ফারজানার নাস্তা রেসিপি
আসসালামুআলাইকুম,
রেসিপি নাম
শাহী সুজির হালুয়া ও লুচি
লুচি ও সুজি তৈরি করতে আমাদের যে উপাদান গুলো প্রয়োজন হবে ও এটি রান্নার পদ্ধতি আমি পর্যায় ক্রমে বর্ণনা করছি ।
লুচি
এটি তৈরী করতে আমাদের যে উপাদান গুলো ব্যবহার করবো তার একটি তালিকা আমি নিচে দিচ্ছি ।
মোট পরিমান
আমি এখানে ১০ পিচ এর মতো লুচি বানানোর উপাদান বর্ণনা করবো আপনারা উপাদান কম বা বেশি করে পরিমানে কম বা বেশি করতে পারবেন।
উপাদান তালিকা
উপকরণ নাম | পরিমান |
---|---|
ময়দা | (২৫০ মিলি কাপ )এর ১+১\২ কাপ |
সয়াবিন তেল | ৫০০ মিলি |
লবন | স্বাদ মতো |
ঘী | ৫টেবিল চামচ |
পানি | পরিমান মতো |
রান্নার প্রণালী
একটি পাত্রতে ১+১/২ কাপ ময়দা নিয়ে তাতে পরিমাণ মতো লবন ও ৫ চামচ পরিমান ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিন |পরিমান মতো পানি দিয়ে একটি সফ্ট/নরম ডো /খামির বানাতে হবে খামির বানানো শেষে এটি ৩০ মিনিট রেস্ট এ রাখুন একটি এয়ার টাইট বাক্স বা ভেজা কাপড়ে ঢেকে রাখতে পারেন।
৩০মিনিট পর খামির/ডো থেকে সমান ভাগে ১০ পিস লুচি জন্য ভাগকরে নিতে পারেন এতে সবগুলোই একই সাইজের হবে আর তারপর এগুলো ছোট ছোট লুচির আকারে বেলে নিন বেলবার সময় অবশই তেল দিয়ে বেলতে হবে। এগুলো একটি ফ্রাই প্যানে গরম তেলে ভাজুন। আপনাদের গরম গরম লুচি রেডি।
শাহী সুজির হালুয়া
উপকরণ তালিকা :
উপকরণ নাম | পরিমান |
---|---|
সুজি | ১ কাপ |
দুধ | ২কাপ |
ঘি | ১/৪ কাপ |
চিনি | ১+১/২ কাপ |
লবন | স্বাদ মতো |
কাজু বাদাম | ২টেবিল চামচ |
কিসমিস | পরিমান মতো |
রান্না প্রনালী
একটি ফ্রাই প্যানে ১ কাপ সুজি মিডিয়াম তাপে ৫ মিনিট হালকা ব্রাউন করে ভেজেনিন। সুজি ঠান্ডা করে ২ কাপ দুধে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। প্যানে হালকা তাপে ১+১/২ কাপ চিনি ও ১/৪ কাপ ঘি দিয়ে জাল দিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনি না গলবে নাড়াচাড়া করতে হবে ব্রাউন হওয়া পর্যন্ত নাড়তে হবে এরপর ১/৪ কাপ পানি সাবধানে ঢালুন ও নাড়তে থাকতে হবে ভালো ভাবে চিনি না মিশে যাওয়া পর্যন্ত। এর পর দুধে মিশানো সুজি ঢেলে দেন নেড়েচেড়ে ভালোকরে মিশিয়ে মিডিয়াম আচে রান্না করি ১৫ মিনিট এই পর্যায় সুজি পানি টেনে শুকিয়ে আসবে ফ্রাই প্যান থেকে ছাড়িয়া আসবে এতে ২ টেবিল চামচ ঘি দিয়ে আরো ৫/৭ মিনিট নাড়তে হবে এই সময় সুজি একেবারে প্যান থেকে ছাড়িয়ে যাবে এখন কাজু কিসমিস দিয়া ভালো করে মিশিয়ে নামালে রেডি আমাদের শাহী সুজি হালুয়া।
আজকের নাস্তা রেসিপি কেমন লাগলো জানাবেন। আপনাদের ভালো লাগলে আবারো কোনো রান্নার রেসিপি আপনাদের কাছে শেয়ার করবো।
পরিশেষে আপনাদের সকলকে আবারো ধন্যবাদ জানিয়ে এই পর্যন্ত শেষ করসি, আপনাদের নিকট আবারো হাজির হবো নতুন কোনো বিষয় নিয়ে আমি @farjanasultana।
বাহ আপনার এই রেসিপিটা খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। লুচি অনেক খেয়েছি তবে শাহী সুজির হালুয়া এখনও খাইনি। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর রেসিপি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য এবং আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ @max-pro আপনাকে। আপনাদের ভালো লাগাই সামনে আরো কিছু উপস্থাপন অনুপ্রেরণা হবে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কমিউনিটিতে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। Steemit সম্পর্কিত যেকোন বিষয়ে জানার জন্য আমাদের discord সার্ভারে যুক্ত হন।
https://discord.gg/vWgjeJdq
ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে আমাকে discord এ যুক্ত হতে জানানোর জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit