটা বিষয় আমার কাছে খুবই গুরুত্বপূর্ন বলে মনে হয়। বৈবাহিক বা রক্তের সম্পর্ক বাদেও অনেকের সাথে পারিবারিক সম্পর্কের মতন শক্ত , সুন্দর ও নির্ভর যোগ্য সম্পর্ক গড়ে ওঠে। যেমন অনেক গুলো মানুষ যখন একই উদ্দ্যেশ্যে একসাথে থেকে একটা কাজ করে সেটাও একধরনের পরিবার। যেমন স্টিম ফর বাংলাদেশ কমিউনিটি আমার কাছে একটি পরিবার। এর কারন আমার যাবতীয় কাজ, কাজের মান উন্নয়ন,ব্যাক্তিগত সমস্যা,মানসিক উন্নয়ন,আর্থিক সুবিধার সন্ধান,জ্ঞান অর্জনের মাধ্যম,ভুল ভ্রান্তি সহজ ও সুন্দর ভাষায় সামলে নেয়া ও একজনের বিপদে সবাই মিলে ঝাপিয়ে পড়া আমি এখান থেকে পেয়েছি।
আমার বাস্তব জীবনের পরিবারের সদস্যদের চেয়ে এখানে আমার সময় বেশি দেয়া হয় এবং আমি সবসময় এই সময়টা উপভোগ করি। আবার গোটা স্টিমিট প্লাটফর্মটাই একটা পরিবার, নানা দেশের নানা ধর্মের বর্নের বয়সের মানুষেরা একে অন্যের সাথে নিজেদের চিন্তা কাজ জীবন অনুভূতি গুলো শেয়ার করে সম্পর্ক তৈরি করে ঐক্যবদ্ধভাবে ভার্চুয়ালী সহযোগীতাপূর্ন পরিবেশে একসাথে বাস করে। এটাও একটা পরিবার আমার কাছে।
Do you live with all your family members?
আমি আসলে আমার পরিবারের সকল সদস্যদের সাথে একসাথে থাকতে চেয়েও থাকতে পারিনা। আমার পরিবার শুরু আমার বাবা-মা ও তিনবোনকে নিয়ে। আমার বোনেরা বিয়ে করে নিজ নিজ আলাদা পরিবারে বাস করে, আমি যখন চাকরি করতাম তখন আমার চাকুরির কারনে বাংলাদেশের বিভিন্ন জেলায় নিজের অনেকটা সময় পরিবারের থেকে দুরে কাটিয়েছি।বিয়ে করেছি অনেক দুরের জেলায়।
যার কারনে চাকুরীরত অবস্থায় আমার মূলপরিবারের সাথে থাকার সময়টা কম ছিলো।এখন আমি আমার স্ত্রী কে নিয়ে একটি একক পরিবারে থাকলেও অনেকটা সময় আমি আমার মূল পরিবারের সাথে থাকতে পারি।আসলে চাকুরী ছেড়ে দেবার পর নানা রকম দাসত্ব থেকে আমি মুক্তি পেয়েছি।আমার জীবনের অমূল্য সময়গুলো আমার পরিবারের সাথে একসাথে উপভোগ করতে পারছি ও তাদের সাথে এক সাথে বাস করতে পারছি।
How many people and who are you living in the family? Tell us through pictures. (Own images )
আমার পরিবারে আমার বাবা মা তিন বোন ( বিবাহীত) এবং আমার স্ত্রী রয়েছে। ধর্মীয় বিধীর কারনে আমার স্ত্রী বাদে আমার পরিবারের ছবি আপনাদের সাথে সেয়ার করছি।
Photo Taken by -@aparajitoalamin
What is most important to you in family 👪?
আমার পরিবারের সবচেয়ে গুরুপূর্ন বিষয় হলো আমার পারিবারের পারিবারিক বন্ধন। আবেগ ভালোবাসা ও রক্তের যে সম্পর্ক তা আমার পরিবারের স্থিতিস্থাপক বা ভিত্তি। আমরা নিজেরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল, সহানূভূতিশীল ও আবেগপ্রবন।
আমার জীবনে যা কিছু পাওয়া সবইতো আমার পরিবারের কাছ থেকে পাওয়া, আমার ছেলেবেলা,ভাতের হাড়ি,মসলার গন্ধভরা মায়ের শাড়ির আচঁল,বোনদের আদর,তাদের বেণী ধরে টান দিয়ে একছুট,পাড়ার ছেলেদের হাতে ঠ্যাঙানী খেয়ে মায়ের কাছে নালিশ, বোনেরা তাদের সহপাঠীদের সহ সেই ছেলেদের ধাওয়া, আমার প্রথম বই,আমার ইস্কুল,আমার প্রথম পড়া,প্রথম পরীক্ষায় ফেল, প্রথম ঈদের সেলামী,প্রথম ঈদের জামা খেলনা, প্রথম দাদুবাড়ি বেড়ানো সবই তো আমার পরিবার থেকে পাওয়া। আজ আমি যা তার পুরো মানচিত্রটাই আমার পরিবার,আমার ডি এন এ তে আমি আমার পরিবারকে ধারন করি। আমার পরিবারের ভালোবাসা, টক মিস্টি ঝগড়া, একসাথে হয়ে উল্লাসে চেচামেচি করা পুরোটাই আমার কাছে গুরুত্বপূর্ন।
আমার ভালো লাগে। পরিবার নিয়ে রচনা, ভাবসম্প্রসারনের অভাব নেই,আমি যা টুকু বললাম তা আমার নিজস্ব। আমার কাছে তাই পারিবারিক বন্ধনটাই গুরুত্বপূর্ন।আর আমার পরিবারের বন্ধন তা অদৃশ্য বন্ধন হলেও এর চেয়ে শক্তিশালী বন্ধন আমি আর কিছুতেই অনুভব করিনি।করা মনে হয় সম্ভব ও না।
আমি আমন্ত্রন জানাচ্ছি @promah & @shahinurjahan & @taskinnahar12 কে অংশগ্রহন করার জন্য।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এখানে ক্লিক করুন
--- @aparajitoalamin
মাঝে মাঝে রাগ করে বলি ছেলেদের আর তাদের বাবাকে যে আমি আমার মায়ের কাছে চলে যাবো, তোরা আমাকে অনেক বিরক্ত করিস। কিন্তু মনে মনে আমি ঠিকি জানি যে এই পরিবার আমার জীবন এদের ছাড়া একদিও কোথাও গিয়ে থাকা সম্ভব না। ধন্যবাদ ভাই পরিবার নিয়ে আপনার সুন্দর বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিকই বলেছেন বোন।আপনাকেও ধন্যবাদ কষ্ট করে আমার লেখা পড়ার জন্যে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই, পরিবার নিয়ে লেখাটি অনেক সুন্দর হয়েছে। পরিবার সম্পর্কে অনেক কিছু তুলে ধরেছেন। আপনার লেখাটা পড়ে মনে হয়েছে আপনি আমার চেয়ে অনেক ভালো লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks for your valuable comments
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hello my dear friend
Family is a place of trust, a name of self-belief, many people work hard to protect the dignity of the family and move forward on the path of self-development. How a child grows up depends on his family, environment and family education.
I wish you best of luck
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit