আসলে স্টিমিটে অনেকগুলো প্রতিযোগীতায় আমি অংশ গ্রহন করেছি। তবুও নিজেকে নিয়ে কথাবলার মতন এতো সুন্দর প্রতিযোগীতা আমি আর পাইনি। আমার দেখা সবচেয়ে সুন্দর বিষয়ের প্রতিযোগীতায় আমার লেখা শুরু করছি।
What will be the name of the novel written about your life and why did you choice this name?
unsplash
মানৃুষের জীবন এক গভীর জটিল রহস্যে ভরা একটা গল্প। সেখানে জন্ম মৃত্যু, হাসি কান্না, উন্নতি- পতন, প্রেম ধোকা,ভালোবাসা - ঘৃনা, আনন্দ- হতাশা সবকিছুর মেলানো একটা জটিল ধাধা ও তার সমাধানের গল্প। উপন্যাসগুলো অনেক সময় বাস্তবজীবনের গল্প নিয়েই লেখা হয়। আমার জীবন নিয়ে যদি একটা উপন্যাস লিখি তার নাম আমি দিবো "অপরাজিতের সফরনামা"।
এই নামটা দেয়ার কারন হলো আমার দীর্ঘ ৩৫ বছরের জীবনে আমি অর্ধেরকটাই ভ্রমন করে কাটিয়েছি। জীবনে নিম্নবিত্ত পরিবারে জন্মানোর ফলাফল অর্থ কষ্ট। আর তার থেকেই জীবিকার সন্ধানে অল্প বয়সেই ঘরছাড়া পাখি আমি। শুরুটা করেছিলাম কুমিল্লা থেকে একটা ছোট্ট চাকুরির মাধ্যমে। প্রতিদিন ১৫-২০ কিলোমিটার হেটে হেটে দোকানে দোকানে অর্ডার সংগ্রহের কাজ। তারপর তার সাথে পড়াশুনা চালিয়ে যাওয়া।
জীবনে আর পিছনে ফিরে তাকানোর সময় হয়নি। জীবনের দৌড় প্রতিযোগীতায় কেবল দৌড়ে গিয়েছি। দেখেছি ছোট থেকে বড় অনেক দর্শনীয় স্থান। সকালে একজেলা থেকে কাজ করতে করতে রাতে আরেক জেলাতে। আমার এই জীবনদর্শন ও ভ্রমন নিয়েই আমার জীবনটা সাজানো। স্বাভাবিক জীবন যাপন হয়তো ছিলোনা কিন্তু সুখ দুঃখ কষ্ট আনন্দ সবই ছিলো। তাই আমার জীবনের গল্পের নাম - অপরাজিতের সফরনামা। জীবনে হার না মেনে ছুটে চলার গল্প।
Which part of the novel do you think everyone will like and which part will be bad for everyone?
unsplash
আমার জীবনের গল্পের যে দিকটি সবারই ভালো লাগার কথা সেটা হলো ভ্রমনের বর্ননা। প্রতিটা জায়গার সূক্ষথেকে সূক্ষ বিবরন আমার মনে আছে এবং তা আমি লিপিবদ্ধ করবো। প্রকৃতির সাথে মিশে যাওয়া ও প্রকৃতির বর্ননা সবারই ভালো লাগবে বলেই আমার ধারনা। আর অফিসের প্রেশার, নিরলস ছুটে চলা, প্রতিনিয়ত চ্যালেঞ্জের মোকাবেলা করার সাহসের গল্প জীবনে কোনো কিছুর কাছে মাথা নত না করার মানসিকতাইতো মানুষকে অপরাজিত করে গড়ে তোলে। আমার ধারনা এটাই সবচেয়ে ভালো লাগার কথা। আর খারাপ লাগতে পারে অনেক কিছুই।
অনেকটা সময় কেমন অন্যকে সহযোগীতা করার ইচ্ছা থাকা ও সুযোগ থাকা সত্বেও তা এড়িয়ে যেতে বাধ্য হওয়া। পরিবার পরিজনহীন ভাবে জীবনের বেশিরভাগ সময় পার করা এমনকি ঈদের দিনগুলোতেও পরিবার থেকে দুরে থাকতে বাধ্য হওয়ার মর্মান্তিক অনুভূতির বর্ননা পাঠককে দুঃখিত করতে পারে তার মন খারাপ লাগতে পারে। হতাশার উর্ধে কেউ নয়। তা গল্পের মাধ্যমে পাঠককেও ছুয়ে যেতে পারে। তবে বাকি অংশটুকু তাকে অনুপ্রানিতও করতে পারে বলে আমি বিশ্বাস করি।
How do you think the novel will end? And what do you think others can learn from this novel?
