আমার ডায়েরী গেম ।
রোজ:- রবিবার ০২- জুন - ২০২৩ ।
সকাল
সকাল বেলা আমি প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে এবং ফ্রেশ হয়ে । সকালে নাস্তা করার জন্য আমি রান্নার প্রয়োজনীয় জিনিস পত্র গুলো করে নিলাম ।
সকালে অনেক দিন থেকে খিচুড়ি খাওয়া হয়নি সেজন্য সকাল বেলা আমরা খিচুড়ি রান্না করলাম । খিচুড়ি রান্না করে সকালের খাওয়া শেষ করলাম ।
দুপুর
দুপুর বেলা দুপুরবেলা আবারো রান্না করতেও হয়েছিল আমাদের । দুপুরের ভাত রান্না করে এবং সবজি রান্না করে দুপুরের খাবার আয়োজন করলাম ।
দুপুরে রান্না শেষ করে দুপুর খাবার-দাবার শেষ করে । কিছুক্ষণ ফোন চাপাচাপি করে । তারপর আমি ঘুমিয়ে পড়লাম । এই ছিল আমার দুপুর কাজ ।
বিকাল
বিকেলবেলা আমি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে । কারন আমার অফিস ছুটি ছিল ঈদের সেজন্য সারাদিন রুমে শুয়ে থাকতে আর ভালো লাগছিল না । সে জন্য বন্ধুদের সাথে বাইরে ঘুরতে বের হয়েছিলাম । বন্ধুদের সাথে ঘুরতে বের হয়ে অনেক ভালো লাগছিল ।
তারপর আমরা এক মার্কেটে গিয়েছিলাম ঘোরাফেরা করার জন্য । সেখানে গিয়ে দেখি মন মুগ্ধকর পরিবেশ আর অনেক লোকজনের সমাগম । সেখানকার পরিবেশ দেখে আমি মুগ্ধ হয়ে পড়েছিলাম
রাত
রাতে বাসায় এসে হাতমুখ ধুয়ে পোশাক আশাক চেঞ্জ করার পরে । রুমে বসে থেকে সবাই গল্প করলাম। তারপর রাতের খাবার শেষ করে । এক বন্ধু বলল যে দই খেতে পারলে সবচেয়ে ভালো হয় । তারপর আমি আমাদের ক্যাম্পের মধ্যে দোকান আছে সেখানে গিয়ে দই খাওয়া আরম্ভ করি ।
Photography | original |
---|---|
Photo | @ashikkhan |
Device | Vivo |
model | 20y |
location | ain, Dubai |
Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit