Squid Game - Season-01 ওয়েবসিরিজ রিভিউ

in hive-170554 •  last year 

আসসালামু আলাইকুম সবাইকে..কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমি আজকে Steem For Bangladesh এ একটা কোরিয়ান ওয়েবসিরিজ নিয়ে রিভিউ করতে যাচ্ছি। ' Squid Game' ওয়েবসিরিজটি ১৭ ই সেপ্টেম্বর,২০২১ সালে রিলিজ হয়।

মূলকাহিনি

image.pngsource

০৯ পর্বের কাহিনি নিয়ে তৈরি 'squid game ' এর প্রথম সিজনটি এ যাবতকালে ' Netflix ' এর ইতিহাসে সবচেয়ে সফল কোরিয়ান ওয়েবসিরিজ। ঋণের দায়ে জর্জরিত ৪৫৬ জন মানুষ। যাদের ঋণ পরিশোধ করার কোনো উপায় নেই। এমন অবস্থায় তাদের নিকট কিছু গেইম খেলার প্রস্তাব আসে৷ মোট ০৬ টি গেইম পরপর জিততে পারলে তারা জিতবে মোট ৪৫.৬ কোটি কোরিয়ান ওন/ ০৩ কোটি ৮৬ লাখ ডলার। কোনো গেইমে হারলেই মৃত্যু অবধারিত।

১ম গেইম: Red Light, Green Light

image.pngsource

এখানে মূলত সবাইকে একটা স্থানে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে একটি পুতুলের নির্দেশে নির্দিষ্ট সময়ের মধ্যে একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করতে হয়৷ যারা এটি করতে ব্যর্থ হয় তাদের জন্য মৃত্যু অবধারিত। সূচনালগ্নের এই গেইম সবার মধ্যে আতঙ্কের সৃষ্টি করে।

২য় গেইম: Honeycomb

image.pngsource

এই গেইমে নিজের মেধা খাটিয়ে নিজেকে বৃত্ত / ছাতা/ত্রিভূজ নির্ধারণ করে সেই আকৃতি টা সেখান থেকে বের করে নিয়ে আসতে হয়। অনেকেই এই গেইমে মৃত্যুবরণ করে।

৩য় গেইম: Tug Of War

image.pngsource

সিস্টেম এখানে তোমাকে বাধ্য করবে নিজের দলে কাকে বেশি দরকার আর কাকে কোন দরকার নেই এটি নির্বাচন করত। এই গেমে শক্তির পাশাপাশি যে বুদ্ধি, বিচক্ষণতা, অভিজ্ঞতারও প্রয়োজন এটি ফুটে উঠেছে।

৪র্থ গেইম: Marbels Game

image.pngsource

এখানে সিস্টেম সবাইকে নিজের মতো করে একজন পার্টনার সিলেক্ট করতে বলে..পরবর্তীতে নিজেদের পার্টনারের বিপক্ষে খেলার কথা বলা হয়। এই গেইমে নিজেদের প্রিয় ভাই/ বন্ধু নিজেদের বিশ্বাসের পক্ষে-বিপক্ষে অবস্থান নেয়। অন্ধবিশ্বাসের পরিণতি ও আমরা এই গেইমে দেখতে পাই।

৫ম গেইম: The Glass Game

image.pngsource

এই গেইমে খেলোয়াড়দের কাঁচের তৈরি নির্দিষ্ট কিছু বক্সের উপর দিয়ে হেঁটে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হয়৷ কোনো কোনো বক্সে বাঙ্ক থাকে..যে খেলোয়াড় ওই বক্সগুলোতে পা রাখে সে গেইম থেকে আউট হয়ে যায় এবং সাথে-সাথেই মৃত্যুবরণ করে।

দ্যা আল্টিমেট গেইম: Squid Game

image.pngsource

৫ম গেইম শেষে মাত্র ০৩ জন বেঁচে থাকে..এর মধ্যে রাতে ঘুমানোর সময় কাং-স্যা-ব্যেয়ক কে ইয়াং-হু ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। ফলে শেষ গেইমের জন্য মাত্র ০২ জন বেঁচে থাকে। গি-হান ও ইয়াং-হু। এই দুজনকে নিয়েই ১ম সিজনের লাস্ট গেইম ' squid game' অনুষ্ঠিত হয়।এই গেইমে গি-হান ও ইয়াং-হুর মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়..পরবর্তীতে এই গেইমের একেবারে শেষ পর্যায়ে ইয়াং-হু নিজের হাতে থাকা ছুরি নিজের গলায় চালিয়ে আত্মহত্যা করলে গি-হান ফাইনাল এবং সর্বশেষ রাউন্ডে জয়ী হয় এবং ৪৫.৬ বিলিয়ন উওন লাভ করে।

**Squid Game এর শিক্ষা **
Oh Yeong Su
image.pngsource

জীবনে যত ধনী ই হওনা কেনো..একসময় অর্থকে নিরর্থক মনে হবে..অতীত স্মৃতিগুলোই আনন্দের জন্য হাতছানি দিবে।

Abdul Ali

image.pngsource

পৃথিবীর সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার শিকার কাছের মানুষগুলোর কাছেই হতে হয়।

Seong-Gi Hun

image.pngsource

মানুষের উপকার করো,তবে কখনোই তা নিজের জীবন দিয়ে নয়।

Sea-Beyok

image.pngsource

বিশ্বাস খুব দামি জিনিস। তাই কখনোই কাউকে বিশ্বাস করা উচিত নয়।

Cho-Sang-Woo

image.pngsource

সবসময় স্বার্থপর হও!

Jang-Deok Su

image.pngsource

প্রয়োজনে মানুষই ব্যবহার করো,প্রয়োজন শেষ ছুড়ে মারো

Han-Me Nyeo

image.pngsource

তুমি যেমন,তোমার ভাগ্যে তেমনই জুটবে

Ji-Yeong

image.pngsource

জীবনে কঠিন পরিস্থিতির মধ্যে চলতে চলতে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হয় যখন বেঁচে থাকাও নিরর্থক মনে হয়

Joon- Ho

image.pngsource

কখনো অন্যায়ের সাথে সমঝোতা করা উচিত না। সেটা যদি নিজের প্রিয়জনের বিপক্ষেও হয় তবুও না।

The Front Man

image.pngsource

দেয়ালে পিঠ ঠেকে গেলে কিছুই করার থাকেনা।

ব্যক্তিগত মতামত
ব্যক্তিগতভাবে স্কুইড গেইম ওয়েব সিরিজটি আমার খুবই পছন্দের। এর প্রত্যেকটি চরিত্র থেকে কিছু না কিছু শেখার আছে। এই গেমে আমরা দেখতে পারি যে টাকাই জীবনের সবকিছু নয়, আবার টাকা ছাড়াও যে মানুষ খুব ভালোভাবে লাইফ লিড করতে পারে এমনটাও না। মানুষের জীবনে উত্থান পতন থাকবেই তাই বলে টাকার জন্য নিজের জীবনকে বিসর্জন দিতে হবে এমন কোন সিদ্ধান্ত আমাদের নেওয়া উচিত নয়। মানুষকে যেমন পুরোপুরি অন্ধবিশ্বাস করা উচিত নয় এটাও যেমন সত্য,মানুষকে পুরোপুরি অবিশ্বাস করাও উচিত নয়।

My Achievement 01 Link: https://steemit.com/hive-172186/@asif-arman/achievement-1-my-introduction-post-asif-arman

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Why did you copy and write?

Screenshot 2023-07-01 011301.jpg