আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। আমি ইমন আজকের দিনটি কিভাবে কাটল তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।
আমি প্রতিদিন রুটিন অনুযায়ী কাজ করি ------
আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি সকালে ঘুম থেকে ওঠি দাত ব্রাশ করি | সকালে কিছু সময় হাঁটাহাঁটি করি এবং মাঠে বিয়াম করি | তারপর আমি বাড়ি ফিরে আসি | সকালের নাস্তা করে একটু পড়াশোনা করি | পড়াশোনা শেষ করে আমি বাইরে বন্ধুের সাথে আড্ডা দিই |
আবার ১১ টার সময় আমি এবং আমার বন্ধুরা সবাই কোচিং-এ যায় | কিছু দিন পর আমাদের এস এসসি পরীক্ষা আমাদের জন্য সবাই দোয়া করবেন | আমি যেন ভালোভাবে পরীক্ষা দিয়ে বাবা-মাকে একটা ভালো রেজাল্ট উপহার দিতে পারি | আজকে আমাদের কোচিং-এ পরীক্ষা ছিল | তো ভালোভাবে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে আসলাম | তো বাড়ি আসার পর আমি গোসল করি | দুপুরের খাবার খেয়ে একটু ঘুমিয়ে পড়ি |
তো প্রতিদিনের মতো আজকেও আমি ৪ টার সময় সরিষা খেতে ঘুরতে আসলাম | সরিষা ফুল গুলো দেখতে অনেক সুন্দর তাই আমি প্রতিদিন এখানে আসি বড় ভাই বন্ধুদের সাথে আড্ডা দেই | যেহেতু কিছু দিন পর আমাদের এস এসসি পরীক্ষা তাই আমরা বেশি সময় আড্ডা দিবো না | তো কিছু সময় আড্ডা দিয়ে আমরা চলে গেলাম আসরের নামাজ পড়ার জন্য | নামাজ হলো বেহেশতের চাবিকাঠি | আমরা চেষ্টা করব কাজ করার পাশাপাশি নামাজ পড়ার জন্য |
তো নামাজ পড়ে আসার পর আমরা চলে আসলাম স্কুল মাঠে | তো স্কুল মাঠে আসার পর বন্ধুদের সাথে ভলিবল খেলা দেখলাম | ভলিবল খেলা দেখতে অনেক ভালো লাগে | মাঝে মাঝে আমি ভলিবল খেলি আমাদের আজকে অন্য এলাকার সাথে টিম খেলার কথা ছিল | তো আমাদের এলাকার বড় ভাইয়েরা অনেক সুন্দর খেলা পারফরমেন্স করে | তো ভলিবল খেলা শেষ করে সন্ধ্যার আমি আবার বাড়ি ফিরে আসি
বাড়ি আসার পর আমি পড়তে বসলাম | তো আমি প্রায় ২-৩ ঘন্টার মতো পড়াশোনা করলাম | পড়াশোনা শেষ করে আমি কিছুসময় মোবাইল ফোন চলায় পোষ্ট করার জন্য
তারপর পড়াশোনা শেষ করে আমি রাতের বেলা বাড়ির বাইরে ব্যাডমিন্টন খেলা দেখতে আসলাম | আজকে রাতে কিন্তু অনেক শীত এবং অনেক কুয়াশাও পড়েছে যার কারণে ভালোভাবে কিছু দেখা যাচ্ছে না | কিন্তু শীতের দিনে ব্যাডমিন্টন খেলার মজাটাই অন্যরকম | ব্যাডমিন্টন খেলা আমারও অনেক ভালো লাগে | আমিও মাঝে মাঝে ব্যাডমিন্টন খেলি | কিন্তু পরীক্ষার কারণে বেশি একটা খেলা হয়না | তো খেলা দেখা শেষ আমি আবার বাড়ি আসি | খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি | তো বন্ধুরা এভাবে আমি প্রতিনিয়ত জীবন যাপন করছি
Alhamdulillah I and my family are living happily and peacefully
Love You Steemit Friends ❤️
Hello Arifa.
The photo with the sun on the horizon, overlooking over flower field is very good.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi, Greetings, Good to see you Here:)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit