আমার ডায়েরী গেম ।
রোজ:-মঙ্গলবার ০6 জুন ২০২৩ ।
সকাল
সকালবেলা আমি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে। রুমে এসে ডিউটির পোশাক পরে ।
সকালের খাবার খেয়ে আমি ডিউটিতে বের হয়ে গেলাম । আমার ক্যাম্পের বাইরে গিয়ে আমি আমার মাইক্রো বাস খুঁজে পাচ্ছিলাম না । তার কিছুক্ষণ পর আমাকে গাড়ির হরেন বাজিয়ে আমাকে সতর্ক করলো । তারপর আমি গাড়িতে উঠে পড়লাম । আমার সহকর্মী সবাই যখন গাড়িতে উঠে পড়ল তখন মাইক্রো বাস ছেড়ে দিল ।
দুপুর
মাইক্রোবাস আমার কাজের জায়গায় পছানোর পর আমি কাজ করার জন্য সব যন্ত্রপাতি নিয়ে নিলাম । তারপর আমি কাজ আরম্ভ করে করতে থাকি । যখন দুপুরের খাবার সময় হয়ে গেল তখন আমি খাবার জায়গায় চলে গেলাম।
তারপর আমি দুপুরের খাবার শেষ করে । খাবার জায়গায় কিছুক্ষণ রেস্ট করে আমি আবার কাজ আরম্ভ করি।
বিকেল
বিকেল পাঁচটার দিক দিয়ে আমি বাসায় চলে আসলাম । বাসায় আসার পর আমি মাছ কিনার জন্য মার্কেটে গিয়েছিলাম । মার্কেট থেকে লাউ এবং মাছ কিনে আমি বাসায় চলে আসি । তারপর সেগুলো কাটা দুওয়া করে ।
সেগুলো রান্না করার জন্য প্রস্তুতি করে ফেলি ।
লাউ এবং মাছ রান্না করে খেতে অনেক মজা ।
রাত
লাউ এবং মাছ রান্না করে রাত্রে খাবার জন্য । রান্নাবান্না শুরু করে দিলাম সেগুলো রান্না কাজ শেষ করে।
রাতের খাওয়া দাওয়া শেষ করে আমি শুয়ে পড়লাম । শুয়ে থেকে পোস্ট করার জন্য রেডি হয়ে পড়ছিলাম ।
Photography | original |
---|---|
Photo | @ashikkhan |
Device | Vivo |
model | 20y |
location | ain Dubai |