স্টিমিটের বন্ধুরা,
আসসালামু আলাইকুম সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা , @shiftitamanna আপু সুন্দর সময়োপযোগী একটি প্রতিযোগিতা আমাদের মাঝে আহবান করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই প্রতিযোগিতার মাধ্যমে আমি মনে করি Steemit সম্পর্কে আমাদের বোধ সকলের সামনে তুলে আনতে সক্ষম হবেন আপু @shiftitamanna .
✅Steemit কাজ করে আপনি আপনার জীবনে কী কী সুবিধা উপভোগ করেছেন?
Steemit একটি ক্রিয়েটিভ প্লাটফর্ম। আমি নিজেকে কখনো ক্রিয়েটিভ হিসেবে মনে করিনি, আর কখনো মনে করতেও চাইনি। ”Steemit” এই প্লাটফর্মে এসে সত্যি আজ নিজেকে ক্রিয়েটিভ ব্যক্তি বলে মনে হয়; কারণ, Steemit আমাকে আত্মবিশ্বাসের একটি প্রশস্ত পথ দেখিয়েছে নিজেকে জানতে শিখিয়েছে, আমাদের আশেপাশের সহজ সরল প্রতিটি মুহূর্তকে বাস্তবে রূপ দিতে শিখিয়েছে যা সাহিত্যকর্ম হিসেবে তুলে ধরতে পেরেছি সকলের মাঝে এবংসচ্ছল করেছে অর্থনীতিতে ।দিন দিন আমরা পড়ার অভ্যাসকে ভুলে যেতে বসেছিলাম Steemit সেই পড়ার অভ্যাসকে আরো প্রাণবন্ত করে তুলেছে সাথে যোগ করেছে পুরস্কারের।
✅আপনার জীবনের সেরা অর্জনে Steemit কতটা সহায়ক বলে মনে করেন?
মানুষের চাওয়া অপরিসীম এর কোন সীমা নির্ধারণ কেউ করতে পারেনি। সাধারণ মানুষের ক্ষেত্রে এমনটা ভাবাই স্বাভাবিক আর তার ব্যতিক্রম আমি নই। হয়তো অসাধারণ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার মতো কোনো ক্রিয়েটিভ বা উদ্ভাবনী শক্তি আমার মধ্যে নেই তবু এই প্লাটফর্মে আমি স্বল্প সময়ে নিজেকে জানতে শিখেছি বুঝতে শিখেছি সাহিত্যকর্ম জীবন বোধ সাথে অর্থনৈতিক উন্নয়নের কথা বাদই দিলাম। এই প্লাটফর্মে আমার অর্জনের কথা বলে শেষ করবার নয় তবু বলতে চাই Steemit ছিল বলেই বা Steemit আমি লেখার অনুমোদন পেয়েছি বলেই আমার জীবনের নতুন অধ্যায় সৃষ্টি করতে পেরেছি ।
✅Steemit কি আপনার দৈনন্দিন জীবনের চাহিদা পূরণ করতে পারে?
দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন পরিস্থিতির শিকার হতে হয়। কখন কোন পরিস্থিতিতে আমরা পড়বো আর তা থেকে পরিত্রাণের উপায় আমরা আগে থেকে ঠিক করে রাখতে পারি না সময় তার নিজ গতিতে কাজ করে। বড় ধরনের কোন অর্থনৈতিক উপঢৌকন Steemit আমাদের না দিলেও জীবন জীবনের গতিতেই প্রবাহমান হয় আর মধ্যে শত কর্মের মাঝে একটু শান্তির জায়গা করে দিয়েছে এই Steemit । পড়তে শিখিয়েছে, গড়তে শিখিয়েছে, লিখতে শিখিয়েছে ।
✅আপনার জীবনে Steemit কাজ করা কতটা উপকারী?
Steemit একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে নিজেকে ভিন্ন করে তুলেছে। ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন চাহিদা ভিন্ন ভিন্ন প্লাটফর্মে তাদের যাতায়াত থাকবেই। এই প্লাটফর্মে আমার মনে হয়েছে কাদা ছোড়াছুড়ি নেই । এটি সভ্য মানুষের সভ্য প্ল্যাটফর্ম। আমি সভ্য মানুষ হিসেবে সভ্য এই প্লাটফর্মে কাজ করতে পেরে সত্যিই আনন্দিত ।
আমি এই আশ্চর্যজনক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য @jubayer119, @imranhassan এবং @mdrabbe কে আমন্ত্রণ জানাতে চাই।
Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit