The diary game ||Betterlife||06-06-2023

in hive-170554 •  2 years ago 

আমার ডায়েরী গেম ।
রোজ:-মঙ্গলবার ০6 জুন ২০২৩ ।

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি । আজ আপনাদের মাঝে আমার ডায়েরী গেম নিয়ে উপস্থিত হলাম। আশা করি সবার ভালো লাগবে এবং ভালো লাগাতে পারবো । সেই আশা আকাঙ্ক্ষা ব্যাখ্যা রেখে আমি আমার কাজ আরম্ভ করছি । ততক্ষণ আমার সাথেই থাকুন ।

saving_1686071833706.jpg

সকাল
সকালবেলা আমি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে। রুমে এসে ডিউটির পোশাক পরে ।

IMG_20230605_210137.jpg

সকালের খাবার খেয়ে আমি ডিউটিতে বের হয়ে গেলাম । আমার ক্যাম্পের বাইরে গিয়ে আমি আমার মাইক্রো বাস খুঁজে পাচ্ছিলাম না । তার কিছুক্ষণ পর আমাকে গাড়ির হরেন বাজিয়ে আমাকে সতর্ক করলো । তারপর আমি গাড়িতে উঠে পড়লাম । আমার সহকর্মী সবাই যখন গাড়িতে উঠে পড়ল তখন মাইক্রো বাস ছেড়ে দিল ।

দুপুর
মাইক্রোবাস আমার কাজের জায়গায় পছানোর পর আমি কাজ করার জন্য সব যন্ত্রপাতি নিয়ে নিলাম । তারপর আমি কাজ আরম্ভ করে করতে থাকি । যখন দুপুরের খাবার সময় হয়ে গেল তখন আমি খাবার জায়গায় চলে গেলাম।

তারপর আমি দুপুরের খাবার শেষ করে । খাবার জায়গায় কিছুক্ষণ রেস্ট করে আমি আবার কাজ আরম্ভ করি।

বিকেল
বিকেল পাঁচটার দিক দিয়ে আমি বাসায় চলে আসলাম । বাসায় আসার পর আমি মাছ কিনার জন্য মার্কেটে গিয়েছিলাম । মার্কেট থেকে লাউ এবং মাছ কিনে আমি বাসায় চলে আসি । তারপর সেগুলো কাটা দুওয়া করে ।

IMG_20230606_182241.jpg

সেগুলো রান্না করার জন্য প্রস্তুতি করে ফেলি ।

IMG_20230606_182253.jpg

IMG_20230606_183348.jpg

লাউ এবং মাছ রান্না করে খেতে অনেক মজা ।

রাত
লাউ এবং মাছ রান্না করে রাত্রে খাবার জন্য । রান্নাবান্না শুরু করে দিলাম সেগুলো রান্না কাজ শেষ করে।

IMG_20230606_204801.jpg

রাতের খাওয়া দাওয়া শেষ করে আমি শুয়ে পড়লাম । শুয়ে থেকে পোস্ট করার জন্য রেডি হয়ে পড়ছিলাম ।

26uUsAjKTsXCBRzTxRJWxpz7qLMdK4Nq6Ha3QAmrmWNLCRjiBH34AQA5d4TJsF4yshLU3NcKHysTmrUFymyr9uSPKybpfqkqTntBEt6AHfGKJ1csY9sd5SnADWGu8raWmKMsuVdMnsTrbt1mxvmDu6zK8snFDu3jitBMjt.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPiS2oobJrZoH43zET7sYtEsZ3HK74vM6hTLdY6gAteuy74eeW5nSHQQNN8JMb...BK4wrWc8R3MBMX4XVPBwq6vR25V2yjESVXbYYysbU1cMyeVrMF15ZeqnYSJahtGNHcRQ4R2YKaZ4kbUswPbN96Ci4dSeeoqo4M153MdARZEgf3i58pNncMpKan.png

Photographyoriginal
Photo@ashikkhan
DeviceVivo
model20y
locationain Dubai

আমার w3w লোকেশন কোড

https://w3w.co/tuesdays.reboot.panting

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...