আমার ডায়েরী গেম ।
রোজ :-শুক্রবার 12 may ২০২3
সকাল
সকাল বেলা প্রতিদিনকার মতো ডিউটি থেকে এসে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে। নাস্তা করার জন্য প্রস্তুতি নি এবং হালকা নাস্তা করে। যেমন আজকে আবার রান্না করার পালিয়ে ছিল সেজন্য ডিউটি থেকে এসে আমি রান্না কাজে অংশগ্রহণ করি।
আমাদের এখানে কিছু নাইজেরিয়ান এবং পাকিস্তানি মানুষ থাকে এবং তাদের সাথে আমি মিলেমিশে রান্নাবান্না কাজ আরম্ভ করি। আমরা ডিউটি থেকে এসে দেখি সবাই রান্নাবান্নার কাজ আরম্ভ করছি কিছুক্ষন ওয়েট করলাম ছুলার জন্য ।
আমি রান্না শেষ করে এবং খাওয়া দাওয়া শেষ করে ।
এবং আমি আপনাদের মাঝে আজকে আমাদের ক্যাম্পের কিছু ফটোগ্রাফি শেয়ার করব । কারণ আপনাদের জানার দরকার আছে আমি কি অবস্থায় আছি কেমন আছি সেটা বিষয় নিয়ে আসলে আমি নাইট ডিউটি করি । সে জন্য আমি কোন কিছুতে একটিভ থাকতে পারিনা ।
আসলে ফটোগ্রাফি গুলো ভালো কিলিয়ার হয়নি কারণ সকালবেলায় কুয়াশাতে ঢাকা ছিল । এই ফটোগ্রাফি গুলো হলো যারা ডে ডিউটি করে তাদের ডিউটিতে যাওয়ার মুহূর্ত ।
দুপুর
দুপুরবেলা আমি ঘুম থেকে উঠে জামা কাপড় ধোয়ার জন্য আমি ওয়াশিং মেশিনের কাছে গেলাম। এবং মেশিন দেখলাম ঠিক আছে কিনা।
এটা কমবেশি আমরা সবাই চিনি এটা হল ওয়াশিং মেশিন । যেটার কাজ জামাকাপড় পরিষ্কার করা ।
আমি দুপুরে খাবার জন্য রুমে চলে আসলাম।
এবং দুপুরে খাবার শেষ করে আমি তেমন একটি কাজ করিনি । কারণ যে জামা কাপড় গুলো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম । সে জামা কাপড় গুলো বের করে রোদ্রে শুকাতে দিলাম। তারপর আমি ঘুমিয়ে পড়লাম।
বিকাল
আমি বিকালে তেমন একটা কাজ করিনি । ঘুম থেকে উঠে আমাদের ক্যাম্পের কিছু ফটোগ্রাফি করলাম ।
রাত
রাত্রে আমি ডিউটি যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম এবং ডিউটির পোশাক পরিধান করা আরম্ভ করলাম।
Photography | original |
---|---|
Photo | @ashikkhan |
device | Vivo |
model | 20y |
Location | Sharja, Dubai |