unsplash
আমার গল্প আসলে আমার সাথেই শেষ হবার কথা। আমার স্বপ্ন আমি একজন মিলিওনিয়ার হবো এবং দেশ বিদেশে আরো ঘুরে বেড়াবো এবং স্টিমিট প্লাটফর্মে একটা ভালো অবস্থান তৈরি করবো যাকে অনেক মানুষ আদর্শ হিসেবে মানবে। বাংলাদেশের একজন আদর্শ ও গর্বিত স্টিমিটিয়ান হবো। এবং শেষ জীবনে শেষ সময়টুকু পর্যন্ত কাজ করে যাবো সময়ের কাছে হার না মেনে। এভাবেই আমার গল্পটা শেষ হবে।
আর পাঠক এক হার নামা মানসিকতার সাথে পরিচিত হয়ে লড়াকু মানসিকতা কিভাবে অর্জন করতে হয় ও তা কাজে লাগিয়ে ধরে রেখে কিভাবে সফল হতে হয় তা শিখবে। স্টিমিটের গুরুত্ব ও বাংলাদেশীরাও ভালোকিছু করতে পারে তার বিশ্ববাসীকে জানাতে পারে সেই মনোবল পাঠক লাভ করবে বলেই আমি বিশ্বাস করি।
আমার লেখাটি পড়ার জন্যে আপনাকে ধন্যবাদ! |
--- @aparajitoalamin
সত্যি দারুন লিখেছেন ভাই খুবই ভালো লাগলো আপনার লেখাগুলো পড়ে। এভাবে এগিয়ে যান আমরা সব সময় আছি আপনার সাথে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কথাগুলো আমাকে এতোবেশী অণুপ্রানীত করেছে।তা আমি ভাষায় প্রকাশ করতে পারছিনা।ধন্যবাদ আপনাকে।অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবনে যে স্ট্রাগল করে বড় হয়েছে শুধু সেই জানে জীবনের সঠিক অর্থ। আমি মনে করি আপনি ভাগ্যবান আপনার জীবনে এমন অনেক অভিজ্ঞতা আছে যা অন্যরা কল্পনাও করতে পারেনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for your valuable comment.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার উপন্যাসের নামটি সত্যিই অনেক সুন্দর, তার সাথে ভালো লাগলো আপনার জীবনের বাস্তবতা শুনে। আপনার জীবন সুন্দর এবং সার্থক হোক। ধন্যবাদ সুন্দর পোস্ট লিখার জন্য...
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখার নিয়মিত পাঠক আমি. ভালো লাগে আপনার লেখা পড়তে. জীবন আসলে ঘুড়ির মত, কখন যে কোথায় টান লেগে ছিঁড়ে যাবে কেউ জানেনা. সময় থাকতেই আমাদের সবার উচিৎ সাবধান হওয়া.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি অবশ্যই। ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্যে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখাটি পড়ে আমার অত্যন্ত ভালো লেগেছে। আপনার যৌবনকালটা কাজের উপর দিয়ে চালিয়ে দিচ্ছেন, একদিকে লেখাপড়া অন্যদিকে পরিবার চালানো এবং নিজের দক্ষকে কাজে লাগানো সব মিলিয়ে একটি পরিবারে কর্তা হিসেবে বলা যায় আপনাকে। আর আপনি কাজের মাজ দিয়ে আপনার সময় গুলো কাটিয়েছেন। একদিকে কাজ অন্যদিকে নিজেকে ভ্রমণ বিলাসিতা করে ঘুরে বেড়িয়েছেন সব মিলিয়ে অনেক ভালো করছেন আপনি। আর আপনার গল্পের নামটা অনেক সুন্দর হয়েছে আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আমার লেখাটি পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্যে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসসালামু আলাইকুম, ভাই আপনার লাইফের লেখা সুন্দর হয়েছে। আমার বাড়ি কুমিল্লা। আপনি আমার জেলায় জব করেছেন। Steemit এর মাধ্যমে আপনি কুমিল্লা জব করা অবস্থায় পরিচয় হলে ভালো হত।আপনার সাথে দেখা হয়ে যেত। আপনার পোষ্টের জন্য শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you, brother. That's my bad luck. I am not in Comilla now.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখা অনেক ভালো লাগল।মানুষের জীবন এমনই।এই সফর শেষ হবার নয়।জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সফর চলতেই থাকবে।আর এটা শুধু আপনার একার গল্প না,প্রায় সবার জীবনই এমন।সবাই সবকিছু তৈরী করা পায় না।কস্ট করে নিজেরটা নিজের গড়ে নিতে হয়।শুভকামনা নিরন্তর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://twitter.com/alaminaparajit/status/1656594046880739328?s=20
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি জীবনে অনেক স্ট্রাগল করেছেন
সফলতা আপনার আসবেই
আল্লাহ আপনার স্বপ্ন গুলো পূরণ করে দিক
শুভ কামনা আপনার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর লিখেছেন।আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো আমাকে। শুভকামনা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit